1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

২৮ এপ্রিল ২০২০

নতুন করে আরো ৫৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় দেশে এখন মোট আক্রান্ত ৬,৪৬২ জন৷ আরো তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে৷

ছবি: DW/H.U.R. Swapan

মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা এবং বয়স ষাটের বেশি৷ গত ২৪ ঘণ্টায় আরো আটজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন; মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন৷ তবে বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে যারা সুস্থ হচ্ছেন তাদের তালিকা এখনো করা হয়নি৷

বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের পর ৫৪তম দিন চলছে৷ এদিন মোট চার হাজার ৩০৯টি নমুনা সংগ্রহ করা হয়৷ আগের দিনের কিছু নমুনা মিলিয়ে এদিন মোট চার হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে৷

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য তুলে ধরেন৷

এসএনএল/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ