1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংক্রমণ বাড়লে বিয়ারের রাজধানী মিউনিখেও পান নিষিদ্ধ

২৬ আগস্ট ২০২০

বিয়ারের রাজধানী বলে পরিচিত জার্মনির মিউনিখ শহরে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রিত না থাকলে অ্যালকোহল বিক্রি সীমিত থাকবে এবং গভীর রাত পর্যন্ত জনসাধারণের জন্য মদ্যপান আংশিকভাবে নিষিদ্ধ করা হবে৷ এ ঘোষণা মঙ্গলবারের৷

ছবি: picture-alliance/AP Photo/M. Schrader

সোমবার মিউনিখ রিপোর্ট করেছে, গত সপ্তাহে বাভারিয়ার রাজধানীতে নতুন সংক্রমিতদের সংখ্যা ছিলো এক লাখের মধ্যে ৩০ দশমিক নয় দুই৷ প্রতি সাতদিনে এক লাখ নাগরিকের ৩৫ জনের বেশি করোনায় সংক্রমিত হলে রাত নয়টার পরে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে এবং রাত ১১ টার পর পানশালা বন্ধ করে দিতে হবে৷

বিশ্বজুড়ে বিয়ারপ্রেমীদের কাছে মিউনিখ বিয়ারের স্বর্গ হিসেবে পরিচিত৷ প্রতিবছর বিয়ার উৎসব বা অক্টোবরফেস্ট এর আয়োজন করে থাকে এই শহর, তবে কোভিড-১৯ এর উদ্বেগের কারণে এবছর সে আয়োজন বাতিল করা হয়েছে৷

মিউনিখের মেয়র ডিটার রাইটার বলেন, ‘‘এই সিদ্ধান্ত নেয়া আমাদের সকলের জন্যই কঠিন ছিলো ৷ তবে করোনা মহামারির সময়ে আমাদের প্রধান কাজ জনগণকে সুরক্ষা দেওয়া এবং যতটা সম্ভব করোনার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া৷’’

পাবলিক প্লেসে মদ্যপান করা জার্মানিতে বৈধ, গ্রীষ্মকালে সারা দেশজুড়ে তা একেবারেই স্বাভাবিক ব্যাপার৷ করোনাকালেও মিউনিখ শহর কেন্দ্রস্থলের কিছু পার্ক ও খোলা জায়গায় প্রচুর মানুষের ভিড় দেখা যায়৷

সপ্তাহান্তে জার্মানির উত্তরাঞ্চল হামবুর্গ শহরের আশেপাশের কয়েকটি জায়গায় অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ বাভারিয়ার বামব্যার্গ শহরও এই একই ব্যবস্থা গ্রহণ করেছে৷

এনএস/কেএম (ডিপিএ, এএফপি)

২০১৮ সালের সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ