সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ:স্বাস্থ্যমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২১
করোনার সংক্রমণ আবার বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধের সুপারিশ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷
বিজ্ঞাপন
শুক্রবার মহাখালীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘‘সংক্রমণের সঙ্গে সবকিছুই জড়িত, সংক্রমণ কমেছে বলেই স্কুল-কলেজ খুলেছে৷ যদি দেখি আমাদের এখানে আশঙ্কাজনকভাবে সংক্রমণের হার আবার বেড়ে যাচ্ছে তখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়৷ আমরাও সেভাবেই পরামর্শ দেবো৷ আমরা চাইবো না আমাদের ছেলেমেয়েরা সংক্রমিত হয়ে যাক৷''
করোনার শুরুতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়৷ প্রায় দেড় বছর পর আগামী রোববার থেকে সব স্কুল-কলেজ খুলে দেওয়ার প্রস্তুতি চলছে৷
বছরের শেষভাগে এসএসসি ও এইচএসসির পাশাপাশি পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী, অষ্টমের জেএসসি-জেডিস এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের৷
করোনায় অটোপাসেই বছর পার
করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করলেও পিছিয়ে গেছে জাতীয় পর্যায়ের অনেক পরীক্ষা। ফলে প্রায় চার কোটি শিক্ষার্থী ক্ষতির শিকার।
ছবি: Piyas Biswas
প্রাথমিক সমাপনী পরীক্ষা
দেশে করোনা ভাইরাস ধরা পড়ার পর ২০২০ সালের মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পুরো বছর জুড়ে স্কুল বন্ধ থাকায় অনুষ্ঠিত হয়নি ২০২০ সালের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। অটোপাস দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে উঠার অনুমতি দেওয়া হয়। সে বছর দেশে ২৯ লাখের বেশি শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
ছবি: bdnews24.com
জুনিয়র স্কুল/দাখিল সার্টিফিকেট পরীক্ষা
করোনার কারণে অনুষ্ঠিত হয়নি ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষাও। প্রাথমিক/ইবতেদায়ির মতো এই স্তরের শিক্ষার্থীদেরও অটোপাস বিবেচনায় নিয়ে পরের শ্রেণিতে উঠতে দেওয়া হয়। সারাদেশে প্রায় ২৬ লাখ শিক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
ছবি: DW/M. Mamun
এসএসসি ও সমমানের পরীক্ষা
করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুর আগেই পরীক্ষা শেষ হয়েছিল বলে অসুবিধায় পড়তে হয়নি মাধ্যমিকের শিক্ষার্থীদের। সাধারণত ফেব্রুয়ারি মাসে হওয়া এ পরীক্ষা করোনার কারণে চলতি বছর এখনো অনুষ্ঠিত হয়নি। তবে পরীক্ষা নিতে নিজেরা প্রস্তুত, দাবি মন্ত্রণালয়ের। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে ৬০ কার্যদিবস সরাসরি পাঠদান করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ১০ লাখের বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।
ছবি: bdnews24.com
এইচএসসি ও সমমানের পরীক্ষা
জেএসসির ২৫ শতাংশ আর এসএসসির ৭৫ শতাংশ নম্বর গড় করে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার বিষয়ে আশাবাদী মন্ত্রণালয়। কলেজ খুলবে এমন প্রত্যাশায় ৮৪ দিন সরাসরি ক্লাস নিয়ে পরীক্ষা সম্পন্ন করতে চায় মন্ত্রণালয়।
ছবি: Abdullah Al Momin/bdnews24.com
মেডিক্যাল ভর্তি পরীক্ষা
বেশ কয়েকমাস আটকে থাকার পর গত ২ এপ্রিল দেশব্যাপী মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে পরীক্ষার আয়োজন করায় সমালোচিত হয় কর্তৃপক্ষ।
ছবি: Mortuza Rashed
সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
প্রায় এক বছর স্থগিত থাকার পর তোড়জোড় শুরু হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার। ইতিমধ্যে পরীক্ষার দিনক্ষণও নির্ধারণ করেছে বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়। সব কিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হতে পারে।
ছবি: Mortuza Rashed
সেশনজটে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
করোনার সময়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস চালানোর চেষ্টা করলেও বিভিন্ন বর্ষের পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হয়নি। এ কারণে সেশনজটের আশঙ্কা শিক্ষার্থীদের।
ছবি: Mortuza Rashed/DW
কিছুটা এগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
এদিকে বেশকিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস, পরীক্ষা ও টিউটরিয়াল চালু রেখেছে। এ কারণে করেনার এ সময়ে কিছুটা হলেও সচল ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।
ছবি: bdnews24.com
কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান?
করোনা ভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় বারবারই এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।
ছবি: bdnews24.com
9 ছবি1 | 9
স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো ১৮ বছরের নীচে কোভিড টিকা দেওয়ার অনুমোদন দেয়নি, যদিও কিছু দেশ নিজেদের সিদ্ধান্তে ১২ বছরের বেশি বয়সিদের টিকা দিচ্ছে৷ দুয়েকটা দেশে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়েছে৷আমরা ডাব্লিওএইচওর সঙ্গে আলোচনা করছি, তারা যখন অনুমতি দেবে, তখন আমরা টিকা দেওয়ার চেষ্টা করবো৷'' আজ শুক্রবার বেলা দশটায় ঢাকার তিনটি কেন্দ্রে বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়৷ এই পরীক্ষা হয় সারাদেশের আটটি কেন্দ্রের অধীনে ২২টি ভেন্যুতে৷
এবার দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে ৫৪৫টি আসন এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৪০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে৷ করোনার কারণে গত বছরের পিছিয়ে যাওয়া মেডিকেল ও ডেন্টাল পরীক্ষা এ বছর নেওয়া হলো৷
গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর৷ ব্যাপক সংক্রমণের মধ্যেই ২ এপ্রিল সারাদেশের এমবিবিএস কোর্সের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়৷
তবে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ৩০ এপ্রিলের পিছিয়ে যাওয়া ভর্তি পরীক্ষা নেওয়া হলো শুক্রবার৷