উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করছে জার্মানি৷ সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় সরকার জনসাধারণের উদ্দেশ্যে কড়াকড়ি মেনে চলার ডাক দিয়েছে৷
বিজ্ঞাপন
করোনা সংকট মোকাবিলার ক্ষেত্রে জার্মানির প্রাথমিক সাফল্য ম্লান করে দিচ্ছে বেড়ে চলা সংক্রমণের হার৷ আর বিচ্ছিন্ন কিছু জায়গায় নয়, গোটা দেশ জুড়েই বাড়ছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার বদলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে৷ গণ সংক্রমণের কিছু সাম্প্রতিক ঘটনাও প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে৷ বিশেষ করে দক্ষিণের শোয়েবিশ গ্যমুন্ড শহরে এক শোকসভায় অনেক মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গোটা এলাকায় সংকট দেখা দিয়েছে৷ এমনকি কয়েকটি শিশুও আক্রান্ত হয়েছে৷
বিশেষ করে গ্রীষ্মের ছুটির মরসুমে অনেক মানুষ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ বা অঞ্চলে বেড়াতে গিয়ে ঘরে ফেরার সময়ে করোনাভাইরাস নিয়ে আসছেন, এমন দৃষ্টান্ত বেড়েই চলেছে৷ তাই এই সব মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন ফেডারেল ও রাজ্য স্তরের স্বাস্থ্যমন্ত্রীরা৷ কিন্তু গত সপ্তাহান্ত থেকে বিমানবন্দরে সেই পরীক্ষা চালু হবার পর সেটি বাধ্যতামূলক না হওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল৷ সোমবার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ঘোষণা করেন, যে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে আগত মানুষের জন্য বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে৷ এই পদক্ষেপের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি স্থির করা হচ্ছে৷ উল্লেখ্য, বর্তমানে জার্মানি মোট ১৩০টি দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে৷ তবে স্পান জানান, দৈনিক ভিত্তিতে সেই তালিকা খতিয়ে দেখা হচ্ছে৷
জার্মানির সরকারও জনসাধারণের উদ্দেশ্যে করোনা মোকাবিলায় কড়া নিয়ম মেনে চলার ডাক দিয়েছে৷ চ্যান্সেলরের দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলগে ব্রাউন বলেন, বেড়ে চলা সংক্রমণের প্রেক্ষাপটে সবার সামাজিক ব্যবধান, হাত ধোয়া, বদ্ধ জায়গায় মাস্ক পরার মতো কড়া নিয়ম মেনে চলা উচিত৷ তাঁর মতে, এখনো পর্যন্ত জার্মানি করোনা মোকাবিলায় যথেষ্ট সাফল্য দেখিয়েছে৷ আসন্ন হেমন্ত ও শীত কালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে৷
বিমানবন্দর ছাড়াও কিছু রেল স্টেশন ও সড়ক সীমান্তে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে৷ বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার সোমবার ঘোষণা করেন, যে মিউনিখ ও নুরেমবার্গ রেল স্টেশন এবং সীমান্তের তিনটি জায়গায় করোনা পরীক্ষা করা হবে৷ বাভেরিয়া আগেই মরসুমি শ্রমিকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছিল৷
এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)
করোনাকালে পবিত্র হজ, প্রস্তুত মক্কা
করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বজুড়ে৷ এর মাঝেই পালিত হবে পবিত্র হজ৷ ছবিঘরে দেখে নেয়া যাক কেমন হতে চলেছে এবারের হজ, শেষ মুহূর্তের প্রস্তুতিই বা কেমন...
ছবি: AFP/Saudi Ministry of Hajj and Umra
থাকছে না বিশাল জমায়েত
এবার হজ হচ্ছে খুব সীমিত পরিসরে৷গত বছরও যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করেছিলেন, সেখানে এবার এ সুযোগ পাচ্ছেন মাত্র ১০ হাজার জন৷ তাদের সবাই সৌদি আরবে অবস্থানরত৷ অর্থাৎ, এবার সৌদি আরবের বাইরে থেকে গিয়ে কাউকে হজ করতে দেয়া হচ্ছে না৷ তবে যারা সুযোগ পেয়েছেন তাদের মধ্যে দুই তৃতীয়াংশই সৌদি আরবে অবস্থানরত প্রবাসী৷ ওপরের ছবিটি করোনার আগমনের আগের জমজমাট হজ আয়োজনের৷
ছবি: Getty Images/AFP/K. Sahib
নিয়মের কড়াকড়ি
কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার৷হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছে৷ হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য৷ ওপরের ছবিতে এক কর্মীকে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত করার ব্যবস্থাসম্পন্ন গেট দিয়ে পবিত্র কাবা শরিফের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP
মাস্ক পরা বাধ্যতামূলক
হজের সময় মাস্ক পরতে হবে সবাইকে৷ এ কথা আগেই জানিয়ে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ৷ (ফাইল ফটো)
ছবি: Reuters/G. Essa
প্লাস্টিকের প্যাকেটে জমজমের পানি
সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেজন্য জমজমের পবিত্র পানি পানেও থাকছে নিয়মের কঠোরতা৷ এবার সবার জন্য জমজমের পবিত্র পানি সরবরাহ করা হবে প্লাস্টিকের প্যাকেটে৷ সেই পানিই পান করতে হবে সবাইকে৷
ছবি: Imago Images/photothek/T. Trutschel
জীবানুমুক্ত কংকর নিক্ষেপ করবেন সীমিত সংখ্যক
বিশেষ পরিস্থিতির কারণে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও থাকছে নতুনত্ব৷ এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করতে পারবেন। তবে সে পাথর সাধারণ কোনো পাথর নয়৷ এবার জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে হাজিদের৷
ছবি: AFP
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুপস্থিত
পবিত্র হজের খবর প্রচারেও পড়েছে করোনার প্রভাব৷ এবার কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে হজ কাভার করার অনুমতি দেয়নি সৌদি সরকার৷
ছবি: Getty Images/AA/A. Jadallah
হাজিরা যাচ্ছেন
সৌদি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বুধবার (২৯ জুলাই) হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা৷ তাই হাজিরা হাজির হচ্ছেন মক্কায়৷ ছবিতে হজ করতে জেদ্দাহর কিং আব্দুল আজিজ বিমানবন্দরে নামা কয়েকজন হাজি৷
ছবি: picture-alliance/AP/Saudi Ministry of Media
জীবাণুমুক্ত লাগেজ
মক্কার হোটেলে উঠতে শুরু করেছেন হাজিরা৷ সেখানেও থাকছে করোনা প্রতিরোধের বিশেষ ব্যবস্থা৷ ছবিতে এক হোটেলে হাজিদের লাগেজ জীবাণুমুক্ত করার দৃশ্য৷
ছবি: picture-alliance/AP/Saudi Ministry of Media
স্বাস্থ্য পরীক্ষা
এক হাজির তাপমাত্রা পরীক্ষা করছেন মাস্ক পরা এক সৌদি চিকিৎসক৷ এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে সব হাজিকে৷
ছবি: AFP/Saudi Ministry of Hajj and Umra
সারি সারি তাঁবু
পবিত্র আরাফাতের ময়দান ও মিনার মাঝে হাজিদের জন্য তৈরি করা হয়েছে তাঁবু৷ তাঁবুর এই সারির ছবিটি গত ২৬ জুলাইয়ের৷