1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর প্রথম অগ্নিপরীক্ষা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৬ মে ২০১৪

ভারতের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি৷ তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার গঠনের তৎপরতার মাঝে উঠে এসেছে হিন্দুত্ববাদী সংঘ পরিবারের ভূমিকা৷

Indien Wahlen Narendra Modi
ছবি: Reuters

নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা তৈরি হতেই হিন্দুত্বাবাদী সংঘ পরিবার নিজেদের চাল চালতে শুরু করেছে৷ অবশ্যই যাতে মোদীর সরকার গঠিত হবার পর, সংঘ পরিবারের গুরুত্ব যেন খাটো না হয়৷ বরং তাদের দাবি বাস্তবায়নের জন্য চাপ আসে৷

এই যেমন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, জম্মু-কাশ্মীর সংক্রান্ত সংবিধানের ৩৭০ নং ধারার বিলোপসাধন এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা ইত্যাদি৷ সংবিধানের ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে নির্বাচনি প্রচারে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ৩৭০ ধারা মুছে ফেলা হলে কাশ্মীর ভারতের সঙ্গে থাকবে কিনা বলা মুশকিল৷

ওদিকে সংঘ পরিবার মনে করে, বাবরি মসজিদের নীচে যে মন্দির ছিল তার অস্তিত্ব প্রমাণিত৷ সংবিধানের ৩৭০ ধারা একটা অস্থায়ী ব্যবস্থা মাত্র৷ আর অভিন্ন দেওয়ানি বিধি এক নির্দেশিক নীতি, যাকে বলে ‘ডায়রেক্টিভ প্রিন্সিপাল'৷ এই তিনটি বিতর্কিত ইস্যুর সমাধান করতে হবে ভারতীয় সংবিধানের এক্তিয়ারের মধ্যেই৷ এইসব দাবি থেকে সরে আসার দরুণ বিজেপিকে কঠিন মূল্য দিতে হয়েছিল ২০০৪ সালের নির্বাচনে, এমনটাই মনে করে সংঘ পরিবার৷

সেক্ষেত্রে মোদীর প্রথম অগ্নিপরীক্ষা হবে সতর্কভাবে পা ফেলা, যাতে সংঘ পরিবারের সঙ্গে কোনোমতেই সংঘাতের আবহ তৈরি না হয়৷ পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা যাতে দেখা না দেয়, সেটাও দেখতে হবে মোদী সরকারকে৷

বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনারত নরেন্দ্র মোদীছবি: Reuters

দ্বিতীয় অগ্নিপরীক্ষা সংঘ পরিবার বিজেপির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে যেসব কৌশল অবলম্বন করবে, সংঘাতের পথে না গিয়ে চতুরতার সঙ্গে তার মোকাবিলা করতে হবে মোদীকে৷ মুশকিল হবে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে না পারলে শরিক দলগুলিকেও সঙ্গে নিয়ে চলতে হবে৷ স্বাভাবিকভাবেই এতে রাজনৈতিক বাধ্যবাধকতা থাকবে৷

এ সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হবে বিজেপির সংসদীয় বোর্ড৷ ফল ঘোষণার পর বসবে বোর্ডের বৈঠক৷ তাতে স্থির হবে সরকারের ভবিষ্যত কৌশলনীতি৷ তার আগেই অবশ্য মোদী তাঁর অতিবিশ্বস্ত কয়েকজনকে নিয়ে একটা ‘কোর' কমিটি তৈরি করেছেন৷ যার মধ্যে আছেন বিজেপি সভাপতি রাজনাথ সিং, নিতিন গডকরি এবং অরুণ জেটলি৷ লক্ষণীয়, বিদায়ী পঞ্চদশ সংসদের নিম্নকক্ষ লোকসভায় সুষমা স্বরাজ ছিলেন বিজেপির দলনেত্রী৷ তাঁর অনুপস্থিতি চোখে পড়ার মতো৷

উল্লেখ্য, বিজেবি এখন দুই শিবিরে বিভক্ত৷ একটা আডবানি শিবির এবং অন্যটি রাজনাথ-মোদী শিবির৷ সুষমা আডবানি শিবিরে৷ গুজরাটের গান্ধীনগরে নিজের সরকারি বাসভবনে তাঁদের নিয়ে পাঁচ ঘণ্টা বৈঠক করেন মোদী৷ তাতে তিনি এই বার্তাই দেন যে, সকলের মতামত শুনে দলে এবং সরকারে শেষ কথা বলার হকদার তিনিই৷ অর্থাৎ মোদী হবেন ক্ষমতার ভরকেন্দ্র৷ দলের বর্তমান সভাপতি রাজনাথ সিং মন্ত্রিসভায় যাবেন কিনা, তা স্পষ্ট নয়৷ তবে পর্যবেক্ষক মহল বলছে, বাজপেয়ী সরকারে আডবানি ২নং স্থানে থেকে স্বরাষ্ট্র দপ্তর সামলে ছিলেন৷ এবারে, অর্থাৎ মোদী সরকারে রাজনাথ সিং হয়ত সেই জায়গাটা নিতে পারেন৷ সেক্ষেত্রে উত্তর প্রদেশে বিজেপি যদি গোটা পঞ্চাশেক আসন পায়, তাহলে তার পুরস্কার হিসেবে রাজনাথের বদলে অমিত শাহ দলের সভাপতি হতে পারেন৷ প্রশ্ন হলো, আডবানিকে কোথায় বসানো হবে? আডবানির সম্মানজনক পদ হতে পারে বিজেপি-জোট সরকারের জাতীয় উপদেষ্টার চেয়ারম্যান করা৷ আর অপর প্রবীণ সদস্য মুরলি মনোহর যোশীকে সংসদের স্পিকার পদের প্রস্তাব দেয়া হতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ