1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

সংখ্যাগরিষ্ঠতা হারাল ইসরায়েল সরকার

৬ এপ্রিল ২০২২

ইসরায়েলের বর্তমান জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একজন আইনপ্রণেতা৷ এতে ক্ষমতায় আসার মাত্র নয় মাসের মাথায়ই দেশটির সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন সরকার৷ 

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে জোট সরকারের সদস্য এখন বিরোধীদের সমান
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে জোট সরকারের সদস্য এখন বিরোধীদের সমানছবি: Ahmad Gharabli/AFP/Getty Images

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ডানপন্থি ইয়ামিনা দলের অন্যতম সদস্য ইদিত সিলমান বুধবার পদত্যাগের ঘোষণা দেন৷ এর ফলে পার্লামেন্টে জোটের সদস্য সংখ্যা কমে বিরোধীদের সমান ৬০ জনে দাঁড়িয়েছে৷ এই ঘটনার কারনে ক্ষমতায় আসার এক বছরে মাথায়ই বেনেট সরকারের পতন ঘটতে পারে৷

জোটের চেয়ারপার্সনের দায়িত্বে থাকা সিলমান ধর্মীয় ইস্যু নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমি ঐক্যের চেষ্টা করেছি৷ এই জোটের জন্য অনেক পরিশ্রম করেছি৷ ...দুর্ভাগ্যজনকভাবে, ইসরায়েলে ইহুদি পরিচয় ক্ষতিগ্রস্ত হয় এমন কিছুতে আমি অংশ নিতে পারব না৷’’ পদত্যাগের পর তিনি ডানপন্থি নতুন জোট গড়ে তোলার চেষ্টা করবেন বলেও বিবৃতিতে জানান৷

ইসরায়েলে বৈঠক করলেন চার আরব পররাষ্ট্রমন্ত্রী

01:35

This browser does not support the video element.

তার সিদ্ধান্তকে এরইমধ্যে স্বাগত জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা বেনইয়ামিন নেতানিয়াহু৷ এক ভিডিও বার্তায় তিনি সিলমানকে তার দলে যোগ দেয়ার আহ্বান জানান৷ তবে আবারও সরকার গঠন করতে হলে নেতানিয়াহুকে নেসেটের অন্তত ৬১ জন সদস্যের সমর্থন লাগবে, যা এই মুহূর্তে তার দলের নেই৷

সিলমানের পদত্যাগ নিয়ে এখনও মুখ খোলেননি প্রধানমন্ত্রী বেনেট৷ বর্তমানে ১২০ আসনের পার্লামেন্টে তার দলের সদস্য সংখ্যা মাত্র পাঁচটি৷ দীর্ঘ রাজনৈতিক সংকটের পর গত জুনে ডান এবং বামপন্থি মিলিয়ে মোট আটটি রাজনৈতিক দলকে এক করে বেনেট সরকার ক্ষমতায় আসে৷ প্রথমবারের মতো জোট সরকারে দেশটির একটি আরব দলও অংশ নেয়৷  সিলমানের পদত্যাগের কারণে ইসরায়েলকে মাত্র তিন বছরের মধ্যে পঞ্চম নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না৷ 

এএস/এফএস (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ