1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংখ্যালঘু নির্যাতন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ জানুয়ারি ২০১৪

নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি৷ পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটিগুলো শনিবার থেকে কাজ শুরু করবে৷

ছবি: DW

তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরা সঠিক তথ্য উদঘাটন করে দেশবাসীর সামনে তুলে ধরবেন৷

নির্যাতন ও হত্যাকাণ্ডের এলাকাগুলোকে চার ভাগে ভাগ করে একজন করে আহ্বায়ক ও সদস্য সচিব মনোনীত করা হয়েছে৷ তাঁদের নেতৃত্বেই সরেজমিন তদন্ত হবে৷ সিরাজগঞ্জ, বগুড়া এবং গাইবান্ধার ঘটনার তদন্তে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এবং জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া৷

নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ঘটনা তদন্তের নেতৃত্বে থাকবেন সাবেক সচিব এ এফ এম হালিম এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ৷

সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার নির্যাতন তদন্তে নেতৃত্ব দেবেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী৷

কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার ঘটনা তদন্তে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদকে আহ্বায়ক এবং দলের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

নির্বাচনকে ঘিরে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় চারটি তদন্ত কমিটি গঠন করেছে বিএনপিছবি: DW

তদন্ত কমিটির একজন সানাউল্লাহ মিয়া ডয়চে ভেলেকে জানান, বুধবার রাতে পেশাজীবীদের সঙ্গে বৈঠকের পর খালেদা জিয়া কমিটিগুলো গঠন করে দিয়েছেন৷ এই চারটি কমিটি নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করবে৷ তাঁদের কাজ হবে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা এবং কারা জড়িত তা বের করে আনা৷ তিনি বলেন এসব ঘটনায় ঢালাওভাবে বিএনপি-জামায়তকে দায়ী করা হচ্ছে৷ আসলেই কি তাই, না অন্য কোনো গোষ্ঠী বা রাজনৈতিক শক্তি এর সঙ্গে জড়িত, তা তাঁরা জানার চেষ্টা করবেন৷

সানাউল্লাহ মিয়া বলেন কমিটি গঠনের পর তাঁরা বৃহস্পতিবার বৈঠক করেছেন৷ শনিবার থেকে সরেজমিন তদন্তের কাজ শুরু করবেন৷ এই তদন্তে তাঁরা স্থানীয় পর্যায়ের সাংবাদিক, আইনজীবীসহ পেশাজীবীদের সম্পৃক্ত করবেন৷

তিনি দাবি করেন তাঁদের এই তদন্ত হবে নিরপেক্ষ এবং স্বচ্ছ৷ তাঁদের এই তদন্ত রিপোর্ট জাতির সামনে প্রকাশ করা হবে৷

তদন্ত কমিটি বিএনপির লোকজন নিয়ে গঠন করা হয়েছে – তাহলে কিভাবে নিরপেক্ষতা নিশ্চিত করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘‘আমাদের তদন্ত হবে তথ্যপ্রমাণ ভিত্তিক৷''

নীলফামারী, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ঘটনা তদন্তের নেতৃত্বে থাকবেন এক সাবেক সচিব এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকছবি: DW

তদন্ত কমিটির আরেকজন রুহুল আমিন গাজী ডয়চে ভেলেকে জানান, এই তদন্তের কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি৷ তবে তাঁরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে চান৷ তিনি বলেন তাঁরা তদন্ত রিপোর্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে জমা দেবেন৷ এই রিপোর্ট সরকার বা আন্তর্জাতিক মহলকে দেয়া হবে কিনা, সে সিদ্ধান্ত খালেদা জিয়াই নেবেন৷ তবে সংবাদ মাধ্যমে যে প্রকাশ করা হবে তা নিশ্চিত৷

এদিকে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শ ম রেজাউল করিম ডয়চে ভেলেকে জানান, এধরণের তদন্ত কমিটির কোনো আইনগত ভিত্তি না থাকলেও নাগরিকরা তদন্ত কমিটি করতে পারেন৷ কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তারাই তদন্ত করলে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে৷ আর সবাই যদি যে যার মতো তদন্ত কমিটি গঠন করে তাহলে বিষয়টি এলোমেলো হয়ে যেতে পারে৷ তিনি মনে করেন একারণে জাতীয় ভিত্তিক বা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা যেতে পারে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ