সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবিতে শাহবাগ অবরোধ
১৩ সেপ্টেম্বর ২০২৪
দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও দোষী ব্যক্তিদের বিচারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা৷ বিকেলে তারা শাহবাগ অবরোধ করেন৷ এতে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়েছে৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সনাতনী অধিকার আন্দোলন'-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়৷ ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন৷
শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে৷ তারপর শাহবাগ মোড় অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীদের মানুষেরা আট দফার দাবিতে আন্দোলন শুরু করেন৷ অবরোধকারীদের ভাষ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা৷ তবে দাবি না মানায় আবারও আজ তারা শাহবাগ অবরোধ করলেন৷
বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে একটি অংশ বিকেল সোয়া চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়৷ তার কিছুক্ষণ পর সনাতন অধিকার আন্দোলনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে আরেকটি অংশ শাহবাগে এসে যোগ দেয়৷
আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন৷ এর মধ্যে রয়েছে ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার', ‘আমার মাটি আমার মা, বাংলাদেশ ছাড়বো না', ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ', ‘বিশ্বের হিন্দু এক হও, এক হও', ‘আমার মন্দির ভাঙলো কেন, জবাব চাই জবাব চাই', ‘আমি কে তুমি কে, বাঙালি বাঙালি' প্রভৃতি৷
সনাতন সম্প্রদায়ের আট দফা দাবির মধ্যে রয়েছে, সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুতবিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা, সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, দুর্গাপূজায় ছুটি পাঁচ দিন করা৷
সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায়৷ নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানান তারা৷ দেখুন ছবিঘরে৷
ছবি: DW
আট দফা দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীরা সোমবার আট দফা দাবিতে বিক্ষোভ করেন৷ জেলার প্রেসক্লাবের সামনে হাজারো মানুষ এ কর্মসূচিতে অংশ নেন৷ সমাবেশ শেষে প্রেস ক্লাব থেকে শহরের পথে বিক্ষোভ মিছিল করেন তারা৷
ছবি: Md. Ahasan
ট্রাইব্যুনাল গঠনের দাবি
রোববার জামালপুরে সনাতন শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে৷ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের বিচারে ট্রাইব্যুনাল গঠনসহ আট দফা দাবি জানান তারা৷ তবে জামালপুরে এখন পর্যন্ত সনাতনী ধর্মাবলম্বীদের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়নি৷
ছবি: Md. Ahasan
বিক্ষোভে বগুড়া
সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, সহিংসতার প্রতিবাদে রোববার বিক্ষোভ হয়েছে বগুড়াতে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের মানুষেরা জড়ো হন জিরো পয়েন্ট সাতমাথাতে৷ পরে বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
ছবি: Thanda Azad
‘স্বস্তিতে বাঁচতে চাই’
‘বৈষম্যমুক্ত বাংলাদেশে স্বস্তিতে বাঁচতে চাই‘ এমন স্লোগান নিয়ে রোববার ‘সিলেটের সর্বস্তরের হিন্দু সমাজ’-এর ব্যানারে বিক্ষোভের আয়োজন করা হয়৷ সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ চৌহাট্টা পয়েন্টের চারদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন৷ এ সময় সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানান তারা৷
ছবি: Md. Ahasan
প্রতিরোধের ডাক
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন সম্প্রদায়ের ঘর-বাড়িতে হামলার প্রতিবাদে রোববার বিপুল মানুষ জড়ো হন চট্টগ্রামে৷ ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এই সমাবেশের ডাক দেয়৷
ছবি: Kamol Das
‘দেশ আমি ছাড়বো না’
রোববার ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা৷ জাতীয় সংগীত দিয়ে এই আয়োজনের শুরু হয়৷ ‘আমার মাটি আমার মা দেশ আমি ছাড়বো না’সহ নানা বার্তা সম্বলিত পোস্টার বহন করেন অংশগ্রহণকারীরা৷ সরকার পরিবর্তন হলে কেন সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়- এমন প্রশ্ন তোলেন তারা৷
ছবি: Samir Kumar Dey/DW
গ্রেপ্তারের দাবি
রোববার বৃষ্টির মধ্যে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের সদস্যরা৷ হিন্দুদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়ি-ঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালন করেন৷ এ সময় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিও জানান তারা৷
ছবি: DW
দেয়াল লিখনে সম্প্রীতির বার্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা দিয়ে গ্রাফিতি আঁকা হয়েছে৷ নতুন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানিয়ে দেয়াললিখন করেছেন শিক্ষার্থীরা৷