1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশকলম্বিয়া

সংখ্যা কমাতে জলহস্তি ভারত ও মেক্সিকোয় পাঠাবে কলম্বিয়া

৬ মার্চ ২০২৩

কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের মৃত্যুর ৩০ বছর পরেও তার রেখে যাওয়া শখের জলহস্তিগুলো কলম্বিয়াকে বেকায়দায় ফেলছে৷

Kolumbien Flusspferde
ছবি: Juancho Torres/AA/picture alliance

প্রায় ১ বছর ধরে অতিরিক্ত জলহস্তিগুলোকে ভারত ও মেক্সিকো স্থানান্তরের পরিকল্পনা চলছে৷ আপাতত ৭০টি জলহস্তি দেশ দুটির চিড়িয়াখানা ও অভয়ারণ্যে পাঠানো হবে বলে কলম্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে৷ ভারতে ৬০টি আর মেক্সিকোয় ১০টি পাঠানো হবে৷

শখের বসে ১৯৮০'র দশকে অবৈধভাবে আফ্রিকা থেকে ৪টি জলহস্তী এনেছিলেন এসকোবার৷ তার খামারবাড়ি থেকে বংশবিস্তার করেছে জলহস্তি৷

১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এসকোবারের খামারবাড়ি পর্যটন কেন্দ্রে পরিণত হয়৷ খামারবাড়ি পরিত্যক্ত হয়ে গেলে জলহস্তিরা অবাধে বংশবিস্তার করে৷ এখন তাদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, যা এখন কলম্বিয়া সরকারের মাথা ব্যাথার কারণ৷

এমন পরিস্থিতিতে, গত বছর কলম্বিয়া জলহস্তিগুলোকে 'বিষাক্ত ও আক্রমণাত্মক প্রজাতি' হিসেবে ঘোষণা করে৷

এদিকে, বিজ্ঞানীর সতর্ক করে বলেছেন, কলম্বিয়ার জলহস্তি জীববৈচিত্র্যের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে৷ তাদের মল নদীর পানিকে দূষিত করে, যা অন্যান্য প্রাণীর খাদ্য সংকট তৈরি করতে পারে৷

বিশ্বের সবচেয়ে বড় প্রাণি রক্ষায় বড় উদ্যোগ

04:25

This browser does not support the video element.

বিশাল আকৃতির একেকটি জলহস্তির ওজন প্রায় ৩ টন৷ পরিকল্পনা অনুযায়ী, জলহস্তিগুলোকে খাবারের লোভ দেখিয়ে বড় আকারের লোহার খাঁচায় আটকে ট্রাকে করে বিমানবন্দরে নেওয়া হবে৷ সেখান থেকে উড়োজাহাজে করে ভারত ও মেক্সিকোর পশু অভয়ারণ্য ও চিড়িয়াখানায় পাঠানো হবে৷

যেসব জলহস্তিগুলো খামারবাড়ির বাইরে বাস করছে মূলত সেগুলোকেই স্থানান্তর করা হবে৷ কারণ, সেগুলো বড় ধরনের হুমকি৷

আশা করা হচ্ছে, ৭০টি জলহস্তি ভারত ও মেক্সিকোয় পাঠানোর পর তাদের সংখ্যা নিয়ন্ত্রিত হবে৷ কিছু জলহস্তি ইকুয়েডরেও পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে৷ এদিকে, বোতসওয়ানা এবং ফিলিপাইন্সও কলম্বিয়ার জলহস্তি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে৷

একেএ/এসিবি (এপি, ইইই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ