1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেওর্গে জাম্ফির

১৯ এপ্রিল ২০১২

রুমেনিয়ার এই সংগীত শিল্পীকে বলা হয় প্যান ফ্লুট সম্রাট৷ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর ব্যতিক্রমধর্মি ফ্লুট বা বাঁশি পরিবেশনার মধ্য দিয়ে জয় করেছেন বিশ্বের লক্ষ মানুযের হৃদয়, পেয়েছেন জনপ্রিয়তা৷

ছবি: picture-alliance/dpa

ষাট দশকের মাঝামাঝি সময় থেকেই অসাধারণ সুদক্ষ প্যান ফ্লুট বাদক হিসেবে ইউরোপসহ বিশ্বের বহু দেশে গেওর্গে জাম্ফির কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা ও খ্যাতি৷ প্যান ফ্লুটে তাঁর কলাকৌশল ও সুর লহরি আজো মুগ্ধ ও বিমোহিত করে অসংখ্য সংগীতানুরাগীদের৷

প্যান ফ্লুট সম্রাট গেওর্গে জাম্ফিরছবি: picture-alliance/dpa

গেওর্গে জাম্ফির'এর জন্ম ১৯৪১ সালের ৬ এপ্রিল বুখারেস্ট-এর অদূরে গায়েস্টি শহরে৷ ছোটবেলা থেকে অ্যাকোর্ডিয়ানে তাঁর স্বশিক্ষা৷ বুখারেস্ট সংগীত বিদ্যালয়ে অ্যাকোর্ডিয়ান শিক্ষায় স্থান না পেয়ে প্যান ফ্লুটে শিক্ষা শুরু করেন তিনি এবং অচিরেই এই বাদ্যযন্ত্রে তাঁর অসাধারণ প্রতিভার পরিচয় দেন৷ ১৮ বছর বয়সে একটি ‘জাতীয় সংগীত প্রতিযোগিতা'য় প্রথম পুরস্কার জয় করেন জাম্ফির৷ আর সেই থেকেই প্যান ফ্লুট বাদক হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে৷ ১৯৬৬ সালে বের হয় তাঁর প্রথম অ্যালবাম৷ তারপর থেকেই সংগীত জগতে গীতিকার, সুরকার ও বাদক হিসেবে শুরু হয় তাঁর সফল অগ্রযাত্রা৷

শুধু দেশজ লোক ও ঐতিহ্যবাহী সংগীতই নয় বিশ্ব সংগীতের বিভিন্ন অঙ্গনে পদচারণা করেছেন জাম্ফির৷ ধ্রুপদি,পপ, জনপ্রিয় অথবা নিরীক্ষামূলক - প্রায় সব আঙ্গিকের সংগীতই তিনি উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের৷ প্যান ফ্লুটের পাশাপাশি পিয়ানো ও অ্যাকোর্ডিয়ানেও পারদর্শি তিনি৷

তাঁর দু‘শোরও বেশি অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ চার কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে৷ এছাড়া, অসংখ্য টিভি সিরিজ ও সাড়া জাগানো ছায়াছবির আবহসংগীত রচনা করেছেন তিনি৷ সেই সঙ্গে বিশ্বব্যাপী অসংখ্য কনসার্টের মধ্য দিয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র প্যান ফ্লুটকে আধুনিক বিশ্ব সংগীত জগতে সাফল্যের সাথে পৌঁছে দিয়েছেন গেওর্গে জাম্ফির৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ