1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত, সমাজ সেবা

মারুফ আহমদ১৫ নভেম্বর ২০১২

সত্তর দশকের শুরুতে সুইডেনের দুই তরুণী ও দুই তরুণ সংগীত শিল্পী ‘আবা’ সংগীত গোষ্ঠি হিসেবে পপ সংগীত জগতে এক নতুন যুগের সূচনা করেন৷ এই গোষ্ঠির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আনি-ফ্রিড’এর ৬৭তম জন্ম বার্ষীকি ১৫ই নভেম্বর৷

ছবি: Fotolia/Anastasija Dracova

১৯৭৪ সালে ‘ওয়াটারলু' গানটি দিয়ে ‘ইউরোভিশন সং কনটেস্ট'-এ সুইডেনের জন্য জয়ের মুকুট ছিনিয়ে নেয় ‘আবা'৷ আর সেই সাথে আন্তর্জাতিক পপ সংগীতের জগতে ছড়িয়ে পড়ে ‘আবা'-র নাম৷

‘দ্য বিটেলস'-এর পর আর যে ক'টি সংগীত গোষ্ঠি বিশ্বব্যাপী শীর্ষ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে নিঃসন্দেহে ‘আবা' তাদের অন্যতম৷ সে সময় অন্যান্য সদস্যদের সাথে আনি-ফ্রিড'এর অসাধারণ সুরেলা কণ্ঠস্বর জয় করে নেয় বিশ্বর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷

আনি-ফ্রিড লুংস্টাড'এর জন্ম ১৯৪৫ সালে নরওয়ের একটি ছোট্ট গ্রামে৷ বাবা ছিলেন জার্মান সৈনিক৷ খুব কম বয়সে মা ও দিদিমার সঙ্গে তিনি চলে আসেন সুইডেনে৷ ছোটবেলা থেকেই তাঁর মনোগ্রাহী কণ্ঠ মুগ্ধ করেছে তাঁর শিক্ষক ও সহপাঠিদের৷

সংগীত গোষ্ঠি ‘আবা’ছবি: picture alliance/dpa

মাত্র ১২ বছর বয়সে একটি ব্যান্ডের সাথে গান গাইতে শুরু করেন তিনি৷ এরপর ১৯৬৭ সালে ‘ই এম আই' রেকর্ড কোম্পানি আয়োজিত সুইডোনের জাতীয় ‘নবাগত সংগীত শিল্পী প্রতিযোগিতা' জয়ের মধ্য দিয়ে সুপরিচিতি হয়ে ওঠেন আনি-ফ্রিড এবং চুক্তিবদ্ধ হন ঐ কোম্পানিটির সঙ্গে৷ সংগীতের সূত্র ধরেই তাঁর পরিচয় হয় শিল্পী আগ্নেথা, বিয়র্ন ও বেনি'র সাথে৷ ১৯৭৩ সালে তাঁরা গঠন করেন ‘আবা' সংগীত গোষ্ঠী৷ আর সেই থেকেই তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী৷

আশির দশকের প্রথম দিকে অবশ্য এই গোষ্ঠী ভেঙে যায়৷ তখন ফ্রিডা নামে তিনি শুরু করেন তাঁর একক ক্যারিয়ার৷ বিখ্যাত সংগীত শিল্পী ফিল কলিন্স'এর প্রযোজনায় ১৯৮২ সালে মুক্তি পায় তাঁর অ্যালবাম ‘সামথিং গোইং অন'৷ আন্তর্জাতিক সাফল্যও পায় অ্যালবামটি৷

৯০'এর দশকে সংগীত জগত থেকে কিছুটা সরে আসেন ফ্রিডা৷ ব্রতী হন সমাজ সেবায়৷ বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে৷ ১৯৯১ সালে তিনি গঠন করেন ‘পরিবেশের জন্য শিল্পী' নামাক একটি সংস্থা৷ এ অবধি বেশ কিছু বেনেফিট কনসার্টে অংশ নিয়েছেন তিনি৷ ২০১০ সালে পপ সংগীত জগতে অসাধারণ অবদানের জন্য ‘আবা' সংগীত গোষ্ঠির সঙ্গে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেইম'-এ অভিষিক্ত হন আনি-ফ্রিড লুংস্টাড৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ