1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত সেবা চালু করতে পারে গুগল

৭ সেপ্টেম্বর ২০১০

অ্যাপলের জন্য এবারের বড়দিন খুব একটা সুখকর নাও হতে পারে৷ কেননা, তাদের নিশ্চিন্ত সংগীত সেবায় হাত দিতে চলেছে গুগল৷ ইন্টারনেট জগতে অন্যতম সফল এই সংস্থার এবার নজর সংগীত সেবা চালুর দিকে৷ যার ধরণ অনেকটা আইটিউনস এর মতোই৷

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে এই নতুন সংগীত সেবাছবি: picture alliance / dpa

গুগলের ইঞ্জিনিয়ারিং কোরের ভাইস প্রেসিডেন্ট এন্ডি রবিন৷ ইতিমধ্যে এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম দিয়ে চমক দেখিয়েছেন তিনি৷ বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, আসন্ন শীতকালীন ছুটির সময়ে ‘গুগল মিউজিক' চালুর চেষ্টা করছেন রবিন৷ এজন্য গুগল যোগাযোগ শুরু করেছে বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের সঙ্গে৷

এখন পর্যন্ত যা খবর, তাতে গুগল এই সংগীত সেবাকে জুড়ে দেবে তাদের সার্চ ইঞ্জিন এবং এন্ড্রয়েডের সঙ্গে৷ ফলে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত মোবাইল ফোনে সংগীত ডাউনলোড অনেক সহজ হবে৷ এমনকি লাইভ স্ট্রিমিংও করা যাবে এসব মোবাইলে৷

অবশ্য বর্তমানেও এন্ড্রয়েডের সঙ্গে অ্যামাজনের এমপিথ্রি শপ জুড়ে দেয়া আছে৷ কিন্তু এই সেবায় খুব একটা সন্তুষ্ট নয় এন্ড্রয়েড ব্যবহারকারীরা৷ তাছাড়া এটি কোনভাবেই আইটিউনসের সঙ্গে পাল্লা দিতে যথেষ্ট নয়৷

গুগল অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি৷ তবে গত বছর থেকেই সংগীত জগতের প্রতি আগ্রহ সংস্থাটির৷ সেবছর ইন্টারনেট সার্চ জায়ান্ট তাদের সেবায় যোগ করে সংগীত খোঁজার সুবিধা৷

এদিকে, অ্যাপল সম্প্রতি বাজারে এনেছে আইটিউনস ১০৷ সঙ্গে রয়েছে মিউজিক সামাজিক নেটওয়ার্ক ‘পিং'৷ তবে, অ্যাপল ভক্তরা কিন্তু এসবে খুব একটা সন্তুষ্ট নয় এবার৷ তাহলে, গুগল কী এই সুযোগটাই কাজে লাগাতে চলেছে?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ