1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংঘর্ষে নিহত পুলিশ সদস্য, রোববার সারাদেশে বিএনপির হরতাল

২৮ অক্টোবর ২০২৩

নয়াপল্টনে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি৷ একইদিনে সারা দেশে ‘শান্তি সমাবেশ' করবে বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷

Bangladesch Dhaka | Unruhen
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শনিবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল৷ মহাসমাবেশ চলার মধ্যেই কাকরাইলে প্রথমে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়৷ বিকাল ৩টার দিকে নয়াপল্টন এলাকায় সাউন্ডগ্রেনেড, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয় পুলিশ৷ এর পর পল্টনের আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়৷

এই ঘটনার পর আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি৷ শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে৷’’

যদিও এর আগে তিনি দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, শুধু ঢাকা মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি৷

শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

বিএনপির মহাসমাবেশের দিন বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ' করে ক্ষমতাসীন আওয়ামী লীগ৷

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না৷ আমরা শান্তি চাই৷ এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করব৷’’

বিএনপিকে ‘খুনি ও সন্ত্রাসীদের দল’ আখ্যায়িত করে কাদের বলেন, ‘‘তারা আজকে তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷’’

সংঘর্ষে নিহত পুলিশ সদস্য

ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আমিনুল পারভেজ নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন৷ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই খবর নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, ফকিরাপুল থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন৷ তার মাথায় আঘাত লেগেছিল৷ বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷

মরদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন বাচ্চু মিয়া৷

সংঘর্ষে নিহত পুলিশের সদস্যের ইউনিফর্মে থাকা নাম সম্বলিত ব্যাজটি ছিঁড়ে যায়৷ ফলে তাৎক্ষণিকভাবে তার নাম জানা সম্ভব হয়নি৷

পরে পুলিশ জানিয়েছে, নিহত কনস্টেবল আমিনুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন৷ তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে৷

বাস চালাবে পরিবহণ মালিকেরা

এদিকে, বিএনপির ডাকা হরতালের ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি৷ আজ শনিবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘বিএনপির ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে৷’’

টিএম/আরআর (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ