২০১৮ সালে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শিশুদের রক্ষায় বিশ্ব সম্প্রদায় উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে৷ এক প্রতিবেদনে ইউনিসেফ জানায়, চলতি বছরে যুদ্ধবিধ্বস্ত এলাকায় লাখো শিশু সরাসরি হামলার শিকার হয়েছে৷
সংগঠনটি বলছে, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধের শিকার লাখো শিশু৷ কয়েক লাখ শিশু মানবাধিকার লঙ্ঘনের শিকার৷ বেশিরভাগ সংঘাতপূর্ণ এলাকায় শিশুরা হামলার শিকার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে৷ অনেক শিশু পঙ্গু হয়ে গেছে, যুদ্ধে ব্যবহার মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক শিশুকে৷
২০১৮ সালের প্রথম ৯ মাসে আফগানিস্তানে নিহত হয়েছে ৫ হাজার শিশু৷ সিরিয়া, ইয়েমেন, কঙ্গো, দক্ষিণ সুদান, মিয়ানমার, নাইজেরিয়ার উত্তরাঞ্চল এবং সোমালিয়ায় শিশুদের ধর্ষণ, জোরপূর্বক বিয়ে এবং অপহরণের ঘটনা ঘটেছে৷ সোমালিয়ায় ১৮০০ শিশুকে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে৷ কঙ্গোতে ঐতিহাসিক নির্বাচনের আগে ৪২ লাখ শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছিল৷ এছাড়া বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় স্কুল ও হাসপাতালে হামলায় আহত ও নিহত হয়েছে শিশুরা৷
ইউনিসেফ বিবৃতিতে বলছে, ‘‘সংঘাতে জড়িত পক্ষগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে৷ নইলে আগামী বছরগুলোতে কেবল এই শিশুরাই নয়, তাদের পরিবারগুলোও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে৷''
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)
যেন পুষ্টিহীনতার প্রতীক তিনি
ইয়েমেনে শিশুসহ অনেকেই অপুষ্টিতে ভুগছে৷ দেড় বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে৷
ছবি: AFP/Getty Images
কিছু খেতে পারেন না
নাম তাঁর সাঈদা আহমেদ বাঘিলি৷ বয়স ১৮৷ পাঁচ বছর আগে প্রথম তাঁর মধ্যে পুষ্টিহীনতার লক্ষণ দেখা দেয়৷ পরিস্থিতি এখন এমন যে কিছুই খেতে পারেন না৷ কারণ গলায় ব্যথা৷ ফলে শুধু জুস, দুধ আর চা খেতে হচ্ছে তাঁকে৷
ছবি: Reuters/A.Zeyad
গৃহযুদ্ধ সমস্যা বাড়িয়েছে
ইয়েমেনে গত প্রায় ১৯ মাস ধরে গৃহযুদ্ধ চলছে৷ সৌদি নেতৃত্বাধীন আরব জোট ও ইরানের সমর্থনপুষ্ট হুতি মুভমেন্টের সদস্যদের মধ্যে এই যুদ্ধ চলছে৷ এমন পরিস্থিতিতে বাঘিলির অভিভাবকরা পর্যাপ্ত অর্থ আয় করতে পারেননি বলে গত দেড় বছরে তাঁর চিকিৎসা করা সম্ভব হয়নি৷
ছবি: Reuters/A. Zeyad
অবশেষে
বাঘিলির খালা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কয়েকজন দানশীল ব্যক্তি অর্থ সহায়তা দেয়ায় বাঘিলিকে ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়৷ হোডাইডা শহরের আল থাওরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি৷
ছবি: Reuters/A. Zeyad
আগের কথা
অসুস্থ হওয়ার আগে ভেড়া পালতো বাঘিলি৷ হোডাইডা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি গ্রামে তাঁরা বাস করে৷
ছবি: Reuters/A. Zeyad
খাদ্য সংকট
জাতিসংঘ বলছে, গৃহযুদ্ধের কারণে ইয়েমেনে দুর্ভিক্ষ শুরু হতে পারে৷ বর্তমানে দেশটির অর্ধেকেরও (১৪ মিলিয়ন) বেশি নাগরিক খাদ্য সংকটে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি৷ এর মধ্যে তিন মিলিয়ন মানুষের এখনই খাদ্য সাহায্য প্রয়োজন৷
ছবি: Reuters/A. Zeyad
অপুষ্টি
ইউনিসেফের হিসেবে সে দেশের প্রায় ১৫ লক্ষ শিশু এখন অপুষ্টিতে ভুগছে৷ এর মধ্যে তিন লক্ষ ৭০ হাজার শিশুর মধ্যে অপুষ্টির মাত্রা এত বেশি, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল করে দিচ্ছে৷
ছবি: Getty Images/B. Stirton
প্রাণহানি
গৃহযুদ্ধের কারণে ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে৷ অবশ্য জাতিসংঘের হিসেবে সংখ্যাটি সাত হাজারের কাছাকাছি৷