1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুদের রক্ষা করতে ব্যর্থ বিশ্ব

২৮ ডিসেম্বর ২০১৮

২০১৮ সালে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শিশুদের রক্ষায় বিশ্ব সম্প্রদায় উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে৷ এক প্রতিবেদনে ইউনিসেফ জানায়, চলতি বছরে যুদ্ধবিধ্বস্ত এলাকায় লাখো শিশু সরাসরি হামলার শিকার হয়েছে৷

Syrien Kinder werden nach möglichem Giftgaseinsatz in Douma behandelt
ছবি: picture alliance/AP Photo/Syrian Civil Defense White Helmets

জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ শুক্রবার জানিয়েছে,  সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের রক্ষায় আরো বেশি উদ্যোগ ও পদক্ষেপ নেয়া প্রয়োজন৷এ বছরটা এসব অঞ্চলের শিশুদের জন্য ভয়াবহ ছিল উল্লেখ করেছে তারা৷

সংগঠনটি বলছে, আফগানিস্তান, সিরিয়া ও  ইয়েমেনে যুদ্ধের শিকার লাখো শিশু৷ কয়েক লাখ শিশু মানবাধিকার লঙ্ঘনের শিকার৷ বেশিরভাগ সংঘাতপূর্ণ এলাকায় শিশুরা হামলার শিকার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে৷ অনেক শিশু পঙ্গু হয়ে গেছে, যুদ্ধে ব্যবহার  মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক শিশুকে৷

 ইউনিসেফ বলছে, ‘‘পুরো বছর ধরে বিশ্বের এসব সংঘাতপূর্ণ এলাকায় ভয়াবহ সহিংসতার মধ্যে বসবাস করছে শিশুরা৷ কিন্তু বিশ্ব সম্প্রদায় তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে৷ শুধু তাই নয়, এই সংঘাত যতদিন না বন্ধ করা যাবে, ততই পরিস্থিতি আরো ভয়াবহ হবে৷ তাই অবিলম্বে এই শিশুদের রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে৷''

২০১৮ সালের প্রথম ৯ মাসে আফগানিস্তানে নিহত হয়েছে ৫ হাজার শিশু৷ সিরিয়া, ইয়েমেন, কঙ্গো, দক্ষিণ সুদান, মিয়ানমার, নাইজেরিয়ার উত্তরাঞ্চল এবং সোমালিয়ায় শিশুদের ধর্ষণ, জোরপূর্বক বিয়ে এবং অপহরণের ঘটনা ঘটেছে৷ সোমালিয়ায় ১৮০০ শিশুকে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়েছে৷  কঙ্গোতে ঐতিহাসিক নির্বাচনের আগে ৪২ লাখ শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছিল৷ এছাড়া বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় স্কুল ও হাসপাতালে হামলায় আহত ও নিহত হয়েছে শিশুরা৷

ইউনিসেফ বিবৃতিতে বলছে, ‘‘সংঘাতে জড়িত পক্ষগুলোর সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে৷ নইলে আগামী বছরগুলোতে কেবল এই শিশুরাই নয়, তাদের পরিবারগুলোও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে৷''

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ