এক বছর পর জাতীয় সংসদ নির্বাচন৷ স্বভাবতই এই বছরটায় রাজনীতির মাঠ গরম থাকবে৷ তাই নতুন বছরে সবাই চান সংঘাতের বদলে রাজনৈতিক সহনশীলতা৷
বিজ্ঞাপন
অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাজনীতি নিয়ে আমার প্রত্যাশা, স্থিতিশীলতা থাকুক, সহনশীলতা থাকুক৷ আগে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম তখন দুই দিন পরপর হরতাল হতো, এতে ছেলেমেয়েদের পড়াশোনার অনেক ক্ষতি হতো৷ এখন অনেকদিন হরতাল নেই৷ বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা নেই, পড়াশোনার পরিবেশ আছে৷ বাংলাদেশের মানুষতো সংঘাত দেখে অভ্যস্ত৷ ফলে সেই সংঘাতটা আর না থাকুক সেটাই তো আমার চাওয়া হবে৷ শিক্ষক হিসেবে আমার আরেকটি চাওয়া, নতুন বছরে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন হচ্ছে, নতুন কারিকুলাম চালু হচ্ছে, এটা যেন সফল হয়৷ আমি যেন দেখি শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনা করছে৷''
শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে পড়াশোনা করে: ড. জাফর ইকবাল
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীও চান রাজনীতিতে যেন সহিংসতা না বাড়ে৷ ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে তিনি বলছিলেন, ‘‘রাজনীতির ক্ষেত্রে যেন সহনশীলতা দেখা দেয়৷ রাজনীতি হল সবচেয়ে বড় ব্যাপার৷ সেখানে যদি সহনশীলতা দেখা দেয় সেটা আমাদের জন্য সুখকর হবে৷ এই সহনশীলতা সৃষ্টির জন্য উদ্যোগটা কিন্তু সরকারকেই নিতে হবে৷ সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নিতে হবে যাতে সহনশীলতা বাড়ে৷ যাতে সবার বক্তব্য উপস্থাপন করার সুযোগ ঘটে৷ যেসব রাজনৈতিক দল আছে তারা যেন প্রকাশ্যে রাজনীতি করতে পারে এবং তাদের যেন সেই সুযোগ থাকে৷''
সেন্টার ফর পলিসি ডাইলগের সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘২০২২ সালে তো অর্থনীতির অনেকগুলো ঝুঁকি গেলো৷ সেই ঝুঁকি ২০২৩ সালেও থাকবে৷ মূল্যস্ফীতি হোক আর রফতানি হোক সব ক্ষেত্রেই এই ঝুঁকি থাকবে৷ অভ্যন্তরীণ সক্ষমতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ালে পারলে এগুলো থেকে বের হওয়া সম্ভব৷ সব ঝুঁকি তো আমাদের নিজেদের উপর নির্ভর করে না৷ আন্তর্জাতিক সুযোগগুলো আমরা যদি নিতে পারি তাহলে অনেক ঝুঁকি কাটিয়ে উঠা সম্ভব৷ সুশাসনের সঙ্গে আমরা যদি কাজ করতে পারি তাহলে পরীক্ষাগুলোতে পাশ করা কঠিন হবে না৷''
অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন বছরে যেনো জিনিসপত্রের দাম তাদের নাগালের মধ্যে থাকে৷ শ্যাওড়াপাড়া বাজারের মাছ বিক্রেতা রফিকুল ইসলাম৷ নতুন বছরের প্রত্যাশার কথা বলতে গিয়ে ডয়চে ভেলেকে তিনি বলেন,‘‘জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে৷ আমি চাই নতুন বছরে জিনিসপত্রের দাম যেন কমে৷ আমি যে মাছ বিক্রি করি ৪০০-৫০০ টাকার নীচে কোন মাছ নেই৷ তাহলে গরীব মানুষ বাঁচবে কীভাবে? গত এক বছরের মধ্যে সব জিনিসের দাম দ্বিগুণ হয়েছে৷ বাড়িভাড়া বেড়েছে৷ আমি যে ঘরে পরিবার নিয়ে আগে ৬ হাজার টাকা ভাড়া দিতাম, এখন সেই ঘরের ভাড়া হয়েছে ১০ হাজার টাকা৷ খরচ তো বেড়েছে, আয় তো বাড়ছে না৷ আমাদের চলা কঠিন হওয় যাচ্ছে৷''
সক্ষমতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে: মোস্তাফিজুর রহমান
মোহাম্মদপুরের পিসি কালচার হাউজিং সোসাইটির বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘বছরে একটা ইনক্রিমেন্ট ছাড়া বেতন বাড়ছে না৷ অথচ দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে সেটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে৷ আমি ৬০ হাজার টাকা বেতন পেয়েও তিনজনের সংসার চালাতে পারছি না৷ গ্রামে বাবা-মাকে আগে মাসে চলার জন্য ৭ হাজার টাকা দিতাম৷ এখন ১০ হাজার টাকায় তাদেরও চলে না৷ সাধারণ মানুষের পক্ষে জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে৷ আমার প্রত্যাশা, নতুন বছরে অন্তত দ্রব্যমূল্যটা যেন কমে৷ সাধারণ মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে৷''
কারওয়ান বাজারের চা বিক্রতা আবেদুর রহমান বেশ রাজনীতি সচেতন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমার প্রথম চাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধটা যেন বন্ধ হয়৷ এই যুদ্ধটা অনেক ক্ষতি করে দিছে৷ আমাদের যে জিনিসপত্রের দাম বেড়েছে তার জন্য এই যুদ্ধ দায়ী৷ আর রাজনীতি নিয়ে আমার প্রত্যাশা, এক বছর পর তো নির্বাচন, ফলে এই এক বছর রাজনীতির মাঠ বেশ গরম থাকবে৷ তা থাকুক, কিন্তু রাজনীতির নামে মারামারি, খুনাখুনি যেন না হয়, শান্তিপূর্ণ ভোট হোক, যে দল ভোটে জিতবে তারা ক্ষমতায় আসুক৷ কিন্তু গাড়িতে আগুন দেওয়া, ভাঙচুর করা এমন কিছু যেন না ঘটে৷''
২০২২ সালে বাংলাদেশের আলোচিত কয়েকটি ঘটনা
রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা - এসব বিষয়ে বাংলাদেশে ২০২২ সালে বেশি কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে৷ এর মধ্যে কয়েকটি ঘটনার উল্লেখ থাকছে ছবিঘরে৷
ছবি: Abdul Halim
পদ্মা সেতুর উদ্বোধন
এক দশক ধরে বহু আলোচনা, অসংখ্য সংবাদের জন্ম দেয়ার পর গত জুনে পদ্মা সেতুর উদ্বোধন করা হয়৷ ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা৷ নিজস্ব অর্থায়নে বাংলাদেশের প্রথম কোনো মেগা প্রকল্প এটি৷
ছবি: MUNIR UZ ZAMAN/AFP
রাজনৈতিক উত্তেজনা
আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ২০২২ সালে বিএনপি তাদের রাজনৈতিক কার্যক্রম বাড়িয়েছে৷ বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার পর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে দলটি৷ ঢাকার সমাবেশ আয়োজনের স্থান নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল৷ বছরজুড়ে সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কয়েকজন কর্মী নিহত হয়েছেন৷ এদিকে, বিএনপির সমাবেশের মধ্যেই মাঠের শক্তি দেখাতে আওয়ামী লীগও কয়েকটি সমাবেশ করেছে৷
ছবি: Abdul Halim
রাষ্ট্রদূতেরা সক্রিয়
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত বেশ কয়েকজন রাষ্ট্রদূত কথা বলেছেন৷ এর মধ্যে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির (ডানে) বক্তব্য বেশি আলোচিত হয়েছে৷ তিনি বলেছিলেন, ‘‘গত (জাতীয় সংসদ) নির্বাচনে আগের রাতেই পুলিশ ব্যালট বাক্স ভর্তি করেছিল বলে আমি শুনেছি৷ অন্য কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই৷’’ এছাড়া মার্কিন রাষ্ট্রদূতের (বা থেকে দ্বিতীয়) বিভিন্ন কার্যক্রমে অসন্তুষ্ট ছিল সরকার৷
ছবি: CGS
প্রথম মেট্রোরেল
বছরের শেষে এসে ঢাকায় মেট্রোরেল চালু হয়৷ আপাতত এতে করে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে যাতায়াত করা যাচ্ছে৷ আগামী বছর ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে বলে জানানো হয়েছে৷ আর কমলাপুর পর্যন্ত চলবে ২০২৫ সাল থেকে৷
ছবি: Rashed Murtoza/DW
ফিরে এসেছে লোডশেডিং
বিদ্যুৎ উৎপাদন বাড়ায় গত কয়েকবছর লোডশেডিং দেখেনি বাংলাদেশের মানুষ৷ তবে জ্বালানি তেল ও বিদ্যুতের ঘাটতি কমাতে সরকারের ঘোষণা অনুযায়ী গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে৷ সে কারণে চার্জার ফ্যান, লাইটের চাহিদা বেড়েছে৷
ছবি: S.Hossain/DW
ডলার সংকট
গত মে মাস থেকে ডলারের সংকট তীব্র হতে শুরু করে৷ রপ্তানি আয় ও রেমিট্যান্স কমে যাওয়ার কারণে একদিকে যেমন ডলারের বিনিময় মূল্য বেড়েছে, অন্যদিকে ব্যাংকগুলোয় তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার সংকট৷ ডলার সংকট শুরুর পর থেকেই ব্যবসায়ীরা অভিযোগ করছিলেন যে, ব্যাংক রাজি না হওয়ায় পণ্য আমদানি করার জন্য তারা ঋণপত্র বা এলসি খুলতে পারছেন না৷
ছবি: Andy Jacobsohn/AFP/Getty Images
এক দশক পর আইএমএফ-এর দারস্থ বাংলাদেশ
প্রায় দশ বছর পর এ বছরের জুলাইতে আইএমএফের কাছে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ৷ এটাই বাংলাদেশের ইতিহাসে আইএমএফের কাছে সর্বোচ্চ ঋণ চাওয়া৷ ঋণ নিয়ে দুই পক্ষের মধ্যে ঢাকায় দুই সপ্তাহব্যাপী আলোচনা হয়েছে৷ আগামী মাসে ঋণচুক্তি সই হতে পারে৷ সবশেষ ২০১২ সালে ঋণ নিয়েছিল বাংলাদেশ৷
ছবি: picture-alliance/Photoshot/Xinhua/B. Dandan
রিজার্ভ কমে যাওয়া
গতবছর আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল৷ এখন রিজার্ভ আছে ৩৪ বিলিয়নের মতো৷ এ থেকে আইএমএফের আপত্তির (রিজার্ভ গণনার পদ্ধতিতে নিয়ে আপত্তি) কারণে বাদ যাবে প্রায় ৮ বিলিয়ন ডলার৷ ফলে প্রকৃত রিজার্ভ আরও কমে যাবে৷
ছবি: Imago
মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ
বছরজুড়েই আলোচনায় ছিল মূল্যস্ফীতি৷বাংলাদেশ ব্যাংকের হিসেবে নভেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ৮.৮৫ শতাংশ৷ গতবছর নভেম্বরে ছিল ৫.৯৮ শতাংশ৷ গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ১১ বছর তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল, ৯.৫২ শতাংশ৷ ছবিতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কিনতে লাইন দেখা যাচ্ছে৷
ছবি: Abdul Halim
নারী সাফ ফুটবলের শিরোপা জয়
প্রথমবারের মতো নারী সাফ ফুটবলের শিরোপা জয় করে বাংলাদেশ৷ গত সেপ্টেম্বরে ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জেতেন বাংলাদেশের মেয়েরা৷ এরপর দেশে ফিরলে বিমানবন্দর থেকে তাদের ছাদখোলা বাসে করে বাফুফে অফিসে নিয়ে যাওয়া হয়৷ পথে তাদের অভিনন্দন জানান সাধারণ মানুষ৷
ছবি: Mortuza Rashed/DW
কন্টেইনার ডিপোতে আগুন লেগে ৪১ জন নিহত
৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ নিহত ৪১ জন নিহত হন৷ আগুন লাগার ৬১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছিলেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম৷ ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড ছিল, যা একটি দাহ্য রাসায়নিক পদার্থ৷
ছবি: Al Mahmud BS/REUTERS
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত
অক্টোবরের শেষ সপ্তাহে উপকূলীয় এলাকাগুলোতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত করেছিল৷ এতে ৩৫ জন মারা যান৷ ঘরবাড়ি, চিংড়িঘের, পুকুর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷
ছবি: Mohibbullah Mohib
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ৩২ জেলা
৪ অক্টোবর জাতীয় গ্রিড পূর্বাঞ্চলে বিপর্যয় দেখা দিলে চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের ৩২ জেলা৷ কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টা বা তার বেশি সময় বিদ্যুৎ ছিল না৷
ছবি: Mahmud Hossain Opu/AP Photo/picture alliance
বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ৩২ জেলা
৪ অক্টোবর জাতীয় গ্রিড পূর্বাঞ্চলে বিপর্যয় দেখা দিলে চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎহীন ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহসহ দেশের ৩২ জেলা৷ কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টা বা তার বেশি সময় বিদ্যুৎ ছিল না৷