1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবাদ ‘বানানো' সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২৪ ডিসেম্বর ২০১৮

বানিয়ে সংবাদ লিখে ধরা পড়া জার্মান তারকা সাংবাদিক ক্লাস রেলোটিউসের বিরুদ্ধে মামলা করেছে স্বনামধন্য পত্রিকা ডেয়ার স্পিগেল৷ রবিবার ডেয়ার স্পিগেল এক বিবৃতিতে জানায়, ক্লাস রেলোটিউসের বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া গেছে৷

ছবি: picture alliance/dpa/U. Düren

তার সঙ্গে দেখা হওয়া সিরিয়ান শিশুদের সহায়তার জন্য তিনি যে ভুয়া অনুদান ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছিলেন সেটি একেবারেই মিথ্যা৷ ঐ শিশুদের দেয়ার নাম করে তিনি যে অনুদান সংগ্রহ করেন, সেটিও সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে যায়৷

স্পিগেলের সম্পাদকের দেওয়া ঐ বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার দুই শিশুকে নিয়ে লেখা রেলোটিউসের 'কিংস চিলড্রেন' প্রতিবেদনটি পড়ার পর পাঠকদের অনেকেই তাদেরকে দত্তক নিতে চান এবং অর্থ সহায়তার আগ্রহ প্রকাশ করেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে পাঠকদের অর্থ আত্মসাত করেন রেলোটিউস৷

এক টুইটে আবারও দুঃখ প্রকাশ করেছে স্পিগেল৷ টুইটে বলা হয়, ‘‘আমাদের প্রতিবেদক ক্লাস রেলোটিউস প্রকাশিত সংবাদ নিয়ে বড় ধরনের জালিয়াতি করেছেন৷ ইতোমধ্যে তিনি আমাদের পত্রিকা থেকে ইস্তফা দিয়েছেন৷ তবে আমরা এ বিষয়ে ব্যবস্থা নিতে কাজ চালিয়ে যাচ্ছি৷''

উল্লেখ্য, সিরিয়া বিষয়ক এই প্রতিবেদন ছাড়াও আরো অনেক প্রতিবেদনে বানোয়াট তথ্য দিয়ে আসছিলেন রেলোটিউস৷ তার কাছে সংবাদ বিষয়ক রেকর্ডিংস চাওয়া হলে প্রায়শই তিনি সেগুলো ‘হারিয়ে গেছে' বা ‘সংরক্ষণ করা হয়নি' বলে দাবি করতেন৷

সিরিয়ার ঘটনাটি যে ‘বানোয়াট', তা উন্মোচন করেন তার সঙ্গে থাকা তুরস্কের ফটোসাংবাদিক৷ তিনিই তথ্য দেন, সেই সিরিয়ান বালক দুটি ভাই নয়৷ তারা এখনও তুরস্কেই থাকে৷ তাদের জার্মানিতে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার যে কাহিনি রেলোটিউস রচনা করেছেন, তাও মিথ্যা৷

এছাড়া, ডেয়ার স্পিগেলের বিবৃ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বিষয়ক একটি প্রতিবেদন নিয়ে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে৷ ঐ প্রতিবেদনের সঙ্গে সম্পৃক্ত অপর এক সাংবাদিক ক্লাসের বিরুদ্ধে অসততার অভিযোগ আনেন৷

ডেয়ার স্পিগেল হামবুর্গভিত্তিক একটি সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন৷ এর সার্কুলেশন প্রায় ৮ লাখ ৪০ হাজার কপি৷ জার্মানির অন্যতম শীর্ষ পত্রিকা এটি৷

এলিজাবেথ শুমাখার/এফএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ