1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুৎসের পদত্যাগের খবর

২২ জানুয়ারি ২০১৫

পেগিডার প্রতিষ্ঠাতা লুৎস বাখমান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন৷ ফলে জার্মানিতে অভিবাসী-বিরোধী প্রচারণায় নামা সংগঠনটি হঠাৎ করেই কিছুটা বেসামাল৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং টুইটারে এখন এ খবরেরই ছড়াছড়ি৷

Lutz Bachmann auf PEGIDA-Demonstration in Dresden
ছবি: Reuters/H. Hanschke

কয়েকদিন আগেও তাঁর ডাকে কয়েক হাজার মানুষ নেমেছিল ড্রেসডেনের রাস্তায়৷ পেগিডা সমর্থকরা দিকে দিকে ছড়িয়ে দিয়েছিল সেই খবর৷ টুইটারেরও এসেছিল পেগিডার প্রধান লুৎস বাখমানের ভাষণ আর পথমিছিলে নেতৃত্ব দেয়ার দৃশ্য৷ বুধবার জার্মানির ‘বিল্ড' পত্রিকায় তাঁর একটি ছবি ছাপা হওয়ার পর রাতারাতি বদলে গেছে দৃশ্যপট৷ হিটলারের মতো গোঁফ আর চুল নিয়ে ছবি তুলে ফেসবুকে সেই ছবি পোস্ট করায় তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি৷

তারপর থেকে টুইটারে লুৎস বাখমান আর পেগিডা নিয়ে মন্তব্য আর খবরের ছড়াছড়ি৷ জার্মানিতে বসবাসরতদের বেশির ভাগের মন্তব্যই জার্মান ভাষায় লেখা৷ লুৎসের পদত্যাগের খবরটি কেউ কেউ আবার ইংরেজিতেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ লামা শেরপা স্বস্তি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘যাক জার্মানি তাহলে পেছন দিকে হাঁটছেনা৷'

#tweet : 8Bd9Vl#

সংবাদ মাধ্যমে নানাভাবে এসেছে লুৎস বাখমানের আকস্মিক পদত্যাগের খবর৷ নিউইয়র্ক টাইমস লিখেছে:

টাইম ডটকম নানা পত্রিকায় প্রকাশিত হিটলাররূপী পেগিডা নেতার ছবির পাশে শিরোনামে লিখেছে:

#tweet:558185212103102464'

হাফিংটন পোস্টে খবরটা এসেছে এভাবে:

বিবিসি কারেন্ট অ্যাফেয়ার্সে অবশ্য পেগিডা নেতার বর্তমান ছবি দিয়েই পরিবেশন করেছে জার্মানিসহ সমস্ত ইউরোপে তোলপাড় সৃষ্টি করা এ খবর৷

বাংলাদেশ এখন লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি আর নাশকতার কবলে৷ সব পত্রিকা আর টেলিভিশন চ্যানেলে তাই দেশের রাজনীতির খবরই প্রাধান্য পাচ্ছে৷ এর মাঝেও লুৎস বাখমানের পদত্যাগের খবর ছেপেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার:

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ