লুৎসের পদত্যাগের খবর
২২ জানুয়ারি ২০১৫কয়েকদিন আগেও তাঁর ডাকে কয়েক হাজার মানুষ নেমেছিল ড্রেসডেনের রাস্তায়৷ পেগিডা সমর্থকরা দিকে দিকে ছড়িয়ে দিয়েছিল সেই খবর৷ টুইটারেরও এসেছিল পেগিডার প্রধান লুৎস বাখমানের ভাষণ আর পথমিছিলে নেতৃত্ব দেয়ার দৃশ্য৷ বুধবার জার্মানির ‘বিল্ড' পত্রিকায় তাঁর একটি ছবি ছাপা হওয়ার পর রাতারাতি বদলে গেছে দৃশ্যপট৷ হিটলারের মতো গোঁফ আর চুল নিয়ে ছবি তুলে ফেসবুকে সেই ছবি পোস্ট করায় তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি৷
তারপর থেকে টুইটারে লুৎস বাখমান আর পেগিডা নিয়ে মন্তব্য আর খবরের ছড়াছড়ি৷ জার্মানিতে বসবাসরতদের বেশির ভাগের মন্তব্যই জার্মান ভাষায় লেখা৷ লুৎসের পদত্যাগের খবরটি কেউ কেউ আবার ইংরেজিতেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ লামা শেরপা স্বস্তি প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ‘যাক জার্মানি তাহলে পেছন দিকে হাঁটছেনা৷'
#tweet : 8Bd9Vl#
সংবাদ মাধ্যমে নানাভাবে এসেছে লুৎস বাখমানের আকস্মিক পদত্যাগের খবর৷ নিউইয়র্ক টাইমস লিখেছে:
টাইম ডটকম নানা পত্রিকায় প্রকাশিত হিটলাররূপী পেগিডা নেতার ছবির পাশে শিরোনামে লিখেছে:
#tweet:558185212103102464'
হাফিংটন পোস্টে খবরটা এসেছে এভাবে:
বিবিসি কারেন্ট অ্যাফেয়ার্সে অবশ্য পেগিডা নেতার বর্তমান ছবি দিয়েই পরিবেশন করেছে জার্মানিসহ সমস্ত ইউরোপে তোলপাড় সৃষ্টি করা এ খবর৷
বাংলাদেশ এখন লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি আর নাশকতার কবলে৷ সব পত্রিকা আর টেলিভিশন চ্যানেলে তাই দেশের রাজনীতির খবরই প্রাধান্য পাচ্ছে৷ এর মাঝেও লুৎস বাখমানের পদত্যাগের খবর ছেপেছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার:
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: সঞ্জীব বর্মন