1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিভক্ত মিশর

১ ডিসেম্বর ২০১২

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসির সাম্প্রতিক আদেশ এবং সংবিধানের খসড়া নিয়ে ইসলামপন্থী এবং উদারপন্থী দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে৷ উভয় পক্ষই রাজধানী কায়রোয় মিছিল-সমাবেশ করেছে৷

In this image made with a mobile phone camera, supporters of Egyptian President Mohammed Morsi march in Cairo, Egypt, Saturday, Dec. 1, 2012. Thousands of people waving Egyptian flags and hoisting large pictures of the president demonsteated across Egypt in support of the president. The Muslim Brotherhood, from which President Morsi hails, hopes for a large turnout at the Saturday rallies to counter opposition protests. Hundreds of thousands of people took to the streets twice this week opposing Morsi’s decrees last week to grant himself sweeping powers. (Foto:Thomas Hartwell/AP/dapd)
ছবি: AP

সংবিধানের উপর গণভোট হতে পারে আগামী দুসপ্তাহের মধ্যেই৷

মুসলিম ব্রাদারহুড এর সমর্থন নিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে ক্ষোভ গণবিক্ষোভে রূপ নেয় গত ২২শে নভেম্বর তাঁর ঘোষিত বিশেষ আদেশের প্রেক্ষিতে৷ কারণ উদারপন্থী বিরোধী দলগুলো মনে করছে এই আদেশের মাধ্যমে রাষ্ট্রের সকল ক্ষমতা শুধুমাত্র প্রেসিডেন্টের হাতেই ন্যস্ত করা হচ্ছে৷ তবে কয়েকদিন বিক্ষোভ চলার পর সেই আন্দোলনের সাথে যোগ হয়েছে তড়িঘড়ি করে সংবিধানের খসড়া তৈরির আলোচনা৷

একদিন আগে ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে থাকা সংসদে সংবিধানের খসড়ার উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে৷ বিরোধীদলগুলো এই ভোটাভুটির অধিবেশন বর্জন করেছে৷ তাদের অভিযোগ, এই সংবিধান ত্রুটিপূর্ণ এবং অসম্পন্ন৷ এছাড়া এই সংবিধানে ইসলামপন্থীদের চাপিয়ে দেওয়া একপেশে বিধান রাখা হচ্ছে এমন অভিযোগ তুলে বিরোধী দলগুলো রাজধানী কায়রোর তাহরির চত্বরে মিছিল সমাবেশ করছে৷ তবে পিছিয়ে নেই মুরসির সমর্থক মুসলিম ব্রাদারহুড এর রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি এবং সমমনা ইসলামি দলগুলো৷ তারাও তাহরির চত্বরে সমাবেশ করার পরিকল্পনা করলেও বিরোধীদের সাথে সংঘাত এড়াতে তারা আল নাদা চত্বরে সমাবেশ করেছে৷

তাহরির চত্বরে মুরসির বিরোধীদের বিক্ষোভছবি: Reuters

মুরসির সমর্থনে হাজার হাজার নারী-পুরুষ ব্যানার ও পোস্টার হাতে এবং স্লোগান দিতে দিতে সমাবেশে হাজির হয়৷ সেখানে তারা স্লোগান দিতে থাকে যে, মিশরের মানুষ স্রষ্টার বিধান চায় এবং বিপ্লব রক্ষায় আমরা মুরসির সাথে রয়েছি৷ এছাড়া তাদের হাতে সৌদি আরব ও মিশরের পতাকা এবং মুরসির ছবি সম্বলিত পোস্টার দেখা গেছে৷ মুরসির সমর্থকরা আলেক্সান্দ্রিয়া এবং আসিউত শহরেও মিছিল-সমাবেশ করেছে বলে খবর পাওয়া গেছে৷

এদিকে, সংসদে অনুমোদিত সংবিধানের খসড়া শনিবার প্রেসিডেন্ট মুরসির কাছে হস্তান্তরের কথা রয়েছে৷ এছাড়া এই খসড়ার নানা দিক বিবেচনা করতে রবিবার দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত শুনানি শুরু করার কথা রয়েছে৷ সব ঠিকঠাকভাবে সম্পন্ন হলে আগামী দুই সপ্তাহের মধ্যেই এই সংবিধান অনুমোদনে গণভোট অনুষ্ঠিত হবে৷ তবে ইতিমধ্যে খসড়া সংবিধানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো৷ হিউম্যান রাইটস ওয়াচ-এর মুখপাত্র জো স্টোর্ক শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘‘মৌলিক অধিকারসমূহের ব্যাপারে সুস্পষ্ট বিধান ছাড়াই তাড়াহুড়োর মধ্য দিয়ে তৈরি সংবিধান নিয়ে জটিলতার সৃষ্টি হবে৷''

এএইচ / আরআই (ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ