1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধনী নিয়ে মহাজোট শরিকদের মিশ্র প্রতিক্রিয়া

৩ জুলাই ২০১১

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর ক্ষমতাসীন মহাজোটের শরিকরা যে যার অবস্থান থেকে হিসেব কষছেন৷ জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে বিরোধী দলে বসার আশা করছে৷

সংশোধনীর পর এরশাদ খোশ মেজাজে (ফাইল ছবি)৷ছবি: DW

আর ওয়ার্কার্স পার্টি এবং জাসদ মনে করছে তাদের প্রত্যাশা পূরণে সংসদে এবং বাইরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে৷ তবে বিরোধী দল বিএনপি মনে করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রতারণা করা হয়েছে৷

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর বেশ খোশ মেজাজেই আছেন৷ কারণ তাঁর সংযোজন করা রাষ্ট্রধর্ম সংবিধানে বহাল আছে৷ আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় এরশাদ নতুন সম্ভাবনা দেখেতে পাচ্ছেন৷ তিনি মনে করেন, প্রধান বিরোধী দল বিএনপি এই পরিস্থিতিতে আগামী সাধারণ নির্বাচনে অংশ নাও নিতে পারে৷ সেক্ষত্রে এরশাদের জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে৷ তিনি এজন্য দলের নেতা-কর্মীদের মানসিকভাবে প্রস্তুতও করছেন৷ শনিবার দলীয় এক অনুষ্ঠানে বিষয়টি স্পষ্ট করেন এরশাদ৷

আর সংবিধানে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম রাখা নিয়ে বেজায় নাখোশ ওয়ার্কার্স পাটি নেতা রাশেদ খান মেনন এমপি৷ তিনি মনে করেন, এতে তারা অনেক পিছিয়ে পড়লেন৷ তাঁর মতে, এর ফলে ধর্মভিত্তিক রাজনীতির জায়গা আরো বিস্তৃত হয়েছে৷ তাই মহাজোটে থেকেও সংসদে ও সংসদের বাইরে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন৷

জাসদ নেতা হাসানুল হক ইনু এমপি বলেন, ৪ মূলনীতি ফিরে এলেও বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক৷ কিন্তু মুলনীতি ফিরে আসাকে তারা মন্দের ভাল মনে করেন৷ তাই কাঁটা নিয়ে হলেও জুতো পরেছেন৷ তাঁর মতে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সবার সঙ্গে আলাপ আলোচনা প্রয়োজন ছিল৷ কিন্তু খালেদা জিয়ার একগুঁয়েমি এর জন্য অনেকটাই দায়ী৷

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইমলাম আলমগীর শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ৪ মূলনীতি আর বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম একই সঙ্গে সংবিধানে রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ