1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন নিয়ে সরকারকে সতর্ক করল বিএনপি

৭ মে ২০১১

সংবিধান সংশোধন নিয়ে সরকারকে সতর্ক করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন একতরফাভাবে সংবিধান সংশোধন দেশের মানুষ মেনে নেবেনা৷

জাতীয় সংসদ ভবনছবি: DW/Harun Ur Rashid Swapan

আর দলের আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সীমান্তরক্ষী বাহিনীর নাম আবার বিডিআর করা হবে৷

ঢাকায় আজ এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ অভিযোগ করেছেন সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে গুলি করে মারা হচ্ছে অথচ সরকার এর প্রতিকারে কোন ব্যবস্থা নিচ্ছে না৷ উল্টো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করা হচ্ছে নানা কৌশলে৷ তিনি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি রাখায় প্রতিবাদ জানান৷ তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে সীমান্তরক্ষী বাহিনীর নাম আবার বিডিআর করা হবে এবং তাদের আগের পোশাকও বহাল করা হবে৷

এদিকে রাজধানীতে আলাদা এক সেমিনারে বিএনপির আরেক সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সবার সাথে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে৷ একতরফাভাবে সংবিধান সংশোধন করা চলবেনা৷ এভাবে সংবিধান সংশোধন করলে ভবিষ্যতে তা টিকবেনা৷ খন্দকার মোশাররফ বলেন, শেখ মুজিবুর রহমানও সংবিধান সংশোধন করছিলেন কিন্তু দেশের মানুষ তা গ্রহন করেনি৷ এবারও একই অবস্থা হবে৷

এই দুই বিএনপি নেতার অভিযোগ, বর্তমান সরকারের দু:শাসনে জনজীবন অতিষ্ঠ৷ তারা জ্বালানী তেলের দাম বাড়ানোরও সমালোচনা করেন৷ তাদের মতে আওয়ামী লীগ সরকার মানুষের সমস্যার সমাধান না করে ক্ষমতা পাকাপোক্ত করতে নানা কৌশল করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ