1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধনের প্রতিক্রিয়ায় সংঘাত শুরু হওয়ার আশঙ্কা

১ জুলাই ২০১১

সংবিধান সংশোধন নিয়ে যথারীতি আজ শোরগোল মিডিয়া মহলে৷ মন্তব্য, পাল্টা মন্তব্য, সম্ভাবনা, বিশেষজ্ঞদের মতামত৷ আজকের সংবাদমাধ্যম আর পত্রপত্রিকা৷

সংঘাত আবার শুরু হওয়ার পথেছবি: AP/DW

শীর্ষে সংশোধন

‘নির্বাচন আ.লীগের অধীনেই' - বিডি নিউজ টোয়েন্টিফোর৷ তাদের বক্তব্য, সব সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হওয়ার পর বিভক্তি ভোটে পাস হয়েছে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল৷ এর মধ্য দিয়ে অবসান ঘটলো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির, ফলে আগামী জাতীয় নির্বাচন হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের অধীনেই৷ বিদায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা, বলছে কালের কণ্ঠ৷ কালের কণ্ঠ এবং অন্য দুএকটি পত্রিকা উল্লেখ করতে ভোলেনি এই সংশোধনীর বিভিন্ন দিক৷ যেমন, এ বিল পাস হওয়ায় সংবিধানে পুনর্বহাল হয়েছে বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা৷ তবে ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও বহাল রাখা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ৷ দুই সামরিক শাসকের আমলে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম যুক্ত করা হয়েছিল সংবিধানে৷

খালেদা জিয়ার কথায় সংঘাতের সুর স্পষ্ট

খালেদার জবাব সংঘাত অনিবার্য৷ বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই পাস হয়েছে সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল৷ সংবিধান সংশোধনের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এর মাধ্যমে দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠলো৷ বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সব সম্ভাবনা তিরোহিত হলো৷ এই অপচেষ্টায় দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠছে৷ খালেদার মতে, এর ফলে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পথ রুদ্ধ হয়ে গেল৷ বিকেলে গুলশানে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সংসদে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া৷ সংবিধান সংশোধন নিয়ে দলটির অবস্থান জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়৷

ফর্মুলা থাকলে আসুন, সংসদে, কথা বলুন : প্রধানমন্ত্রী

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সুযোগ তৈরি হলো – এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, এর ফলে বিশ্বের সংসদীয় গণতন্ত্রে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশেও সেভাবে নির্বাচন হবে৷ গণতন্ত্রও কার্যকর থাকবে৷ বিরোধীদের এ বিষয়ে কোন ফর্মুলা থাকলে সংসদে এসে সে বিষয়ে কথা বলতে আহ্বান জানিয়েছেন হাসিনা৷ সংবিধান সংশোধন হলেও তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না৷

বাংলাদেশে রাজনৈতিক পট বদলের আশঙ্কা ভারতের

প্রথম সারির সবকটি কাগজেই আজকের প্রথম পাতার শিরোনামগুলির মধ্যে রয়েছে, বাংলাদেশে যেকোনো সময় রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ নয়াদিল্লিতে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আশঙ্কার কথা জানান৷ প্রস্তাবিত ঢাকা সফরের আগে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো৷ তবে আমাদের মনে রাখতে হবে যে, অন্তত ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে-ইসলামির সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী৷ অনেক সময় তারা আইএসআই'র পরামর্শে কাজ করে৷

সংকলন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ