1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধনে সংসদে রিপোর্ট এই মাসেই

৮ মে ২০১১

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি আগামী ২৩শে মে সংসদে রিপোর্ট পেশ করবে৷ আর সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ২২ মে৷ সংবিধান সংশোধনের রিপোর্ট চূড়ান্ত করতে আজ থেকে বৈঠকে বসছে কমিটি৷

parliament building in dhaka, bangladesh, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ছবি: DW/Harun Ur Rashid Swapan

রিপোর্টে কমিটির মতামত ছাড়াও বিশেষজ্ঞদের মতামত থাকছে৷

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য গত ২১ জুলাই বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়৷ কমিটি এই পর্যন্ত নিজেদের মধ্যে ১৭টি এবং রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সঙ্গে পাঁচটি বৈঠক করেছে৷ ১০ মাস ধরে এসব বৈঠকের মধ্য দিয়ে তাদের রিপোর্ট প্রায় চুড়ান্ত করে এনেছে৷ আজ থেকে রিপোর্ট চুডান্ত করে তা সংসদে পেশের জন্য বৈঠক শুরু করছে কমিটি৷ কমিটির সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন তারা আশা করেন ২৩শে মে সংসদে রিপোর্ট পেশ করতে পারবেন৷ তার আগে ১৮ই মে তারা আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করবেন৷ সংসদে যখন বিল আকারে সংশোধনী উত্থাপন করা হবে তখন সরকারী- বিরোধী সব দলের সদস্যরাই মতামত দিতে পারবেন৷

কমিটির আরেক সদস্য ফজলে রাব্বি মিয়া এমপি জানান, এপর্যন্ত তারা যাদের মতামত নিয়েছেন সবই রেকর্ড করেছেন৷ সবার মতামতকে বিবেচনায় নিয়েই সংবিধান সংশোধনী রিপোর্ট তৈরি করা হবে৷ তোফায়েল আহমদে বলেন রিপোর্টের সঙ্গে তারা সবার মতামতও উল্লেখ করবেন৷

সংবিধানে এপর্যন্ত মোট ১৪ বার সংশোধনী আনা হয়েছে৷ কমিটির সদস্যরা জানান, পঞ্চদশ সংশোধনী পাশ হয়ে একটি নতুন সংবিধান পেতে আরো কয়েকমাস সময় লাগতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ