1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংবিধান সংশোধন : ‘অবশ্যই সাংঘর্ষিক’, বলল বিএনপি

২৫ এপ্রিল ২০১১

সংবিধান সংশোধন প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছে বিএনপি৷ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, সংসদীয় কমিটি সরকার দলীয় লোকজনের মতামত নিয়েছে৷

ছবি: DW/Harun Ur Rashid Swapan

বিএনপি'র বক্তব্য খুব স্পষ্ট৷ তাদের জোরদার ইঙ্গিত, সংবিধান সংশোধনের উদ্যোগের কোথাও দেশের মানুষের মতামত প্রতিফলিত হয়নি৷ আর ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের বিষয়টি প্রহসন ছাড়া আর কিছুই না৷

গত সন্ধ্যায় বিএনপি'র আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সংসদীয় কমিটিকে পাঠানো খালেদা জিয়ার পুরো চিঠি পড়ে শোনান ব্যারিষ্টার মওদুদ আহমেদ৷ এরপর তিনি খালেদা জিয়ার চিঠির ব্যাখ্যা দিয়ে বলেন, সংবিধান সংশোধনের উদ্যোগ অবশ্যই সাংঘর্ষিক৷ তিনি বলেন, আপিল বিভাগে এখনো সংবিধান সংশোধনের বিষয়টি রিভিউয়ের জন্য আছে৷ বিচারাধীন থাকা অবস্থায় তারা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে৷ এটি প্রহসন ছাড়া আর কিছুই না৷ তিনি এই প্রহসন বন্ধের আহ্বান জানান৷

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, সংবিধান সংশোধনে দেশের মানুষ এবং বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়নি৷ যাঁদের মতামত নেওয়া হয়েছে তাঁরা শাসক দলের লোকজন৷ তিনি সংবিধান সংশোধনের এই প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ