1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় নির্বাচন বিতর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ জানুয়ারি ২০১৩

সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না৷ সরকার ও বিরোধী দল এখনও যে যার মতো খেলছে৷ সংকট নিরসনে তারা উদ্যোগী না হলে কষ্টে পড়বে সাধারণ মানুষ৷ তাই সংলাপের কথাই বললেন বিশ্লেষকরা৷

ছবি: DW

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে এবং সংবিধানের অধীনে আগামী জাতীয় নির্বাচনের কথা বলেছেন৷ নাকচ করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে৷ বলেছেন, কারা নির্বাচনে আসবে আর কারা আসবে না – তা নিয়ে ভাবার দরকার নেই৷ এই অবস্থান কিছুটা হতাশ করেছে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ারকে৷ তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে একটি আশা জেগেছিল তাও এখন ফিঁকে হয়ে এসেছে৷

‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে৷ তা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না৷’ছবি: Samir Kumar Day

এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে৷ তা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না৷ তাই সব দলের অংশগ্রহণের জন্য যা প্রয়োজন, তা করা উচিত৷ তাঁর মতে, এমনটা না হলে দুই বড় রাজনৈতিক দলের খেলায় ক্ষতিগ্রস্ত হবেন দেশের সাধারণ মানুষ৷

গোলাম সরওয়ার মনে করেন, সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই৷ আর সেই সংলাপ হওয়া এখন খুবই প্রয়োজন৷

ড. আকবর আলি খান এবং গোলাম সরওয়ার দু'জনেই বলেন যে, প্রকাশ্যে দুই দলই আলোচনা এবং সংলাপের কথা বলছে৷ কিন্তু বাস্তবে যে যার অবস্থানে অনঢ় থেকে রাজনৈতিক খেলা খেলছে তারা৷ এই অনঢ় অবস্থান থেকে দুই দলকেই ছাড় দিয়ে একটি মধ্যবর্তী জায়গায় আসতে হবে৷ না হলে সংকট আরো তীব্র হবে বলেই মনে করেন তাঁরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ