1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংলাপ

৮ মে ২০১২

বাংলাদেশে রাজনৈতিক সংকট কাটাতে আন্তর্জাতিক সম্প্রদায় সংলাপ চায়, তা স্পষ্ট হয়েছে হিলারি ক্লিন্টন এবং প্রণব মুখার্জির বাংলাদেশ সফরে৷ তাই দেশের নাগরিক সমাজ এবং ব্যবসায়ীরা চান দ্রুত এই সংলাপ শুরু হোক৷

ছবি: Reuters

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি – দুজনই ঢাকা সফরে সংকট নিরসনে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের কথা বলেছেন৷ সেই সংলাপ সংসদ বা সংসদের বাইরে যেখানে হোক না কেন, সংলাপের মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে বলে তাদের অভিমত৷

এই দুইজনের বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন আন্তর্জাতিক চাপ হিসেবে৷ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলোও চায় সংলাপের মধ্য দিয়ে এখানে রাজনৈতিক সংকট দূর হোক৷

আর সাবেক কূটনীতিক আশফাকুর রহমান মনে করেন, শুধু বিদেশিরা নয়, সুশীল সমাজ, সাংবাদিকসহ সব শ্রেণির মানুষ চায় সংলাপ৷ রাজনৈতিক দলগুলোর উচিত তাদের এই ইচ্ছার প্রতি সম্মান দেখানো৷

দেশের এই অস্থির রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি উৎকণ্ঠিত ব্যবসায়ীরা৷ এফবিসিসিআই-এর সভাপতি একে আজাদ বলেন, সংলাপের কোন বিকল্প নেই৷ তিনি জানান এই সংলাপের জন্য তারা পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন৷ এরপর তারাই প্রয়োজনে সংলাপের উদ্যোগ নেবেন৷

অতীতে ব্যবসায়ী শিল্পপতিরা একাধিকবার রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন৷ আয়োজন করেছেন সংলাপের ৷ তাতে রাজনৈতিক দলগুলো সাড়াও দিয়েছে৷ এ কে আজাদ আশা করেন, দেশের কল্যাণে তারা উদ্যোগ নিলে এবারও রাজনৈতিক দল সাড়া দেবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ