1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংশোধনী বিলের ওপর রিপোর্ট পেশ করা হবে শীঘ্রই

২৯ জুন ২০১১

বাংলাদেশের আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিলের ওপর রিপোর্ট তৈরি করেছে৷ দু’একদিনের মধ্যে রিপোর্ট সংসদে উত্থাপন করা হবে৷

parliament buildig.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
জাতীয় সংসদছবি: Harun Ur Rashid Swapan

স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকারের বিধান সংযোজন করা হয়েছে৷ আর নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে কোন বিষয় নিয়ে আদালতে যাওয়া যাবে না৷

দুই সপ্তাহ সময় দেয়া হলেও তিনদিনের মধ্যেই পঞ্চদশ সংশোধনী বিল পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি৷ কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থলে কাজ করবে অন্তর্বর্তী সরকার৷ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে৷ অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে এবং রুটিন কাজ করবে৷ তাদের কোন নীতি নির্ধারণী ক্ষমতা থাকবে না৷

তিনি বলেন, বিদায়ী সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন৷ আর মন্ত্রিসভা বা উপদেষ্টারা হবেন আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রতিনিধিদের নিয়ে৷ তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচিতদের গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন নিয়ে আদালতে কোন মামলা করা যাবে না৷ নির্বাচন কমিশন যাতে চাপমুক্ত থেকে কাজ করতে পারে সেজন্যই এই বিধান৷

সুরঞ্জিত সেনগুপ্ত জানান, দু'একদিনের মধ্যে তাদের রিপোর্টসহ বিলটি সংসদে উত্থাপন করা হবে৷ তখন সংসদ সদস্যরা এর ওপর আলোচনা করবেন৷ সেখানেও কেউ চাইলে সংশোধনী দিতে পারবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ