1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে বিএনপি

১৯ মার্চ ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র পক্ষ থেকে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের কোন বিকল্প প্রস্তাব দেয়া হবেনা৷ যা করার সরকারকেই করতে হবে৷ বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়া ১২ই মার্চের সমাবেশে যা বলার বলে দিয়েছেন৷

ছবি: Reuters

টানা ৮৩ কার্য দিবস অনুপস্থিত থাকার পর, বিএনপি সংসদে যোগ দেয় রোববার৷ এই সংসদ অধিববেশন চলার কথা ২৯শে মার্চ পর্যন্ত৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলছেন, চলতি অধিবেশেনর শেষ দিকে খালেদা জিয়া সংসদে ভাষণ দেবেন৷ তিনি জানান, যদি সংসদে বিরোধী দলের প্রতি সম্মানজনক আচরণ করা হয়, তাহলে বিরোধী দল সংসদ বর্জন করবে না৷ তারা আগামী অধিবেশনেও যোগ দেবেন৷

জাতীয় সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়া সংসদে তাঁর ভাষণে বর্তমান সরকারের ৩ বছরের শাসনামলের চুলচেরা বিশ্লেষণ করবেন৷ তুলে ধরবেন ব্যর্থতার দিক৷ আর সরকারের যদি কোন সাফল্য থাকে, তার কথাও বলবেন৷ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প কোন প্রস্তাব দেবেন না৷ কারণ, এবিষয়ে সংবিধান ও আদালতের রায়েই দিক নির্দেশনা রয়েছে৷

আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, খালেদা জিয়া ১২ই মার্চের মহাসমাবেশেই স্পষ্ট করে বলেছেন তিনি কি চান৷ এখন যা করার সরকারকেই করতে হবে৷ বিরোধী নেত্রী সংসদে ঐ দাবিই আবারো তুলে ধরবেন৷ নতুন কোন বিকল্প প্রস্তাব দেবেন না৷

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তারা এবার সংসদে থাকতে চান৷ তারা চান সংসদে এবং সংসদের বাইরে সমানভাবে আন্দোলন চালিয়ে যেতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ
 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ