1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'সংসদে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো স্টান্টবাজি'

১৮ জুন ২০২১

বাঁধ নির্মাণের দাবি নিয়ে সরকারি দলের একজন সদস্যের প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য দেয়াকে স্টান্টবাজি হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের মন্ত্রী শ ম রেজাউল করিম৷

DW Khaled Muhiuddin Asks
ছবি: DW

অন্যদিকে ধর্মীয় বক্তা আবু ত্ব-হা এতদিন কোথায় ছিলেন সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন বিএনপির মো. হারুনুর রশীদ৷

‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' ইউটিউব টকশো-তে এবারের আলোচনার বিষয় ছিল: ক্লাব, মদ, জুয়া, পুলিশের অ্যাকশন ও সংসদ৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ৷ ৷

সম্প্রতি বাংলাদেশের চিত্রনায়িকা পরীমনি ঢাকা বোট ক্লাবের বিনোদন সম্পাদক ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেছেন৷ এ নিয়ে আলোচনা হয়েছে জাতীয় সংসদেও৷ শুরুতেই বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল শ ম রেজাউল করিমের কাছে৷ তিনি বলেন, ‘‘আমি যতদূর জেনেছি এটি সোশ্যাল ক্লাব৷ এরকম ঢাকায় গুলশান ক্লাব, উত্তরা ক্লাব আছে, যেখানে সুইমিং পুল আছে৷ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়৷ তারা বিপন্ন মানুষদের বিভিন্ন ধরনের সহায়তা করেন৷ ...একটা ঘটনাকে ঘিরেই ক্লাবের সমস্ত বিষয়কে একেবারে ম্লান করে দেয়ার সিদ্ধান্ত যৌক্তিক কিনা সেটা বিবেচনা করা যায়৷''

বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এই ক্লাবের প্রধান, এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে৷ পুলিশ প্রধান এই দায়িত্বে থাকতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার দায়িত্ব পালনের নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন নেই৷ তিনি ক্লাবের প্রধান হলেও নাসিরকে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি কোনো আপোষ করেননি৷

এক প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, মন্ত্রী হওয়ার আগে তিনি একটি ‘সোশ্যাল ক্লাবের' সদস্য হয়েছেন, যদিও সেখানে তার তেমন যাতায়াত নেই৷

বাংলাদেশে দুর্নীতি আছে স্বীকার করে তিনি বলেন, সরিষার ভিতরেও ভুত আছে৷ দুর্নীতিবাজদের শিকড় এত গভীরে থাকে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা উলটো ব্যবস্থা গ্রহণকারীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তোলে৷

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এসএম শাহজাদা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বক্তব্য দেন৷ তাতে লেখা ছিল, ‘‘আর দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই৷'' বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগ্নে তিনি৷ সংসদে তার এমন আচরণের সমালোচনা করে রেজাউল করিম বলেন, ‘‘এটা নিতান্ত একটা স্টান্টবাজি৷ তিনি কি বধির? আর তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত৷ মাননীয় প্রধানমন্ত্রী কি শোনেন না? তিনি কি পার্লামেন্টে ছিলেন না? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সেশনে প্রতিদিন পার্লামেন্টে থাকেন৷ ...সেখানে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে হবে!  তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে অনাকাঙ্খিত ভূমিকার পরিচয় দিয়েছেন৷ এটা কোনোভাবেই কাঙ্খিত না৷''

দশদিন আগে ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন৷ শুক্রবার তার খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ ও পরিবার৷ এ বিষয়ে প্রশ্ন তোলেন আলোচনার অন্য অতিথি বিএনপির সংসদ সদস্য হারুন উর রশীদ৷ আদনান ১০ দিন কোথায় ছিলেন তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে বলে উল্লেখ করেন তিনি৷ বলেন, ‘‘দশদিন যাবত সে তাহলে কোথায় ছিল? সামাজিক যোগযাোগ মাধ্যম বলেন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলেন সবাই এটি নিয়ে তীব্র প্রতিবাদ করেছে৷...আজকে রাষ্ট্রকে শুধু উদ্ধার নয়, কারা তাকে এই আটদিন-দশদিন নিখোঁজ করে রাখলো, কোথায় সে ছিল সেটিও একটি বড় প্রশ্ন৷ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে সাংঘাতিক উদ্বেগ কাজ করছে৷''

তিনি দাবি করেন গত ৫০ বছরের মধ্যে বর্তমানে গণতান্ত্রিক অবস্থা সবচেয়ে তলানিতে রয়েছে, সুশাসন প্রশ্নবিদ্ধি এবং দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে৷ ‘‘সংবিধান বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণার দলিল হয়ে গেছে৷ সংবিধানের কোনো কিছু বাংলাদেশের জনগণের জন্য, আইনের জন্য কাজ করছে না৷  আওয়ামী লীগ নিজেদের ইচ্ছামতো দেশ চালাচ্ছে,'' বলেন হারুন উর রশীদ৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ