1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাজেট পেশ

৭ জুন ২০১২

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১২-১৩ অর্থবছরের জন্য ১,৯২,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব সংসদে উত্থাপন করেছেন, যা আগের বাজেটের চেয়ে ২৮,০০০ কোটি টাকা বেশি৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

বিকেলে বিরোধী দল ছাড়াই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত৷

প্রস্তাবিত বাজেট হল ১,৯১,৭৩৮ কোটি টাকার৷ এর মধ্যে সরকারের রাজস্ব বাবদ আয় হবে ১,৩৯,৬৭০ কোটি টাকা৷ বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ৫২,০৬৮ কোটি টাকা, যা জিডিপি'র ৫ শতাংশ৷ এই ঘাটতি ব্যাংক ঋণ এবং বৈদেশিক অনুদান থেকে মেটানো হবে৷ আর ৫৫,০০০ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেয়া হয়েছে৷

বাজেটে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, বন্দর, ভৌত অবকাঠামো, কৃষি ও পল্লি উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা খাতকে৷

প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৩৩,৮৮৪ কোটি টাকা৷ এর মধ্যে ২৩,০০০ কোটি টাকা ঋণ নেয়া হবে ব্যাংক থেকে৷

এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে৷ ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা আগের মতই ১,৮০,০০০ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে৷

আমদানির ক্ষেত্রে অপরিশোধিত পাম অয়েল, মেলামাইন, পেপার বোর্ডসহ বেশ কিছু পণ্যের ওপর বাড়তি শুল্কের প্রস্তাব করা হয়েছে৷

অর্থমন্ত্রী আশা করেন, প্রস্তাবিত বাজেটে ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে৷

বিকেল সংসদে বাজেট পেশের আগে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠকে অনুমোদন দেয়া হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ