1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে রেহাই পেলেন মে

২৮ ফেব্রুয়ারি ২০১৯

মঙ্গলবার দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে সংসদে চ্যালেঞ্জের মুখে পড়লেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ তবে ১২ মার্চের মধ্যে ব্রেক্সিট চুক্তি অনুমোদন করাতে না পারলে তিনি নতুন সংকটে পড়তে পারেন৷

Großbritannien London Theresa May im Unterhaus
ছবি: picture-alliance/PA Wire/House of Commons

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন৷ পূর্বাভাস সত্ত্বেও বুধবার রাতে সংসদে তাঁর ঘোষিত পরিকল্পনার বিরুদ্ধে কোনো বিদ্রোহ দেখা গেল না৷ ফলে দুই সপ্তাহের মধ্যে তাঁকে প্রতিশ্রুতি অনুযায়ী পরিবর্তিত ব্রেক্সিট চুক্তি সংসদে পেশ করতে হবে৷ সংসদের সংখ্যাগরিষ্ঠ সেই চুক্তির বিরুদ্ধে ভোট দিলে তিনি আগেই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করে রেখেছেন৷ তার আওতায় চুক্তি ছাড়াই ব্রেক্সিট অথবা ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর প্রচেষ্টার প্রশ্নে সংসদ তার রায় দেবার সুযোগ পাবে৷ সেই আশ্বাসের ভিত্তিতে বুধবার প্রধানমন্ত্রীর পথে কোনো বাধা সৃষ্টি করলেন না সংসদ সদস্যরা৷ বরং লেবার দলের সদস্য ইভেট কুপার-এর আনা একটি প্রস্তাবের প্রতি বিপুল সমর্থনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি মানতে প্রধানমন্ত্রীর উপর আরও চাপ সৃষ্টি করলেন তাঁরা৷

সংসদে কিছুটা রেহাই পেলেও প্রধানমন্ত্রী টেরেসা মে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না৷ বিরোধী লেবার দল এবার ব্রেক্সিট সংক্রান্ত দ্বিতীয় গণভোটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে৷ উল্লেখ্য, এতকাল এই দল ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের শুল্ক কাঠামোর মধ্যে স্থায়ীভাবে রাখার পক্ষে সওয়াল করে আসছিল৷ বুধবার সংসদে সেই মর্মে এক প্রস্তাব অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় লেবার দল গণভোটের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে৷

প্রবল রাজনৈতিক চাপ সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রী এখনো ২৯ মার্চ ব্রেক্সিট সম্পর্কে অত্যন্ত আশাবাদী৷ বুধবারের ভোটাভুটির আগেই জনপ্রিয় দৈনিক ‘ডেইলি মেল'-এ এক প্রতিবেদনে তিনি দাবি করেন, ব্রেক্সিট চুক্তি ব্রিটেনের হাতের কাছেই এসে গেছে৷ সংসদ সদস্যদের কর্তব্য পালন করার পরামর্শ দেন তিনি৷

বুধবারের ভোটাভুটির ফলে শুধু একটি বিষয় সম্পর্কে স্পষ্টতা পাওয়া গেছে৷ শেষ পর্যন্ত চুক্তি ছাড়াই ব্রেক্সিট হলে ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার অক্ষুণ্ণ থাকবে৷ এই মর্মে সরকারের গ্যারেন্টি সংক্রান্ত একটি প্রস্তাব সংসদে অনুমোদিত হয়েছে৷ তবে যে সংসদ সদস্য এই প্রস্তাব এনেছিলেন, সরকার তাঁকে তাঁর পদ থেকে বরখাস্ত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে৷

ব্রিটেনের রাজনীতির উত্তাল পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ব্রেক্সিটের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত ও মূল্যায়ন জানাচ্ছেন৷ বিশেষ করে ব্রিটেন থেকে ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর আবেদন এলে কী করা হবে, সে বিষয়ে তাঁদের বক্তব্য শোনা যাচ্ছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বুধবার ২৯ মার্চের সময়সীমা বাড়ানোর শর্ত তুলে ধরেছেন৷ তাঁর মতে, ব্রিটেন নির্দিষ্ট কোনো লক্ষ্যের ভিত্তিতে বাড়তি সময় চাইলে অবশ্যই তা বিবেচনা করা হবে৷  তা না হলে ফ্রান্স এমন অনুরোধের প্রতি সমর্থন জানাবে না৷ আগাম নির্বাচন, দ্বিতীয় গণভোট অথবা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য নতুন কোনো সমাধানসূত্র ছাড়া এমন অনুরোধের পক্ষে কোনো যুক্তি দেখছে না ফ্রান্স৷ উল্লেখ্য, ইইউ-র সব সদস্য দেশের সম্মতি ছাড়া ব্রেক্সিটের সময়সীমা বাড়ানো সম্ভব হবে না৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মাক্রোঁ-র অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েও কিছুটা নরম সুরে বলেন, ব্রিটেন কিছুটা বাড়তি সময় চাইলে ইইউ তা মেনে নিতে অস্বীকার করবে না৷ তবে ব্রিটেন যাতে সুষ্ঠুভাবে ইইউ ত্যাগ করতে পারে, তা নিশ্চিত করাই হলো লক্ষ্য৷

এসবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ