1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার

২২ এপ্রিল ২০১২

মিয়ানমারের সংসদ অধিবেশনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সেদেশের বিরোধী নেত্রী অং সান সুচি৷ তবে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সংসদ বয়কট করছেন না৷

ছবি: Reuters

মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপয়িদ-তে সোমবার সংসদ অধিবেশন শুরু হচ্ছে৷ গত পহেলা এপ্রিল উপ নির্বাচনে বিজয়ী হওয়া অং সান সুচি এবং তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি-র আরও ৩৬ জনের শপথ নেওয়ার কথা রয়েছে৷ তবে রোববার সুচির দলের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা এই শপথ অনুষ্ঠানে থাকবে না৷ শপথে বর্ণিত একটি শব্দের ব্যাপারে মতপার্থক্য থাকায় তাঁরা এই সিদ্ধান্ত নিলো৷

বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সুচির আপত্তি শপথে বর্ণিত সংবিধান ‘রক্ষা' শব্দটি নিয়ে৷ ‘রক্ষা'র পরিবর্তে তিনি ‘সম্মান' শব্দটি ব্যবহার করার অনুমতি চেয়েছেন প্রেসিডেন্ট থেইন সেইনের কাছে৷ তবে প্রেসিডেন্ট সেইন জাপান সফরে থাকায় সেই ব্যাপারে কোন সিদ্ধান্ত আসেনি৷ ফলে সংসদে আপাতত যাচ্ছেন না সুচি এবং তাঁর দলের নেতারা৷ উপনির্বাচনে অংশ নেওয়ার আগে এনএলডি সংবিধান ‘সম্মান' করার কথা বলেই নির্বাচন কমিশনে নিবন্ধীত হয়েছিলো৷ সেই সময় প্রেসিডেন্ট সেইন এনএলডিকে অনুমতি দিয়েছিলেন৷ এবারও তারা সেই আশা করছে৷

উপনির্বাচনে ভাল করে সুচির এনএলডিছবি: REUTERS

সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে না গেলেও পরে যোগদানের আশ্বাস দিয়েছেন এনএলডির মুখপাত্র নিয়ান উইন৷ তিনি বলেন, ‘‘এটা নিশ্চিত যে আমরা সোমবার যাচ্ছি না৷ তবে তার পরের দিনগুলোর ব্যাপারে আমরা নিশ্চিত নই৷ আমার বিশ্বাস এটার একটা সুরাহা হবে৷'' নিয়ান উইন আরও বলেন, ‘‘সংসদে যাবে বলেই এনএলডি নির্বাচনে অংশ নিয়েছে৷ আমরা সংসদে যাবো৷ এই ইস্যুটি আইনগতভাবে সুরাহা হতে পারে৷'' সংসদে যোগ না দিয়ে অং সান সুচি সদস্যপদ হারানোর ঝুঁকি নিলেন কিনা এই ব্যাপারে তার দলের মুখপাত্র উইন বলেন, ‘‘তিনি ঝুঁকি নিচ্ছেন না৷ আমরা কেবল আমাদের নীতিতে বহাল থাকছি৷''

উল্লেখ্য, সুচি বলেছিলেন যে তার অন্যতম লক্ষ্য হচ্ছে মিয়ানমারের সংবিধানে পরিবর্তন আনা৷ বিগত ২০০৮ সালে সাবেক সেনা সরকার প্রণীত এই সংবিধানে সংসদের এক চতুর্থাংশে অনির্বাচিত সেনা কর্মকর্তাদের রাখার বিধান রয়েছে৷ মিয়ানমারে দীর্ঘ প্রায় চার দশক সেনা স্বৈরশাসনের পর ২০১০ সালের নভেম্বরে বেসামরিক সরকার ক্ষমতায় আসে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, ডিপিএ)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ