1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে যাননি সু চি

২৪ এপ্রিল ২০১২

শপথবাক্যের কিছু শব্দ পরিবর্তনের দাবি নিয়ে প্রথম দিনই সংসদ বয়কট করলেন মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা অং সান সু চি৷ সেদেশের বর্তমান সরকার অবশ্য শপথ বাক্যে পরিবর্তন আনতে রাজি নয়৷

ছবি: picture-alliance/dpa

মিয়ানমারে উপ-নির্বাচনের পর সোমবার শপথ গ্রহণের কথা ছিল সু চি'র৷ কিন্তু তিনি বা তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কোন সদস্য শপথ গ্রহণে সম্মত হননি৷ সু চি'র দল চাইছেন, শপথবাক্যের কিছু শব্দ পরিবর্তন করা হোক৷ কেননা, বর্তমানে যে সংবিধান মিয়ানমারে কার্যকর রয়েছে সেটিতে পরিবর্তন চাইছে এনএলডি৷ তাই শপথবাক্যে সংবিধান ‘অক্ষুণ্ণ রাখা'র স্থলে ‘শ্রদ্ধা প্রদর্শন করা' ব্যবহার করা হলে, সংসদে সেই শপথ বাক্য পাঠে রাজি সেদল৷

কিন্তু বাঁধ সেধেছে মিয়ানমারের ক্ষমতাসীন সরকার৷ শপথবাক্যে কোন ধরনের পরিবর্তন করা হবে না, জানিয়ে দেওয়া হয়েছে সেকথা৷ সেদেশের প্রেসিডেন্ট তেইন সেইন জানিয়েছেন, সু চি সংসদের আসন গ্রহণ করবেন কিনা সেটা একান্তই তাঁর নিজস্ব ব্যাপার৷ তবে মিয়ানমারে যে সংস্কার কর্মসূচি চলছে তা অব্যাহত থাকবে, জানিয়েছেন জাপান সফররত সাবেক এই সেনা কর্মকর্তা৷

বলাবাহুল্য, শপথবাক্য পরিবর্তনের যে দাবি সু চি করছেন, সেটি সরকার মেনে না নিলে সংকট দেখা দিতে পারে৷ যদিও এনএলডি'র মুখপাত্র নিয়ান উইন মনে করছেন, ‘‘সত্যিকার অর্থে এটা কোন সমস্যা হবে না, আমরা নিশ্চিত এই সমস্যার একটি সমাধান পাওয়া যাবে৷''

মিয়ানমারে সর্বশেষ উপনির্বাচনে এনএলডি থেকে জয়লাভ করেছেন সু চি সহ ৪৩ প্রার্থীছবি: Reuters

সু চি'র অন্যতম লক্ষ্য হচ্ছে মিয়ানমারের সংবিধানে পরিবর্তন আনা৷ বিগত ২০০৮ সালে সাবেক সেনা সরকার প্রণীত এই সংবিধানে সংসদের এক চতুর্থাংশে অনির্বাচিত সেনা কর্মকর্তাদের রাখার বিধান রয়েছে৷ সংবিধান ‘অক্ষুণ্ণ রাখা'র শপথ নিয়ে এনএলডি সংসদে যোগ দিলে সেটি হবে স্ববিরোধী এক সিদ্ধান্ত৷ এনএলডি'র এক নব নির্বাচিত সংসদ, পিয়ু পিয়ু থিন এই বিষয়ে বলেন, ‘‘আমরা ক্ষমতাসীন সরকারকে আমাদের দাবি জানিয়েছি৷ এখন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সংসদে যাবো না৷''

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের উপরে জারি করা অনেক নিষেধাজ্ঞা আপাতত এক বছরের জন্য তুলে নিয়েছে৷ তবে সেদেশের উপর অস্ত্র নিষেধাজ্ঞা এখনো বহাল থাকবে৷ সোমবার, লুক্সেমবুর্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরফলে মিয়ানমারের প্রায় ৫০০ ব্যক্তি এবং ৮০০'র বেশি প্রতিষ্ঠানের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তা স্থগিত হয়েছে৷ ইইউ এক বিবৃতিতে মিয়ানমারের রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে৷

উল্লেখ্য, মিয়ানমারে সর্বশেষ উপনির্বাচনে এনএলডি থেকে জয়লাভ করেছেন সু চি সহ ৪৩ প্রার্থী৷ এর আগে গত বছর দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি৷ সম্প্রতি তিনি বিদেশ সফরে যাওয়ারও ঘোষণা দিয়েছেন৷ এটি হবে গত ২৪ বছরে তাঁর প্রথম বিদেশ সফর৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ