সংসদে যাননি সু চি
২৪ এপ্রিল ২০১২
মিয়ানমারে উপ-নির্বাচনের পর সোমবার শপথ গ্রহণের কথা ছিল সু চি'র৷ কিন্তু তিনি বা তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কোন সদস্য শপথ গ্রহণে সম্মত হননি৷ সু চি'র দল চাইছেন, শপথবাক্যের কিছু শব্দ পরিবর্তন করা হোক৷ কেননা, বর্তমানে যে সংবিধান মিয়ানমারে কার্যকর রয়েছে সেটিতে পরিবর্তন চাইছে এনএলডি৷ তাই শপথবাক্যে সংবিধান ‘অক্ষুণ্ণ রাখা'র স্থলে ‘শ্রদ্ধা প্রদর্শন করা' ব্যবহার করা হলে, সংসদে সেই শপথ বাক্য পাঠে রাজি সেদল৷
কিন্তু বাঁধ সেধেছে মিয়ানমারের ক্ষমতাসীন সরকার৷ শপথবাক্যে কোন ধরনের পরিবর্তন করা হবে না, জানিয়ে দেওয়া হয়েছে সেকথা৷ সেদেশের প্রেসিডেন্ট তেইন সেইন জানিয়েছেন, সু চি সংসদের আসন গ্রহণ করবেন কিনা সেটা একান্তই তাঁর নিজস্ব ব্যাপার৷ তবে মিয়ানমারে যে সংস্কার কর্মসূচি চলছে তা অব্যাহত থাকবে, জানিয়েছেন জাপান সফররত সাবেক এই সেনা কর্মকর্তা৷
বলাবাহুল্য, শপথবাক্য পরিবর্তনের যে দাবি সু চি করছেন, সেটি সরকার মেনে না নিলে সংকট দেখা দিতে পারে৷ যদিও এনএলডি'র মুখপাত্র নিয়ান উইন মনে করছেন, ‘‘সত্যিকার অর্থে এটা কোন সমস্যা হবে না, আমরা নিশ্চিত এই সমস্যার একটি সমাধান পাওয়া যাবে৷''
সু চি'র অন্যতম লক্ষ্য হচ্ছে মিয়ানমারের সংবিধানে পরিবর্তন আনা৷ বিগত ২০০৮ সালে সাবেক সেনা সরকার প্রণীত এই সংবিধানে সংসদের এক চতুর্থাংশে অনির্বাচিত সেনা কর্মকর্তাদের রাখার বিধান রয়েছে৷ সংবিধান ‘অক্ষুণ্ণ রাখা'র শপথ নিয়ে এনএলডি সংসদে যোগ দিলে সেটি হবে স্ববিরোধী এক সিদ্ধান্ত৷ এনএলডি'র এক নব নির্বাচিত সংসদ, পিয়ু পিয়ু থিন এই বিষয়ে বলেন, ‘‘আমরা ক্ষমতাসীন সরকারকে আমাদের দাবি জানিয়েছি৷ এখন এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সংসদে যাবো না৷''
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের উপরে জারি করা অনেক নিষেধাজ্ঞা আপাতত এক বছরের জন্য তুলে নিয়েছে৷ তবে সেদেশের উপর অস্ত্র নিষেধাজ্ঞা এখনো বহাল থাকবে৷ সোমবার, লুক্সেমবুর্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরফলে মিয়ানমারের প্রায় ৫০০ ব্যক্তি এবং ৮০০'র বেশি প্রতিষ্ঠানের উপরে যে নিষেধাজ্ঞা ছিল, তা স্থগিত হয়েছে৷ ইইউ এক বিবৃতিতে মিয়ানমারের রাজনীতিতে সাম্প্রতিক পরিবর্তনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে৷
উল্লেখ্য, মিয়ানমারে সর্বশেষ উপনির্বাচনে এনএলডি থেকে জয়লাভ করেছেন সু চি সহ ৪৩ প্রার্থী৷ এর আগে গত বছর দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে মুক্তি পান সু চি৷ সম্প্রতি তিনি বিদেশ সফরে যাওয়ারও ঘোষণা দিয়েছেন৷ এটি হবে গত ২৪ বছরে তাঁর প্রথম বিদেশ সফর৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন