1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগাগুরু রামদেব গ্রেপ্তার

১৩ আগস্ট ২০১২

দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে চারদিন অনশন করার পর, আজ যোগাগুরু রামদেব ও তাঁর সমর্থকরা মিছিল করে সংসদ ভবনের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাঁদের পথ আটকায় এবং গুরু রামদেব ও কিছু সমর্থকে আটক করে৷

ছবি: AP

দুর্নীতির বিরুদ্ধে আন্দালনের দ্বিতীয় পর্বে, আন্না হাজারের ‘ব্যাটল' এখন যোগাগুরু রামদেবের হাতে৷ চারদিন অনশনের পর সরকারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে দিল্লির রামলীলা ময়দান থেকে আজ দুপুর নাগাদ বাবা রামদেবের মিছিল সংসদ ভবনের সামনে ধরনা দেবার জন্য যাবার চেষ্টা করে৷ পুলিশ মাঝপথে তাঁদের আটকে দেয়৷

বাবা রামদেবের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার শুনছে না৷ আমরা সংসদ ভবনের সামনে ধরনা দিয়ে দেশবাসীর আওয়াজ পৌঁছে দিতে চাই৷ মিছিল শান্তিপূর্ণ৷ হিংসা বা অশান্তি করার কোনো অভিপ্রায় নেই৷ তবু পুলিশ যেতে দিচ্ছে না৷’’

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশ বাবা রামদেব ও তাঁর কিছু সমর্থকদের স্থানীয় একটি স্টেডিয়ামে নিয়ে গিয়ে আটকে রাখে৷ আইনি অর্থে ঠিক গ্রেপ্তার নয়৷ যেহেতু শান্তিভঙ্গ করেনি৷ যদিও শান্তিভঙ্গের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা ছিল ব্যাপক৷ ২২ হাজার পুলিশ ছাড়াও ছিল কমান্ডো বাহিনী৷

বাবা রামদেবের আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক দলছবি: picture-alliance/dpa

দুর্নীতি ও কালো টাকা উদ্ধার ইস্যু নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে সংসদের অধিবেশন৷ বিজেপি এবং অন্য বিরোধী দল সরকারের কাছে জানতে চায়, কালো টাকা উদ্ধারের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে৷ এবিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবারও দাবি জানায় তারা৷ সরকার এবিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার আশ্বাস দেয়৷

বাবা রামদেবের আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক দল৷ আজ অনশন মঞ্চে আসেন বিজেপি সভাপতি নিতীন গডকড়ি ও সংযুক্ত জনতা দলের প্রধান শরদ যাদব৷ বাবা রামদেব সামাজিক বিপ্লবের ডাক দিয়ে বলেন, তাঁদের রাজনৈতিক অ্যাজেন্ডা নেই৷ তবে দেশের মানুষই দুর্নীতিগ্রস্ত সরকারকে সামাজিক ও রাজনৈতিকভাবে বহিষ্কার করবে৷ আর ২০১৪ সালের সাধারণ নির্বাচনেই তা বোঝা যাবে৷

পর্যবেক্ষকদের অবশ্য ধারণা, কংগ্রেসকে গদিচ্যুত করে অ-কংগ্রেসী সরকার আনাই রামদেবের রাজনৈতিক অ্যাজেন্ডা৷

রামদেবের আসল নাম রামকৃষ্ণ যাদব৷ জন্ম ১৯৬৫ সালে হরিয়ানায়৷ শরীরকে সুস্থ ও সবল রাখতে যোগসাধনাকে তিনি দেশে-বিদেশে জনপ্রিয় করে তোলেন৷ হরিদ্বারে গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্র অধ্যয়ন করেন তিনি৷ যোগ সাধনার গবেষণার জন্য তিনি স্থাপন করেন পতঞ্জলি যোগপীঠ৷ যোগসাধনার গুরুত্ব ব্যাখ্যা করতে দেশে-বিদেশে যোগ শিবিরের আয়োজনও করেন বাবা রামদেব৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ