1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ ও বিচার বিভাগের মধ্যে আপোশের চেষ্টা

৩১ আগস্ট ২০১২

বাংলাদেশের জাতীয় সংসদ আর বিচার বিভাগের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর উদ্যোগ নেবে আইন মন্ত্রণালয়৷ গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের কোন বিভাগের সঙ্গে আরেকটি বিভাগের দূরত্ব কাম্য নয় বলে মনে করেন আইন মন্ত্রী৷

ছবি: picture-alliance/Dinodia Photo

স্পিকারের এক বক্তব্যের তীব্র সমালোচনা করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গত ৫ই জুন৷ ফলে সংসদ আর বিচার বিভাগের মধ্যে বিতর্ক শুরু হয়৷ আর এর প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ রুলিং দেন ১৮ই জুন৷

স্পিকারের এই রুলিংকে চ্যালেঞ্জ করে ১৮ই জুলাই হাইকোর্টে রিট করেন আইনজীবী একেএম শফিউদ্দিন৷ ২৭শে আগষ্ট হাইকোর্ট স্পিকারের রুলিংকে অবৈধ এবং বেআইনি বলে ঘোষণা করেন৷

এই পরিস্থিতিতে জাতীয় সংসদ এবং দেশের সর্বোচ্চ আদালতের মধ্যে বিতর্ক আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ কিন্তু আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সংসদ আর বিচার বিভাগের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা দূর করার উদ্যোগ নেবে আইন মন্ত্রণালয়৷ সংসদের আগামী অধিবেশন শুরুর আগেই তা করা হবে৷ তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থেই রাষ্ট্রের বিভিন্ন বিভাগের মধ্য দূরত্ব থাকা ঠিক নয়৷

আদালতের একটি রায়ের সমালোচনা করে স্পিকার আব্দুল হামিদ বলেছিলেন, ‘আদালতের রায়ে জনগণ ক্ষুব্ধ হলে তারা বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে'৷ আর স্পিকারের এই বক্তব্যকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছিলেন, ‘রাষ্ট্রদোহিতা এবং আদালত অবমাননার শামিল'৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ