1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ বর্জনে প্রধান বিরোধী দল রেকর্ড ভেঙেছে: টিআইবি

২৮ জুন ২০১১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ'এর রিপোর্ট অনুযায়ী বিরোধী দলের সংসদ বর্জন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে৷ এই ধারা বন্ধ করতে ৯০ দিনের পরিবর্তে টানা ৩০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ হরানোর বিধান চায় টিআইবি৷

৯০ দিনের পরিবর্তে টানা ৩০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ হারানোর বিধানের সুপারিশ করা হচ্ছেছবি: DW/Harun Ur Rashid Swapan

চলতি ৯ম জাতীয় সংসদের ৭ম অধিবেশন পর্যন্ত প্রধান বিরোধী দল বিএনপির সংসদ বর্জনের হার শতকরা ৭৪ ভাগ৷ টিআইবি'র সুপারিশ হল এই ধারা বন্ধ করতে ৯০ দিনের পরিবর্তে টানা ৩০ দিন সংসদে অনুপস্থিত থাকলে সদস্যপদ হারানোর বিধান করা উচিত৷

টিআইবির পার্লামেন্ট ওয়াচ রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ৯ম জাতীয় সংসের ৬টি অধিবেশনে ১৩৫ দিনের মধ্যে প্রধান বিরোধী দল বিএনপি উপস্থিত ছিল ২৩ দিন৷ আর ওয়াক আউট করেছে ১৬ বার৷

বিরোধী দলের সংসদ বর্জন অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেছবি: Mustafiz Mamun

সংসদ বর্জনের রীতি অতীতে থাকলেও এবার তা অতীতের সব হিসেবকে ছাড়িয়ে গেছে৷ ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ বর্জনের হার ছিল শতকরা ৩৪ ভাগ৷ আর তা বর্তমান সংসদে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ ভাগ৷ টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, সংসদ সদস্যদের জবাবদিহিতার অভাব থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷

তিনি বলেন, সংসদ সরকারি দলের আবাসস্থল নয় যে তাদের আমন্ত্রণ বা আচার আচরণের ওপর নির্ভর করে বিরোধী দল সংসদে যাবে৷ জনগণ তাদের ভোট দিয়েছে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য৷ তারা সংসদে যাবেন অধিকার এবং দায়িত্ববোধ থেকে৷ সুলতানা কামাল বলেন, ৯০ দিন নয় সংসদে টানা ৩০ দিন অনুপস্থিত থাকলেই সদস্যপদ বাতিলের বিধান করা উচিত৷ এতে সংসদ বর্জনের প্রবণতা কমবে৷

সংসদে সরকারি দলের অবস্থা সম্পর্কে টিআইবি তাদের পর্যবেক্ষণে বলেছে, কোরাম সঙ্কটের কারণে প্রতিদিন গড়ে ৩৩ মিনিট সময় নষ্ট হয়৷ একারণে চলতি সংসদের ২য় থেকে ৭ম অধিবেশনে ১৯ কোটি টাকার অর্থিক ক্ষতি হয়েছে৷ আর প্রথম অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনের প্রশংসা করা হলেও কমিটিগুলোকে আরো সচল করার সুপারিশ করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ