1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ সদস্যদের শপথ শনি ও রোববার

হারুন উর রশীদ স্বপন২ জানুয়ারি ২০০৯

৯ম জাতীয় সংসদের নব-নির্বাচিত সদস্যরা শপথ নেবেন শনিবার ও রোববার৷ সংসদ ভবনে দু’দিনই বিকেল ৩টায় তাদের শপথ পড়াবেন স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার৷

নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ আর বর্ষিয়ান নেতা জিল্লুর রহমান হচ্ছেন রাষ্ট্রপতি৷ছবি: Mustafiz Mamun

সংসদ সচিবালয় এর মধ্যেই নব-নির্বাচিত সদস্যদের নামের গেজেট পেয়েছে এবং সে অনুযায়ী আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে দর্শক সারিতে থাকতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা৷ এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন৷

জাতীয় সংসদে মোট আসন ৩০০৷ এবার নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট পেয়েছে ১৬২টি আসন, বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট ৩২, এলডিপি ১ এবং স্বতন্ত্র ৪টি আসন ৷ একটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানকার নির্বাচন হবে ১২ই জানুয়ারি৷

এর আগে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ আর বর্ষিয়ান নেতা জিল্লুর রহমান হচ্ছেন রাষ্ট্রপতি৷

আব্দুল জলিল বলেন, নতুন সরকারের মন্ত্রিসভা বেশী বড় হবে না৷ সরকার গঠন বিষয়ে শুক্রবারই আলোচনায় বসছে আওয়ামী লীগ৷

দলের দু:সময়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখেছিলেন জিল্লুর রহমান৷ তাই দলের এই মহাবিজয়ে বর্ষিয়ান নেতাকে বিভিন্ন সংগঠন থেকে শুভেচ্ছা জনানো হয়৷ সকালে তাঁর বাসভবন আইভি টাওয়ারে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ওলামা লীগের নেতা-কর্মীরা৷ সেখানে জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, সরকার গঠনের বিষয়ে শুক্রবারই আলোচনায় বসছেন তারা৷

জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে যান আব্দুল জলিল৷ এসময়ে তিনি সাংবাদিকদের জানান তরুণ এবং প্রবীণদের সমন্বয়েই গঠিত হবে নতুন মন্ত্রিসভা৷

তিনি বলেন, মহাজোটের অন্যান্য শরিকদলগুলোকে নিয়েই মন্ত্রিসভা গঠন করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ