1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড. কামালও তত্ত্বাবধায়ক সরকার চান

২ জানুয়ারি ২০১২

গণফোরাম নেতা এবং বর্ষিয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন আগামী দু’টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত দিয়েছেন৷ তবে এজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কিছুটা সংস্কার করা যেতে পারে৷

parliament building in dhaka, bangladesh,
ফাইল ছবিছবি: DW/Harun Ur Rashid Swapan

আর ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মিসবাহুর রহমান সরকারি দলের প্রস্তাব অনুয়ায়ী দুই জন, বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী দুই জন এবং রাষ্ট্রপতির পছন্দে এক জন – মোট এই পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছেন৷

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে ১৪ জন প্রতিনিধি নিয়ে অংশ নেন ড. কামাল হোসেন৷ তিনি সংলাপে জানিয়েছেন অন্তত আরো দু'টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া প্রয়োজন৷ দেশের সর্বোচ্চ আদালতের রায়ের নির্দেশনায়ও একথা বলা আছে৷ তবে তিনি মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা যেতে পারে৷

সদ্য বিদায়ী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে বিধান ছিল তা পরিবর্তন করা যেতে পারে৷ কারণ এতে বিচার বিভাগের ওপর এক ধরনের চাপ পড়ে৷ তিনি নির্বাচন কমিশনার নিয়োগে নতুন আইনের প্রস্তাব করেছেন৷ আইন অনুযায়ী একটি সার্চ কমিটি গঠন করা হবে৷ তারা নয় জনের নাম প্রস্তাব করবেন৷ সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন৷

এদিকে ইসলামী ঐক্যজোটের একাংশ সংলাপে অংশ নিয়ে সরকারি দলের প্রস্তাব অনুয়ায়ী দুই জন, বিরোধী দলের প্রস্তাব অনুযায়ী দুই জন এবং রাষ্ট্রপতির পছন্দে এক জন – মোট এই পাঁচ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য মত দিয়েছে৷ দলের নেতা মিসবাহুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের মতামতের ভিত্তিতে একটি নিরপেক্ষ অন্তরবর্তী সরকার প্রয়োজন৷ সেটি তত্ত্বাবধায়ক সরকার হতে পারে অথবা অন্য কোন কাঠামোতেও হতে পারে৷

নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই সংলাপ করছেন৷আগামী ১১ই জানুয়ারি বিএনপি এবং ১২ই জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে৷ এর উদ্দেশ্য একটি দক্ষ এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন৷ আগামী মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ