1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংস্কৃতির বন্ধনে জ্যাজ সংগীত

২১ সেপ্টেম্বর ২০১২

ডেফনে সাহিন এক তুর্কি বংশোদ্ভূত জার্মান সংগীত শিল্পী৷ জার্মানি ও তুরস্কের জ্যাজ সংগীত জগতে রয়েছে তাঁর স্বচ্ছন্দ পদচারণা৷ এই দুই জায়গায় কাজ করতে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, শোনা যাক সে কথা৷

ছবি: Roxana Reiss

‘এসো আমরা পৃথিবীটাকে শিশুদের হাতে তুলে দেই৷' তুর্কি কবি নাজিম হিকমেতের এই কথাগুলি আমার মনে গভীর দাগ কেটেছিল, যা আজও মুছে যায়নি৷ ‘শিশুরা আমাদের হাত থেকে পৃথিবীকে বরণ করে নেবে, রোপণ করবে চিরজীবী বৃক্ষরাজি৷' এই কথাগুলো যেন ভেসে ওঠে ছবির মত৷ মনে প্রশ্ন জাগে, কে এই মানুষটি? বার্লিনে তাঁর নাম তো শুনিনি? আবেগাপ্লুত কণ্ঠে জানালেন ডেফনে সাহিন৷ যখন একটি তুর্কি কবিতায় সুর দেয়ার কথাটা মাথায় এল আমার, তখন শৈশবের সেই কবিতার লাইনগুলি আবার উজ্জ্বল হয়ে দেখা দিল৷

ডেফনে জানালেন, বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, তুর্কি ভাষার সঙ্গে আধুনিক জ্যাজ সংগীত কি সুন্দর খাপ খেয়ে যায়৷ নানা ধরনের সংগীত ও সংস্কৃতির জন্য দ্বার খোলা থাকে জ্যাজ সংগীতে৷ সংগীতের এই ধারাটি ক্রমেই বৈচিত্র্যময় হচ্ছে, হচ্ছে বিকশিত৷

শিল্পীর ব্যক্তিগত আবেগ অনুভূতিও প্রকাশ পায় এই সংগীতে৷ আর এই কারণেই আমি জ্যাজ সংগীতকে চ্যালেঞ্জ হিসাবে মনে করি৷ এরপর আমি কবি নাজিম হিকমেতের আরো কয়েকটি কবিতায় সুর দিয়েছি৷ একটি গানের অ্যালবাম ‘ইয়াসামাক' উৎসর্গ করেছি কবি হিকমেতের উদ্দেশে৷

তুর্কি বংশোদ্ভূত জার্মান সংগীত শিল্পী ডেফনে সাহিনছবি: Anja Grabert

তুরস্কে জ্যাজ জগত

অ্যালবামটি শুধু জার্মানিতে নয় তুরস্কেও প্রকাশ করার ইচ্ছা জাগে আমার৷ তাই সিডিটি নিয়ে রওনা হই ইস্তানবুলের দিকে৷ ইস্তানবুলের জ্যাজ জগত বার্লিনের তুলনায় বেশ ছোট, তবে প্রাণবন্ততার দিক দিয়ে মোটেও কম নয়৷ বেশ কিছু জ্যাজ ক্লাব রয়েছে সেখানে৷ আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বড় বড় জ্যাজ সংগীত উত্সব৷ এছাড়া রয়েছে বেশ কিছু রেকর্ড কোম্পানি৷ অনেকেই আমাকে প্রশ্ন করেছে, এক তুর্কি মেয়ে বার্লিনে জ্যাজ সংগীত গায়, তাও আবার নাজিম হিকমেতের কবিতায় সুর দিয়ে! কারণটা কী?

তুরস্কের তুলনায় জার্মানির রেকর্ড কোম্পানিগুলোর এ ক্ষেত্রে আগ্রহ কম৷ হয়তো বা অনেকের ধারণা, তুর্কি জ্যাজ জার্মানির শ্রোতাদের তেমন টানবে না৷ কিন্তু আন্তর্জাতিক সংগীত শিল্পীদের সঙ্গে কাজ করে আমার অভিজ্ঞতা হয়েছে, সংগীতে বিদেশি ভাষা কোনো বাধা নয়৷ বরং সংগীত অপরিচিতের প্রতি কৌতূহলী ও আকৃষ্ট করে, সৃজনশীলতার বিকাশ ঘটায়৷

বার্লিন ও ইস্তানবুলে কাজের ক্ষেত্রেও বেশ পার্থক্য রয়েছে৷ ইস্তানবুলে সংগীত জগত বেশ খোলামেলা৷ কনসার্ট, সংবাদ সম্মেলন বা রেকর্ডিং-এর বিষয়ে খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হয়৷ কোনো অফিস ঘরে বা জ্যাজক্লাবে বসেই আলাপ আলোচনা সেরে নেওয়া হয়৷ অন্যদিকে বার্লিনে সংগীতসংক্রান্ত আয়োজন, পরিকল্পনা বেশ কয়েক মাস আগে থেকেই করা হয়৷ ফলে মূল প্রকল্পটার ব্যাপারে ভালভাবে মন দেয়া যায়৷ নিজে উপস্থিত না থেকেও সংগীতের ব্যাপারে কলকাঠি নাড়ানো যায়৷

তুর্কি সংস্কৃতির নৈকট্য

সংগীতের পাশাপাশি তুর্কি সংস্কৃতির কাছাকাছি আসতে পারাটাও আমার জন্য এক বড় পাওয়া৷ বাড়িতে মা বাবার কাছে তুর্কি সংস্কৃতির সান্নিধ্যে আসতে পেরেছি আমি৷ কিন্তু জার্মানিতে বড় হয়েছি বলে বাইরের সামাজিক পরিবেশে এই অভাবটা ছিল সবসময় ৷

ডেফনে সাহিন গ্রুপছবি: Jonathan Gröger

কবি হিকমেতের সংগীত ও লিরিক আমাকে ইস্তানবুলে নিয়ে গেছে৷ এক বছর ধরে আমি বার্লিন ও ইস্তানবুলে বসবাস করছি৷ যাতায়াত করছি এই দুই শহরে, গান গাইছি, সুর দিচ্ছি৷ ইস্তানবুলে আমি বড় মাপের সংগীত শিল্পীদের সঙ্গে পরিচিত হয়েছি, যারা আমাকে নানা ভাবে সাহায্য করেছেন৷ তবে সবচেয়ে আনন্দের বিষয় হল, গ্যোটে ইন্সটিটিউটের সহায়তায় আমার গানের ব্যান্ড নিয়ে ইস্তানবুলে যাওয়াটা৷ ব্যান্ডের সহকর্মীরা দুই সংস্কৃতির মাঝে আমার জীবনটা কেমন, তার খানিকটা উপলব্ধি করতে পেরেছেন৷ তাঁরা সেখানে শুধু আমার কনসার্টেই নয়, ইস্তানবুলের জ্যাজ শিল্পীদের গানের সঙ্গেও সংগত করেছেন৷

তবে বার্লিন ও ইস্তানবুলের এই সুন্দর ও মেলামেশায় পূর্ণ সময়টায় ইতি টানতে হবে এবার৷ কেননা আমি কিছুদিনের মধ্যে নিউইয়র্কে যাব কাজ করতে৷ সেখানকার সংগীত জগত সম্পর্কে আমি খুব আগ্রহী৷ এ ছাড়া সেখানকার পারিপার্শ্বিকতাও আমাকে আকৃষ্ট করে৷ সেখানে আভিবাসীদের নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় না, বরং সমৃদ্ধি হিসাবে মনে করা হয়৷

আমার সংগীত ও সাংস্কৃতিক বৈচিত্র্য আমার কাছে যতটা সহজ ও স্বাভাবিক বলে মনে হয়, ততটা কিন্তু আশেপাশের মানুষজনের কাছে মনে হয় না৷ যেমন জার্মানিতে তেমনি তুরস্কেও বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয় বারবার৷

প্রতিবেদন: ডেফনে সাহিন/আরবি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ