সকলকে নিয়ে সরকার গড়ার প্রতিশ্রুতি সিরিয়ার প্রেসিডেন্টের
৩১ জানুয়ারি ২০২৫
এই প্রথম টেলিভিশনে বিবৃতি দিলেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি জানিয়েছেন, শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য।
সিরিয়ার প্রেসিডেন্টছবি: DIA Images/ABACA/IMAGO
বিজ্ঞাপন
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, গোটা দেশের সমস্ত ধরনের মানুষকে নিয়ে একটি 'ন্যাশনাল ডায়লগ কনফারেন্সে'র ব্যবস্থা করা হবে। তারপর সকলকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে।
আহমেদ জানিয়েছেন, সিরিয়া একটি বৈচিত্রপূর্ণ দেশ। নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সমস্ত ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে, সেদিকে বিশেভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। বস্তুত, গত ডিসেম্বর মাসে ইসরায়েলের সরকার থেকে বাশার আসাদকে উৎখাত করা হয়। তারপরেই ধীরে ধীরে ক্ষমতা দখল করেছেন আহমেদ।
সিরিয়ায় সমঅধিকার ও নিরাপত্তার দাবিতে নারীদের মিছিল
দেশটির উত্তর-পূর্বের শহর কামিশলিতে সোমবার পথে নামেন হাজার হাজার নারী৷ তাদের দাবি, নতুন সরকার নারীদের অধিকার নিশ্চিত করুক৷
ছবি: Orhan Qereman/REUTERS
সবুজে, লাল পতাকা হাতে
সিরিয়ার এই নারীদের দাবি, নতুন সরকার সিরিয়ায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করুক৷ সাথে, তুরস্কের নিয়ন্ত্রণে থাকা কুর্দি অঞ্চলে সামরিক শাসনেরও নিন্দা জানান তারা৷ মিছিলে উপস্থিত নারীদের হাতে ছিল কুর্দি সহমর্মী সংগঠন উইমেনস প্রোটেকশান ইউনিটস বা ওয়াইপিজে’র সবুজ-লাল পতাকা৷
ছবি: Orhan Qereman/REUTERS
কুর্দি সংযোগ যেখানে
১৯৮৪ সাল থেকে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে সক্রিয় রয়েছে কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে, যাদের অংশীদার এই ওয়াইপিজে সংগঠনটিও৷ তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার নিয়ন্ত্রণে থাকা কোবানি শহরে তুর্কি বাহিনীর হামলার আশঙ্কার কথাও উঠে আসে নারীদের এই সমাবেশ থেকে৷
ছবি: Orhan Qereman/REUTERS
নতুন সরকার দামেস্কে, অতঃপর...
সিরিয়ার নারীরা আশঙ্কা করছেন যে, দেশটির নতুন সরকার ক্রমশ আরো কট্টর ইসলামি নীতির দিকে ঝুঁকবে, যার ফলে, সংখ্যালঘু ও নারীদের অধিকার লঙ্ঘিত হবে বলে তাদের আশঙ্কা৷
ছবি: Orhan Qereman/REUTERS
যা বলছে সিরিয়া কর্তৃপক্ষ
সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র ওবায়েদা আরনুত গত সপ্তাহে বলেন যে, নারীদের ‘শারীরিক ও জৈবিক গঠনের’ কারণে তারা নির্দিষ্ট কিছু সরকারি চাকরির জন্য বেমানান৷
ছবি: Orhan Qereman/REUTERS
যা বলছে কুর্দি প্রশাসনের প্রতিনিধি
উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দিদের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তা হেমরিন আলি বার্তা সংস্থা রয়টার্সকে সোমবার এই মিছিল থেকে বলেন, ‘‘হ্যাঁ, অবশ্যই ওয়াইপিজেকে সমর্থন করি৷ অবশ্যই নারীদের অধিকার রক্ষা ও উত্তর ও পূর্ব সিরিয়ায় নারী বিপ্লবের অগ্রগতিকে সমর্থন করি৷’’
ছবি: Orhan Qereman/REUTERS
সিরিয়ার বর্তমান রাজনৈতিক টানাপোড়েন ও নারী
বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ক্ষমতায় এসেছে তুরস্ক-ঘেঁষা ইসলামিস্টপন্থি হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী৷ একদা আল কায়েদা ঘনিষ্ঠ এই গোষ্ঠীর গোঁড়া সুন্নি ইসলামিস্ট চিন্তাধারার বিরোধী সিরিয়ায় বসবাসরত কুর্দিদের আদর্শ, যা সাম্যবাদ ও নারীবাদকে মিলিয়ে চলে৷ সেকারণেই বর্তমান সরকারের নারীদের প্রতি মনোভাবের প্রতিবাদে পথে নেমেছেন হাজার হাজার নারী৷
ছবি: Orhan Qereman/REUTERS
6 ছবি1 | 6
আহমেদের বক্তব্য, সিরিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা এখন সবচেয়ে বড় লক্ষ্য। পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা দরকার। আলোচনার মাধ্যমে সকলকে নিয়ে চললে তবেই নির্বাচন পর্যন্ত পৌঁছানো সম্ভব।
ন্যাশনাল ডায়লগ প্রোগ্রামের জন্য একটি কমিটি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। সেখানে সব ধরনের মানুষের কথা শোনা হবে। গুরুত্ব দেওয়া হবে বিরোধী রাজনৈতিক মতামতকেও।
একটি ছোট দল তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। আপাতত তারাই পার্লামেন্টে বলসবেন এবং শাসনের দায়িত্ব পালন করবেন। তবে পরবর্তী সময়ে দেশের সংবিধান বদলের ইঙ্গিত দিয়েছেন আহমেদ। জানিয়েছেন, তার জন্য একটি বডি তৈরি করা হবে। যারা নতুন সংবিধান নিয়ে আলোচনা করবেন।
নতুন সংবিধান তৈরি এবং পরবর্তী নির্বাচনের জন্য অন্তত চারবছর লাগতে পারে বলে আগেই জানিয়েছিলেন আহমেদ। ততদিন অন্তর্বর্তীকালীন সরকারই সিরিয়া পরিচালন করবে বলে জানিয়েছেন তিনি।