1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকলের জন্য খোলা হলো মক্কা

১৯ অক্টোবর ২০২০

অবশেষে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হলো মক্কার প্রধান মসজিদের দুয়ার। সেই সঙ্গে উমরাহ পালনকারীদের সংখ্যাও বাড়ানো হয়েছে৷

ছবি: Saudi Ministry of Hajj and Umra/AFP/Getty Images

সাত মাস পরে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হল মসজিদুল হারাম৷ প্রশাসন জানিয়েছে, রোববার ফজরের নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি সবার জন্য খুলে দেয়া হয়েছে৷

এর আগে গত মার্চে করোনা প্রকোপ শুরুর পর থেকে মসজিদুল হারামে জামাত আদায় বন্ধ করা হয়৷ সেই সঙ্গে সবার প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়৷  

গত ৬ অক্টোবর সীমিত পরিসরে উমরাহ পালনের অনুমতি দেয়ার মাধ্যমে খুলে মসজিদটির দুরারও৷ নিয়ম করা হয়েছিল, এক দিনে ছয় হাজার মানুষ উমরাহ পালন করতে পারবেন। রোববার সেই সংখ্যা বাড়িয়ে ১৫ হাজার করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ধাপে এক নভেম্বর থেকে বিদেশিরাও উমরাহ পালনের সুযোগ পাবেন৷ 

উমরাহ পালনকারীরাসহ মসজিদুল হারামে বর্তমানে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায়ের অনুমতি পাবেন৷ এক নভেম্বর থেকে তা ৬০ হাজারে উন্নীত করা হবে৷  

আরব প্রশাসন জানিয়েছে, যে সমস্ত দেশে করোনার প্রকোপ কমেছে, সেই সমস্ত দেশের নাগরিকরাই উমরাহ পালনে অগ্রাধিকার পাবেন। করোনার প্রকোপ কমার কারণেই নতুন এই নিয়মগুলি চালু হচ্ছে বলে জানানো হয়েছে।

ইউরোপে অবশ্য করোনার দ্বিতীয় ঢেউ চালু হয়ে গিয়েছে। বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। বহু জায়গায় নির্দিষ্ট সময়ের পরে কার্ফিউ ঘোষণা করা হয়েছে। আবার অস্ট্রেলিয়ার মতো দেশে করোনার কড়াকড়ি একেবারেই শিথিল করে দেওয়া হয়েছে। আরবেআপাতত করোনার প্রকোপ যথেষ্ট কম বলেই সে দেশের প্রশাসন দাবি করেছে। তারই জেরে মক্কা, মদিনা সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত সাত মাস ধরে বিভিন্ন ধর্মীয় আচারগুলো কড়াকড়ির সঙ্গে পালিত হয়েছে সৌদি আরবে। সীমিত সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়৷ সুযোগ ছিল না বিদেশ থেকে কারো অংশ নেয়ার।

এসজি/জিএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ