1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকলে উদ্বাস্তুদের স্বাগত জানাতে প্রস্তুত নন

গ্রেহেম লুকাস/এসি২৮ আগস্ট ২০১৫

ইউরোপীয় ইউনিয়ন অভিমুখে উদ্বাস্তুর স্রোত একটি সুবিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে৷ শুধু প্রশাসনিক বা আর্থিক চ্যালেঞ্জই নয়, এর ফলে ইউরোপীয়দের তাদের মহাদেশের প্রতি মনোভাবই প্রভাবিত হবে, বলে গ্রেহাম লুকাসের ধারণা৷

Südungarn Grenzzaun Flüchtlinge Asylpolitik Kind Bahnhof Hilfe Freiwillige
ছবি: Alex Martin

" রাজনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির দৃষ্টিকোণ থেকে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের মুখ্য এলাকাগুলির মধ্যে পড়ে৷

" ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলি এই নীতিতে বিশ্বাস করে যে, যারা গৃহযুদ্ধ বা রাজনৈতিক নিপীড়নের সম্মুখীন হচ্ছেন, তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত৷

" কিন্তু ইউরোপে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের সংখ্যা যে পর্যায়ে পৌঁছচ্ছে, তা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে৷ এ বছর প্রায় দশ লক্ষ উদ্বাস্তু ইউরোপে আসবেন, বলে অনুমান করা হচ্ছে৷

" সকলে এই উদ্বাস্তুদের স্বাগত জানাতে প্রস্তুত নন৷ অভিবাসন বিরোধী গোষ্ঠীরা জার্মানিতে উদ্বাস্তুদের বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্র ও আবাসনে অগ্নিসংযোগ করেছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্বয়ং একটি উদ্বাস্তু আবাসন পরিদর্শন করতে গিয়ে চরম দক্ষিণপন্থি বিক্ষোভকারীদের রোষের পাত্র হয়েছেন৷

" উদ্বাস্তুদের সঙ্গে উগ্র ইসলামপন্থিরাও ইউরোপে ঢুকবে, এই শঙ্কা ইউরোপ জুড়ে অভিবাসন বিরোধী মনোবৃত্তিকে উসকানি দিচ্ছে৷ সেই শঙ্কার কথা মনে রেখে জঙ্গি ইসলামপন্থিদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নিতে হবে৷

" অপরদিকে ইউরোপীয় নেতৃবর্গকে মনে রাখতে হবে যে, বাস্তবিক শরণার্থীদের আশ্রয় দেওয়াটা একটা নৈতিক কর্তব্য৷

" তার একটা সুবিধাও আছে৷ ইউরোপের জনসংখ্যা কমছে, যার ফলে মহাদেশের অর্থনৈতিক স্থায়িত্ব ক্ষুণ্ণ হতে পারে৷

" তবে বিপুল সংখ্যক উদ্বাস্তু আসার ফলে ইউরোপকে শীঘ্র সিদ্ধান্ত নিতে হবে, শরণার্থীদের মধ্যে কে রাজনৈতিক আশ্রয় পাবার উপযোগী এবং কে নয়৷

" তথাকথিত নিরাপদ, অর্থাৎ ঝুঁকিবিহীন দেশ থেকে যারা এসেছেন, তাদের শীঘ্র ফেরৎ পাঠাতে হবে৷

" অপরদিকে যারা ইরাক, সিরিয়া অথবা আফগানিস্তানের মতো গৃহযুদ্ধ পীড়িত দেশ থেকে আসছেন, তাদের যতো তাড়াতাড়ি সম্ভব সমাজে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে, কেননা তাদের শীঘ্র স্বদেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই৷ রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুরের প্রক্রিয়া চলাকালীন বছরের পর বছর উদ্বাস্তুদের রিফিউজি ক্যাম্পে আটকে রাখার কোনো মানে হয় না৷

" সবচেয়ে বড় কথা, তাদের যথাশীঘ্র ওয়ার্ক পারমিট দেয়া উচিত৷

" অ্যামেরিকা তথা পশ্চিম ইউরোপের বিভিন্ন জরিপ থেকে দেখা গেছে, যে সব উদ্বাস্তুরা অভিবাসী হওয়ার সুযোগ পান, তারা কর এবং স্বাস্থ্যবীমা, অবসরভাতা ইত্যাদির অনুদানের মাধ্যমে সে'দেশের অর্থনীতি ও প্রশাসনে একটা বড় অবদান রাখেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ