1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গবন্ধু

১৮ মার্চ ২০১২

রাজনীতিবিদরা যদি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতেন তাহলে এখনকার রাজনৈতিক সঙ্কট কেটে যেত৷ তিনি ছিলেন উদার গণতন্ত্রী এবং পরমতের প্রতি শ্রদ্ধাশীল৷

ছবি: Public domain

কিন্তু এখনকার রাজনীতিবিদরা পরমত সহ্য করতে পারেন না৷ তাদের মধ্যে সত্যিকারের গণতান্ত্রিক চেতনার অভাব৷ এ'মন্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছ থেকে দেখা অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনের৷ তিনি বলেন দুটি বড় রাজনৈতিক দলের একটি বঙ্গবন্ধুকে ব্যবহারের চেষ্টা করে কিন্তু তার দেখানো পথ অনুসরণ করে না৷ আর আরেকটি দল বঙ্গবন্ধুকে হেয় করার চেষ্টায় লিপ্ত৷

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকে যৌবনে কমনওয়েলথ বৃত্তির জন্য নির্বাচন করেছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে৷ তিনি ডয়চে ভেলেকে বলেন বঙ্গবন্ধু তার বিরোধীদেরও সম্মান করতেন৷ তাদের মতামতকে গুরুত্ব দিতেন৷ এমনকি মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ নেতা খান এ সবুর গ্রেফতার হলে জেলখানায় তার যাতে কোন অসুবিধা না হয় সে ব্যাপারেও সচেতন ছিলেন উদারচেতা বঙ্গবন্ধু৷

তিনি বলেন দেশে এখন যে রাজনৈতিক সঙ্কট চলছে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করলে এই সঙ্কট থাকতো না৷ তিনি বলেন একটি দল বঙ্গবন্ধুকে ব্যবহার করে, তাকে নিয়ে ব্যবসা করে৷ তার আদর্শ অনুসরণ করে না৷ আরেকটি দল বঙ্গবন্ধুকে হেয় করার যতরকম অপচেষ্টা আছে তা করে যাচ্ছে৷

তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে সব রাজনৈতিক দল ও নেতাকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে৷ বঙ্গবন্ধু ছিলেন সবার উপরে মানুষ৷ রাজনীতিবিদদেরও শেষ পর্যন্ত মানুষই হতে হবে৷

অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু বিদেশী সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, তাঁর সবচেয়ে বড় দোষ তিনি বাংলার মানুষকে ভালবাসেন৷ আসলে এটিই তার সবচেয়ে বড় গুণ৷ বঙ্গবন্ধুর হৃদয়ে ছিল বাংলা আর বাংলার মানুষ৷ আর এখনকার রাজনীতিবদরা যদি সেই গুণটি অর্জন করতে পারেন তাহলে দেশের অনেক সঙ্কটই কেটে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ