1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সঙ্গীকে চিনতে ড্যান্স ফ্লোরের ভূমিকা

২০ ফেব্রুয়ারি ২০১৭

পশ্চিমা বিশ্বে নারী-পুরুষের পরস্পরকে জানায় ড্যান্স ফ্লোরের একটা ভূমিকা আছে৷ নারী ও পুরুষ পরস্পরকে নাচতে দেখেন ও বিবর্তনমূলক জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সঙ্গী হিসেবে সেই পুরুষ বা মহিলার উপযোগিতা সম্পর্কে ধারণা করেন৷

Bildergalerie Wiener Opernball Österreich
ছবি: Getty Images/Sean Gallup

প্রেম আর সঙ্গি খোঁজা: মানুষের জীবনের এক অনন্ত রহস্য৷ কী করে সেই মনের মানুষটিকে খুঁজে পাওয়া যায়?

ব্যার্নহার্ড ফিঙ্ক-এর সেটা জানা উচিত, কেননা তিনি একজন এভোলিউশনারি বায়োলজিস্ট বা বিবর্তনমূলক জীববিজ্ঞানী৷ গত ১৫ বছর ধরে তিনি গবেষণা করছেন, মানুষ কীভাবে তার সঙ্গি খুঁজে পায়৷ ড. ব্যার্নহার্ড ফিঙ্ক-এর কথায়, ‘‘সাধারণত পরীক্ষাগারে মানুষজনকে কম্পিউটারে বসিয়ে বলা হয়, এই মুখ অথবা শরীরটা কতটা আকর্ষণীয়, সেটা আপনারা নির্ধারণ করুন৷ কিন্তু পরীক্ষাগারের পরিস্থিতির সঙ্গে বাইরের বাস্তব বিশেষ মেলে না৷ কেননা মানুষজন তো আর দাঁড়িয়ে থাকেন না, তারা নড়াচড়া করেন৷''

সেই কারণে ব্যার্নহার্ড ফিঙ্ক নাচের এক্সপেরিমেন্ট করেন৷

তাঁর টিম একটি স্পেশাল ক্যামেরা সিস্টেম সেট-আপ করেছে, যা দিয়ে নাচের সময় ড্যান্সারদের ছবি তুলে পরে তা অ্যানিমেটে

ড গ্র্যাফিক্সে পরিণত করা যায়৷ গবেষকরা চান, পরে যাদের নিয়ে জরিপ করা হবে, তারা ড্যান্সারদের নাচটাই শুধু দেখবেন, তাদের জামাকাপড়, চেহারা অথবা মুখ দেখে বিক্ষিপ্ত হবেন না৷ ব্যার্নহার্ড ফিঙ্ক জানান, ‘‘আমরা নাচের ভঙ্গিমার সঙ্গে মিলিয়ে ওটা পরীক্ষা করে দেখছি, কেননা মহিলারা শারীরিকভাবে শক্তিশালী পুরুষদের নাচের ভঙ্গি পছন্দ করেন, বলে আমাদের ধারণা৷''

যে পুরুষদের নাচ ফিল্ম করা হচ্ছে, তাদের বুক বা কাঁধ কতোটা চওড়া, এমনকি তাদের ঝুঁকি নেওয়া প্রবণতা পর্যন্ত আগে থেকে মেপে দেখা হয়৷

পুরুষদের আকর্ষণীয়তা যাচাই করার জন্য আছেন মহিলারা৷

নাচ শুরু হলো: পুরুষরা তাদের সব ‘মুভ' দেখাচ্ছেন আর মহিলারা তার মূল্যায়ন করছেন৷

রিফ্লেকটিভ মার্কার দিয়ে নাচনেওয়ালার একটি গ্র্যাফিক রিপ্রেজেন্টেশন সৃষ্টি করা হয় কমপিউটারে৷ মহিলারা জানেন না পর্যন্ত , তারা কোনো ক্যান্ডিডেটের নাচ দেখছেন৷

আকর্ষণীয়তা জন্য ঘাড়, কাঁধ ও নিতম্বের নড়াচড়া গুরুত্বপূর্ণ৷ অন্তত ‘টেস্ট' থেকে তাই দেখা গেল৷

নাচের ভঙ্গিগুলো আঙুলের ছাপের মতোই একক ও অনন্য এবং তা থেকে পুরুষের প্রজনন বৈশিষ্ট্যগুলি জানা যায়৷ আর কোনো শারীরিক খুঁটিনাটি দৃশ্যমান না হলে, মহিলারা সেই সব পুরষদের পছন্দ করেন, যারা জোরালো অঙ্গভঙ্গি করেন – যেন তারা ভবিষ্যতে ভালো বডিগার্ড হতে পারবেন৷ ড. ব্যার্নহার্ড ফিঙ্ক বলেন, ‘‘পুরুষালি, শক্তিশালী মুখ ও শরীর দৃশ্যত মহিলাদের একটি পুরুষের সামাজিক অবস্থান সম্পর্কে অনেক কিছু বলে৷ এ থেকে পুরুষের জেনেটিক উৎকর্ষ প্রকাশ পায়৷ শুধু সুস্বাস্থ্যই নয়, পুরুষটি যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মহড়া নিতে পারবে, সে লক্ষণও ব্যক্ত হয়৷''

কিন্তু কোনো ক্ষেত্রেই আমাদের ভালো নাচিয়েদের সেরা ভঙ্গিমাগুলোর নকল করা উচিত নয়, কেননা বাস্তব জীবনে সঙ্গি খোঁজার সময় মটো হলো: স্বাভাবিক থেকো, তুমি যা, তাই থেকো৷ সেটাই সবচেয়ে কার্যকর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ