1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সঠিক পরিমাণে পানি পাচ্ছেনা গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণ

২৭ অক্টোবর ২০০৯

ইসরায়েল অধিকৃত গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণ জীবন ধারণের জন্য সঠিক পরিমাণে পানি পাচ্ছেনা৷ এরকম তথ্য দিয়ে মঙ্গলবার একটি রিপোর্ট প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷

ছবি: AP

১১২ পাতার এই রিপোর্টের পুরোটাতেই তথ্য উপাত্ত্ব দিয়ে বোঝানো হয়েছে, ফিলিস্তিনি জনগণ এই মুহূর্তে ঠিক কতটা পানির অভাবের মধ্যে রয়েছে৷ রিপোর্টটির শিরোনাম দেয়া হয়েছে ‘ট্রাবলড ওয়াটার' বা ‘পানি নিয়ে সমস্যা'৷ যেখানে দাবি করা হচ্ছে, পানি ভাগভাগির পুরো নিয়ন্ত্রণে আছে ইসরায়েল এবং পাহাড়ের মাঝে যে ভূগর্ভস্থ পানির ধারা আছে তার শতকরা ৮০ ভাগই ব্যবহার করে ইসরায়েলি জনগণ৷

ফিলিস্তিন এবং ইসরায়েল এর পানি ব্যবহারের তুলনামূলক চিত্র তুলে ধরে রিপোর্টটিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনি জনগণ প্রতিদিন গড়ে ৭০ লিটার পানি ব্যবহার করে৷ যেখানে একজন ইসরায়েলি কমপক্ষে ৩০০লিটার পানি ব্যবহার করে৷ যা কিনা চার গুণেরও বেশি৷ রিপোর্টে আরো বলা হচ্ছে , ফিলিস্তিনের এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে একজন মানুষ প্রতিদিন পারিবারিক কাজ করার জন্য মাত্র ২০ লিটার পানি পেয়ে থাকে৷ যা কিনা কোন সাহায্যদাতা সংগঠনের কাছ থেকে সহায়তা হিসাবে আসে৷ এমনকি এক লাখ আশি হাজার থেকে দুই লাখ ফিলিস্তিনি যাদের বসবাস প্রত্যন্ত গ্রামে, তারা সব ধরণের পানি সরবরাহ থেকে বঞ্চিত৷ ইসরায়েলি সামরিক বাহিনী তাদের মাঝে মাঝে বৃষ্টির পানি সংগ্রহ করতেও বাধা দেয়৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েল এর এক গবেষক ডোনাটেল্লা রোভেরা বার্তা সংস্থাকে জানান, পানির এই স্বল্পতা ফিলিস্তিনি জনগণের প্রাত্যহিক কাজে বাঁধা সৃষ্টি করছে৷

অপরদিকে রিপোর্টিতে আরো উল্লেখ করা হয়, পশ্চিম তীরে বসবাসরত অভিবাসী ইসরায়েলি জনগণ বড় বড় কৃষি খামার করছে এমনকি তারা সাঁতার কাটার জন্য সুইমিংপুলও তৈরি করেছে৷ আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, ২৩ লাখ ফিলিস্তিনি জনগণের চেয়ে চার লাখ পঁঞ্চাশ হাজার ইসরায়েলি অভিবাসী অনেক বেশি পানি ব্যবহার করে থাকে৷

এদিকে এই রিপোর্ট প্রকাশিত হবার পর, ইসরায়েলের অবকাঠামো মন্ত্রী উজি লানডাউ একে ‘বিকৃত এবং কল্পনাপ্রসূত' বলে দাবি করেছেন৷ তিনি বলেন ইসরায়েল পানি বিষয়ক চুক্তির সব নিয়ম মেনে চলছে৷ এবং ফিলিস্তিনি জনগণকে পূর্বের প্রতিশ্রুতির চেয়ে বেশি পরিমাণে পানি সরবরাহ করছে৷ ইসরায়েলিদের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র স্থাপন না করাকেই তিনি তাদের এই পানি স্বল্পতার জন্য দায়ি করেন৷ ইসরায়েলের পানি কর্তৃপক্ষ জানায়, রিপোর্টটি তৈরির আগে তথ্য সংগ্রহের জন্য তাদের সঙ্গে কোন যোগাযোগ করা হয়নি৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ