1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে এখনো বিপর্যয়ের আশঙ্কা

২৪ এপ্রিল ২০২০

পরিস্থিতির ধারাবাহিক উন্নতি সত্ত্বেও করোনা সংকট জার্মানিতে মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে রবার্ট কখ ইনস্টিটিউট৷ তাই এখনই বিধিনিয়ম আরো শিথিল করা উচিত হবে না৷

ছবি: Reuters/M. Rietschel

গত কয়েক সপ্তাহ ধরে কড়াকড়ির কারণে জার্মানিতে করোনা সংকট অনেকটা কমে এসেছে৷ সংক্রমণ ও মৃতের সংখ্যা তুলনামূলকভাবে কমে চলায় ফেডারেল ও রাজ্য স্তরে বেশ কিছু বিধিনিয়ম শিথিল করা হচ্ছে৷ আরো কিছু দোকানবাজার ও স্কুল ধাপে ধাপে খোলা হচ্ছে৷ কয়েকটি রাজ্য, এমনকি আরো সাহসি পদক্ষেপ নেবার পক্ষে সওয়াল করছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পরিস্থিতির উন্নতি সত্ত্বেও বার বার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন৷ তিনি মনে করিয়ে দিচ্ছেন, সঙ্গত কারণেই সংক্রমণ সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান বেশ কয়েকদিন আগের পরিস্থিতি তুলে ধরছে৷ বাস্তব চিত্র পেতে এত সময় লাগার কারণে ঝুঁকির মাত্রা যথেষ্ট বেশি৷

শুক্রবার রবার্ট কখ ইনস্টিটিউটও আবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ প্রতিষ্ঠানের উপ-প্রধান লার্স শাডে শুক্রবার বলেন, সংকটের প্রাথমিক পর্যায়ে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নেবার সুফল এখন দেখা যাচ্ছে৷ তবে এখনো সেইসতর্কতা ত্যাগ করার কোনো উপায় নেই৷ কিছু বিধিনিয়ম শিথিল করা সত্ত্বেও আরো ছাড়ের অনুমতি দেওয়া একেবারেই উচিত হবে না৷

শাডে বলেন, বর্তমানে জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি কাগজেকলমে শূন্য দশমিক নয় শতাংশ মানুষকে সংক্রমিত করতে পারে৷ অর্থাৎ, সংক্রমণের গড় হার প্রায় ১:১৷ এই সংখ্যা একের নীচে রাখাই মূল চ্যালেঞ্জ বলে তিনি মনে করেন৷ এই হার যত কমবে, পরিস্থিতির ততই উন্নতি হবে৷ কিছু এলাকায় এখনো এই হার একের বেশি৷ বিশেষ করে যেখানে বৃদ্ধাশ্রম বা অন্য কোনো আবাসনে বেশি হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, সেখানে বর্তমান স্বাস্থ্যবিধি মেনেও কোনো লাভ হচ্ছে না৷ এই অবস্থায় শাডে মনে করেন, দিনে সংক্রমণের সংখ্যা কয়েকশয় নেমে না আসা পর্যন্ত আরো বিধিনিয়ম শিথিল করার কোনো অবকাশ নেই৷

রবার্ট কখ ইনস্টিটিউটের আশঙ্কা, প্রকাশ্যে আরো বেশি মানুষের মধ্যে যোগাযোগ ঘটলে সংক্রমণের হার আচমকা বেড়ে যেতে পারে৷ সে ক্ষেত্রে অন্যান্য কিছু দেশের মতো জার্মানিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে৷ তখন হাসপাতাল আর চাপ সামলাতে পারবে না৷ তাই শাডে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাসায় থাকার ডাক দিয়েছেন৷ সেইসঙ্গে তিনি আরো বেশি মানুষের পরীক্ষার পরামর্শও দিয়েছেন৷ এমনকি কোভিড-১৯-এ আক্রান্ত কোনো ব্যক্তির সরাসরি সংস্পর্শে না এলেও এমন পরীক্ষার সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন৷

শুক্রবার জার্মানিতে করোনা ভাইরাস সংক্রমণের ২,৩৩৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা এখন দেড় লাখের সামান্য বেশি৷ ২২৭ জনের মৃত্যুর ঘটনার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩২১৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ