এরকম বিশ্বকাপ কি এর আগে এসেছে কখনো? বড়দের হারানো, ছোটদের কাছে না হারা, মাশরাফির হাতে সোনার কাপ এর বাইরে কিছু কি আসছে আমাদের ভাবনায়? কখনো মস্তিষ্ক, কখনো হৃদয় দিয়ে ভাবছি আমরা, তবে মিলছি একই উপসংহারে৷
বিজ্ঞাপন
গনগনে ঢাকা বুকে-মুখে-স্মৃতিতে নিয়ে কনকনে বনে কথা হয় গ্লোবাল মিডিয়া ফোরামে যোগ দিতে আসা দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে৷ দেশের কী বেশি মিস করছি অগুণতিবার ছুঁড়ে দেওয়া এই নিরীহ মিডিয়াম পেস প্রশ্নের অন্যতম কপিবুক উত্তর আমার, ‘‘ক্রিকেট বিশ্বকাপ৷’’ জার্মান বন্ধু জানতে চান, এবারের বিশ্বকাপ তোমাদের দেশে হচ্ছে?
কিছুদিন আগে পর্যন্ত যাঁরা ক্রিকেটকে এশিয়ান বেসবল বলতো, যাঁদের গণমাধ্যমে ক্রিকেট ছিল প্রায় অস্পৃশ্য, তাঁদের কী করে বোঝাই, ১৯৯৯ সালের পর থেকে সবগুলো বিশ্বকাপই আমাদের দেশে হয়! আর আমরা ১৭ কোটির সবাই খেলি সেই টুর্নামেন্ট৷
২৮ মে বিশ্বকাপের শেষ প্রস্তুতিম্যাচ চলছে... ভারতীয় বন্ধু একগাল হাসিতে বলেন, ‘‘টাইগারদের বিরুদ্ধে সাড়ে তিনশ’ ছাড়িয়ে গেছে কোহলিদের রান৷'' ‘‘২ জুলাই মঙ্গলবার বার্মিংহামে দেখা হবে,’’ মনে রাখতে বলি আমি৷ মরিচ-লবণ চুল-দাড়ির শিশুমুখের আফগান বলেন, ‘‘২৪ জুন সাউদাম্পটনের জন্য প্রস্তুতি নিয়ে রেখো, রশিদ খান তোমাদের কথা আলাদাভাবে ভেবে রেখেছে৷’’ আমি শুধু ভাবি, ‘‘নয় যোগ দুই এগারোটা ম্যাচ, নয় না এগারো–
এগারোই৷ তারপর বলব কথা যা থাকে কপালে৷’’
ভিড় একটু কমলে ভাবি, প্রত্যাশার পারদ উপরে উঠতে উঠতে জ্বলন্ত লাভা হয়ে চেপে বসবে না তো খেলোয়াড়দের বুকে! মায়াই লাগে মাঝে মাঝে৷ এই ১৫ জনের কাঁধে চেপে বসেছি আমরা সতেরো কোটি৷ ওরা একেকজন আমাদের জাদুই গালিচা, যাতে চড়ে আমরা হাত দিয়ে ছুঁয়ে দেই আকাশ৷
আমার প্রার্থনা– ১৪ জুলাই পর্যন্ত আমাদের ছেলেরা ফেসবুক, টুইটার, সামাজিক বা অসামাজিক, কোনো গণমাধ্যমই না দেখুক৷ ভালো বা খারাপ কোনো সময়েই না৷ আমরা যেমন প্রশংসার বন্যায় ভাসাতে পারি, তেমনি নিন্দার পুঁজ-রক্ত-বমি-মলমূত্রে ডুবিয়েও রাখতে পারি গলা পর্যন্ত৷ আমরা সকলেই যে ক্রিকেটটা এই ১৫ জনের চেয়ে ভালো বুঝি এতে টাইগারদের কোনো সন্দেহই করা উচিত না৷ নিতান্তই আমরা খেলছি না বলে আপনারা খেলছেন৷ কিন্তু মনে রাখবেন, আমরা যে কেউ আপনাদের ক্রিকেট শেখাতে পারি, তাই আমাদের থেকে দূরে থাকুন, টুর্নামেন্ট চলতে চলতে তো আর নতুন কিছু শিখতে পারবেন না, শেষ হলে না হয় আবার শিখবেন৷
দুনিয়ার বিধি অনুযায়ী প্রত্যাশা আর প্রাপ্তি হাত ধরাধরি করে চলে না! অন্য দলের খারাপ দিন আমাদের ভালো দিন পছন্দের এই কম্বিনেশন কখনো উল্টে যেতে পারে, বাজেভাবে হারতে পারি আমরা৷ কিন্তু আমরা যেন এ কথা ভুলে না যাই, মাঠে যারা থাকে জিতে গেলে তারা আমাদের মতোই খুশি হয় আর হেরে গেলে আমাদের চেয়ে খানিক বেশিই কষ্ট পায়৷
আমরা যারা মাঠের বাইরে খেলছি, তাদের জন্য জুন ও জুলাই মাসের অর্ধেক সহজ হোক, এই মুহূর্তে আর কিছু চাইবার নেই৷
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ জেতানো নায়কেরা
বিশ্বকাপে বাংলাদেশের জেতা ১৩টি ম্যাচে সেরার স্বীকৃতি টাইগাররা পেয়েছেন ১২ বার৷ বাকি একটি পুরস্কার যায় পরাজিত দলে৷ টাইগারদের মধ্যে দুইবার করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন শুধু মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস৷
ছবি: Getty Images/R. Kinnaird
মিনহাজুল আবেদিন নান্নু, ১৯৯৯
১৯৯৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নেয় ক্রিকেট বিশ্বকাপে৷ নিউজিল্যান্ডের বিপক্ষে যাত্রাটি শুরু হয় ছয় উইকেটের হার দিয়ে৷ বাংলাদেশ প্রথম জয় তুলে নেয় তৃতীয় ম্যাচে, স্কটল্যান্ডের বিপক্ষে৷ এই ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন মিনহাজুল আবেদিন নান্নু৷ বাংলাদেশের ২২ রানে জেতা ম্যাচে ৬৮ রান (অপরাজিত) করেন তিনি৷ পাশাপাশি ৩ ওভার বল করে ১টি উইকেটও নিয়েছিলেন বিসিবির বর্তমান নির্বাচক৷
ছবি: M. Mohammad
খালেদ মাহমুদ সুজন, ১৯৯৯
১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আসরের দ্বিতীয় জয়টিও পেয়ে যায় বাংলাদেশ৷ ৬২ রানে জেতা সেই ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন খালেদ মাহমুদ সুজন৷ ব্যাট হাতে ২৭ রান করার পর বোলিংয়ে ৩ উইকেটও নিয়েছিলেন তিনি৷
ছবি: Getty Images/R. Kinnaird
মাশরাফি বিন মোর্তজা, ২০০৭
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে দুই ম্যাচে জয় পেলেও বিশ্বকাপে পরের জয়ের জন্য ৮ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে৷ ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই জয়ের দেখা পায় টাইগাররা৷ ৪ উইকেট নিয়ে সেবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছিলেন মাশরাফি বিন মোর্তজা৷
ছবি: Getty Images/C. Rose
মোহাম্মদ আশরাফুল, ২০০৭
২০০৭-এর আসরে বিশ্বকাপের তৃতীয় জয়টিও পেয়ে যায় বাংলাদেশ৷ গ্রুপ পর্যায়ের সেই ম্যাচে বারমুডাকে হারায় টাইগাররা৷ ব্যাট হাতে ৩২ বলে হার না মানা ২৯ রান করায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিহ হন মোহাম্মদ আশরাফুল৷ ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে৷
ছবি: Getty Images/AFP/P. Singh
মোহাম্মদ আশরাফুল, ২০০৭
২০০৭ সালের সেই আসরেই প্রথম বারের মতো সুপার এইটে উঠে সাউথ আফ্রিকাকেও হারিয়ে দেয় বাংলাদেশ৷ ৮৩ বলে ৮৭ রান করে আবার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন মোহাম্মদ আশরাফুল৷ ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৬৭ রানে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
তামিম ইকবাল, ২০১১
২০১১ সালে ঘরের মাঠের বিশ্বকাপে তিনটি জয় পায় বাংলাদেশ৷ গ্রুপ পর্যায়ে প্রথমে আয়ারল্যান্ডকে হারায় ২৭ রানে৷ ওই ম্যাচে ৪৩ বলে ৪৪ রান তুলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন তামিম ইকবাল৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
ইমরুল কায়েস, ২০১১
২০১১ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের আরেক ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ৷ সেই ম্যাচে ১০০ বলে ৬০ রান করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন ইমরুল কায়েস৷ বাংলাদেশ জয়ী হয়েছিল ২ উইকেটে৷
ছবি: Getty Images/M. Lewis
ইমরুল কায়েস, ২০১১
২০১১ সালের সেই বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে আরেকটি জয়ও পেয়ে যায় সহ-আয়োজক বাংলাদেশ৷ ওই ম্যাচে নেদারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা৷ চট্টগ্রামে অনুষ্ঠিত ওই ম্যাচে ১১৩ বলে ৭৩ রান করে ম্যাচ সেরা হন ইমরুল কায়েস৷
ছবি: Getty Images/AFP/M. Zaman
মুশফিকুর রহিম, ২০১৫
২০১৫ সালের বিশ্বকাপে তিনটি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ৷ তবে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও ম্যাচে ম্যান অব ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের৷ তবে আফগানিস্তানকে ১০৫ রানে হারানোয় ৫৬ বলে ৭১ রানের অবদান রেখে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছিলেন মুশফিকুর রহিম৷
ছবি: Getty Images/C. Spencer
মাহমুদুল্লাহ রিয়াদ, ২০১৫
২০১৫ সালের বিশ্বকাপে টাইগাররা দ্বিতীয় জয়টি পায় ইংল্যান্ডের বিপক্ষে৷ ওই ম্যাচে ১৩৮ বলে ১০৩ রান তুলে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন মাহমুদুল্লাহ রিয়াদ৷ বাংলাদেশ ওই ম্যাচ জিতেছিল ১৫ রানে৷
ছবি: Getty Images/AFP/S. Khan
সাকিব আল হাসান, ২০১৯
২০১৯ সালে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় পায় বাংলাদেশ৷ ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব৷ ব্যাট হাতে করেছেন ৮৪ বলে ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে নেন এক উইকেট৷ বাংলাদেশ জিতে যায় ২১ রানে৷