1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সতেরো-অনূর্ধ্ব বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানির পরাজয়

৮ জুলাই ২০১১

শেষরক্ষা হলো না৷ সতেরো-অনূর্ধ্ব বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আয়োজক দেশ মেক্সিকোর কাছেই ৩-২ গোলে হেরে গেলো জার্মানির কিশোররা৷

BALL © fotografdd #23220479
মেক্সিকোর কাছেই ৩-২ গোলে হেরে গেলো জার্মানরাছবি: fotolia

বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে প্রাণপনে লড়ে গিয়েছিল জার্মান কিশোররা৷ পর পর পাঁচটি ম্যাচে জয়ের গৌরব অর্জন করে তারা গোটা দেশের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছিল৷ তবে একেবারে আশাহত হওয়ার কারণ এখনো ঘটে নি৷ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে রবিবার জার্মানদের খেলতে হবে ব্রাজিলের বিরুদ্ধে৷ আরেক সেমিফাইনালে ব্রাজিলের কিশোররা উরুগুয়ের হাতে ৩-০ গোলে হেরে বেশ মুষড়ে পড়েছে৷

খেলার মাঠে জার্মানির অধিনায়ক এমরে কানছবি: picture alliance/Pressefoto Ulmer

তোরেয়ন শহরে বৃহস্পতিবারের ম্যাচের আগে প্রায় ৩০,০০০ দর্শকের স্টেডিয়াম ছিল কানায় কানায় ভরা৷ প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জার্মান কিশোররা কিছুটা কাহিল হয়ে পড়লেও তারা বার বার ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছে৷ খেলা শুরু হওয়ার মাত্র ৩ মিনিটের মাথায় মেক্সিকোর হুলিও গোমেস প্রথম গোলটি করায় জার্মানি প্রবল চাপের মুখে পড়ে৷ ফলাফল যখন ২-২ হয়ে দাঁড়ায়, তখনই শুরু হয় আসল লড়াই৷ পরাজয়ের পর জার্মানির অধিনায়ক এমরে কান ও তাঁর সহ খেলোয়াড়রা মানসিকভাবে প্রায় বিপর্যস্ত হয়ে পড়ে৷ জার্মানিকে প্রথম বার সতেরো-অনূর্ধ্ব বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছনোর সম্ভাবনার এত কাছে এসে ব্যর্থ হওয়ার বেদনা সামলাতে তাদের বেশ কষ্ট হচ্ছিলো৷ কোচ স্টেফেন ফ্রয়েন্ড অবশ্য তাদের সান্ত্বনা দিয়ে বলেন, তারা খুবই ভালো খেলেছে৷ ফুটবল ম্যাচে ফলাফল একেবারে নিশ্চিতভাবে কারো হাতেই থাকে না৷

আপাতত সবার নজর মেক্সিকো ও উরুগুয়ের মধ্যে ফাইনাল ম্যাচের দিকে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারিত গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ