1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সত্তরেও তরুণ ‘মিক জ্যাগার’

মারুফ আহমদ৩০ জুলাই ২০১৩

আঁটসাঁট জিন্স ও জ্যাকেট পরা মিক জ্যাগারের তেজোদীপ্ততা দেখে মনেই হয়না তাঁর বয়স সত্তর হয়েছে৷ গত ২৬শে জুলাই ছিল রক সংগীতের এই ব্রিটিশ সুপারস্টারের ৭০তম জন্মদিন৷

ছবি: Getty Images

পুরো নাম : মাইকেল ফিলিপ জ্যাগার

ছবি: AP

জন্ম : ২৬ই জুলাই, ১৯৪৩, ড্যার্টফোর্ড, ইংল্যান্ড

পেশা : গীতিকার, সুরকার, বাদক, গায়ক ও অভিনেতা

বাবা : বেসিল ফ্যানশ (জো) জ্যাগার

মা : ইভা এনস্লি মেরি

স্ত্রী : বিয়াঙ্কা দ্য মাসিয়াস (১৯৭১ – ৭৭)

খুব উল্লেখযোগ্য গান : স্যাটিসফ্যাকশন, সিম্প্যাথি ফর দ্য ডেভিল, অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক  ফ্ল্যাশ৷

‘দ্য রোলিং স্টোনস'-এর সঙ্গে অ্যামেরিকা ট্যুর শেষে জন্মস্থান লন্ডনে ফিরে হাইড পার্কে তাঁর ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক মেগা কনসার্টে অংশ নিয়েছেন মিক জ্যাগার৷ ৬৫ হাজার শ্রোতা-দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেছেন তাঁর কনসার্ট৷ ব্লুজ-প্রভাবিত গান এবং মঞ্চে তারুণ্যদীপ্ত উপস্থিতির কারণে মিক জ্যাগার এক কিংবদন্তি৷ পাঁচ দশকেরও বেশি সময় ধরে রক সংগীত জগতে জ্যাগার ও তাঁর সংগীত গোষ্ঠী ‘দ্য রোলিং স্টোনস'  পেয়ে আসছে আকাশচুম্বী সাফল্য ও জনপ্রিয়তা৷

রক সংগীতের ইতিহাসে ‘দ্য রোলিং স্টোনস' অন্যতম সফল ব্যান্ড৷ এর প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার মিক জ্যাগার৷ ছোটবেলা থেকেই গান গাইতে আগ্রহী ছিলেন মিক৷ স্কুল জীবনে তিনি ছিলেন ‘আর অ্যাণ্ড বি' বা ‘রিদম অ্যাণ্ড ব্লু-জ'-এর অনূরাগী৷

১৯৬৭ সালে ‘দ্য রোলিং স্টোনস’ কনসার্ট-এ মিক জ্যাগারছবি: Getty Images

১৯৬১ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্স-এ পড়ার সময়ে হঠাৎ দেখা হয়ে যায় ছোটবেলার বন্ধু, গিটার বাদক কিথ রিচার্ডের সঙ্গে৷ সেই সাক্ষাতেই রোপিত হয় ভবিষ্যতের অসাধারণ এক সংগীত গোষ্ঠীর বীজ৷ কিছুদিন পরই কিথ রিচার্ড, ব্রায়ান জোন্স, ইয়ান স্টুয়ার্ট, ডিক টেইলার ও টোনি চ্যাপম্যানকে নিয়ে ‘দ্য রোলিং স্টোনস' গড়ে তোলেন জ্যাগার৷ ১৯৬২ সালের ১২ই জুলাই লন্ডনের জ্যাজ ক্লাব মার্কি-তে স্টোনস পরিবেশন করে তাদের প্রথম কনসার্ট৷ তারপর থেকেই শুরু হয় রোলিং স্টোনসের জনপ্রিয় হয়ে ওঠা৷ কিথ রিচার্ডের সঙ্গে মিলে জ্যাগারের দারুণ কিছু গান রচনাও শুরু হয় তখন থেকে৷  ব্লু-জ ও জ্যাজ প্রভাবিত সেই গানগুলো খুব সাড়া জাগায়৷ একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ ‘দ্য বিটলস' এর পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ‘দ্য রোলিং স্টোনস' এর খ্যাতি৷

ছায়াছবির জগতে সংগীতকার ও অভিনেতা হিসেবেও মিক জ্যাগার পেয়েছেন সমাদর৷ একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী তিনি৷ ১৯৮৫ সালে ‘রোলিং স্টোনস'-এর পাশাপাশি শুধু নিজের গান নিয়ে একক ক্যারিয়ারও শুরু করেন মিক জ্যাগার৷ ২০১১ সালে বেশ কয়েকজন খ্যাতিমান সংগীত শিল্পীতে নিয়ে জ্যাগার গঠন করেন একটি ব্যাতিক্রমধর্মী গোষ্ঠী ‘সুপারহেভি'৷ ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানও এই গোষ্ঠীর সদস্য৷

২০১৩ সালের ৬ জুলাই লন্ডনে ‘দ্য রোলিং স্টোনস’ কনসার্ট-এ মিক জ্যাগারছবি: Getty Images

গত বছর বিশ্বব্যাপী পালিত হলো ‘রোলিং স্টোনস'-এর ৫০তম বর্ষপূর্তি৷ ১৯৮৯ সালে মিক জ্যাগার এবং ‘দ্য রোলিং স্টোনস'-কে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম' এ অভিষিক্ত করা হয়৷ ২০০৩ সালে  নাইট উপাধিতে ভূষিত হন মিক জ্যাগার৷ সংগীতে বিশেষ অবদানের জন্য আরো অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন স্যার মাইকেল ফিলিপ জ্যাগার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ