1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সত্তরেও তরুণ ‘মিক জ্যাগার’

মারুফ আহমদ৩০ জুলাই ২০১৩

আঁটসাঁট জিন্স ও জ্যাকেট পরা মিক জ্যাগারের তেজোদীপ্ততা দেখে মনেই হয়না তাঁর বয়স সত্তর হয়েছে৷ গত ২৬শে জুলাই ছিল রক সংগীতের এই ব্রিটিশ সুপারস্টারের ৭০তম জন্মদিন৷

ছবি: Getty Images

পুরো নাম : মাইকেল ফিলিপ জ্যাগার

ছবি: AP

জন্ম : ২৬ই জুলাই, ১৯৪৩, ড্যার্টফোর্ড, ইংল্যান্ড

পেশা : গীতিকার, সুরকার, বাদক, গায়ক ও অভিনেতা

বাবা : বেসিল ফ্যানশ (জো) জ্যাগার

মা : ইভা এনস্লি মেরি

স্ত্রী : বিয়াঙ্কা দ্য মাসিয়াস (১৯৭১ – ৭৭)

খুব উল্লেখযোগ্য গান : স্যাটিসফ্যাকশন, সিম্প্যাথি ফর দ্য ডেভিল, অ্যাঞ্জি, জাম্পিন জ্যাক  ফ্ল্যাশ৷

‘দ্য রোলিং স্টোনস'-এর সঙ্গে অ্যামেরিকা ট্যুর শেষে জন্মস্থান লন্ডনে ফিরে হাইড পার্কে তাঁর ৭০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক মেগা কনসার্টে অংশ নিয়েছেন মিক জ্যাগার৷ ৬৫ হাজার শ্রোতা-দর্শক মুগ্ধ হয়ে উপভোগ করেছেন তাঁর কনসার্ট৷ ব্লুজ-প্রভাবিত গান এবং মঞ্চে তারুণ্যদীপ্ত উপস্থিতির কারণে মিক জ্যাগার এক কিংবদন্তি৷ পাঁচ দশকেরও বেশি সময় ধরে রক সংগীত জগতে জ্যাগার ও তাঁর সংগীত গোষ্ঠী ‘দ্য রোলিং স্টোনস'  পেয়ে আসছে আকাশচুম্বী সাফল্য ও জনপ্রিয়তা৷

রক সংগীতের ইতিহাসে ‘দ্য রোলিং স্টোনস' অন্যতম সফল ব্যান্ড৷ এর প্রতিষ্ঠাতা সদস্য ও কর্ণধার মিক জ্যাগার৷ ছোটবেলা থেকেই গান গাইতে আগ্রহী ছিলেন মিক৷ স্কুল জীবনে তিনি ছিলেন ‘আর অ্যাণ্ড বি' বা ‘রিদম অ্যাণ্ড ব্লু-জ'-এর অনূরাগী৷

১৯৬৭ সালে ‘দ্য রোলিং স্টোনস’ কনসার্ট-এ মিক জ্যাগারছবি: Getty Images

১৯৬১ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্স-এ পড়ার সময়ে হঠাৎ দেখা হয়ে যায় ছোটবেলার বন্ধু, গিটার বাদক কিথ রিচার্ডের সঙ্গে৷ সেই সাক্ষাতেই রোপিত হয় ভবিষ্যতের অসাধারণ এক সংগীত গোষ্ঠীর বীজ৷ কিছুদিন পরই কিথ রিচার্ড, ব্রায়ান জোন্স, ইয়ান স্টুয়ার্ট, ডিক টেইলার ও টোনি চ্যাপম্যানকে নিয়ে ‘দ্য রোলিং স্টোনস' গড়ে তোলেন জ্যাগার৷ ১৯৬২ সালের ১২ই জুলাই লন্ডনের জ্যাজ ক্লাব মার্কি-তে স্টোনস পরিবেশন করে তাদের প্রথম কনসার্ট৷ তারপর থেকেই শুরু হয় রোলিং স্টোনসের জনপ্রিয় হয়ে ওঠা৷ কিথ রিচার্ডের সঙ্গে মিলে জ্যাগারের দারুণ কিছু গান রচনাও শুরু হয় তখন থেকে৷  ব্লু-জ ও জ্যাজ প্রভাবিত সেই গানগুলো খুব সাড়া জাগায়৷ একের পর এক হিট অ্যালবাম বেরোয় বাজারে৷ ‘দ্য বিটলস' এর পাশাপাশি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ‘দ্য রোলিং স্টোনস' এর খ্যাতি৷

ছায়াছবির জগতে সংগীতকার ও অভিনেতা হিসেবেও মিক জ্যাগার পেয়েছেন সমাদর৷ একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী তিনি৷ ১৯৮৫ সালে ‘রোলিং স্টোনস'-এর পাশাপাশি শুধু নিজের গান নিয়ে একক ক্যারিয়ারও শুরু করেন মিক জ্যাগার৷ ২০১১ সালে বেশ কয়েকজন খ্যাতিমান সংগীত শিল্পীতে নিয়ে জ্যাগার গঠন করেন একটি ব্যাতিক্রমধর্মী গোষ্ঠী ‘সুপারহেভি'৷ ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানও এই গোষ্ঠীর সদস্য৷

২০১৩ সালের ৬ জুলাই লন্ডনে ‘দ্য রোলিং স্টোনস’ কনসার্ট-এ মিক জ্যাগারছবি: Getty Images

গত বছর বিশ্বব্যাপী পালিত হলো ‘রোলিং স্টোনস'-এর ৫০তম বর্ষপূর্তি৷ ১৯৮৯ সালে মিক জ্যাগার এবং ‘দ্য রোলিং স্টোনস'-কে ‘রক অ্যান্ড রোল হল অফ ফেম' এ অভিষিক্ত করা হয়৷ ২০০৩ সালে  নাইট উপাধিতে ভূষিত হন মিক জ্যাগার৷ সংগীতে বিশেষ অবদানের জন্য আরো অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন স্যার মাইকেল ফিলিপ জ্যাগার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ