1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সত্যিকারের স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভ হংকংয়ে

২ নভেম্বর ২০১৯

পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হংকংয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা৷ জরুরি ভিত্তিতে সেখানে অর্থবহ স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা৷ আন্দোলনকারীদের প্রতিহত করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ৷

China Hongkong Proteste
ছবি: Reuters/T. Peter

শনিবার নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে হংকংয়ে৷ প্রায় তিন হাজার মানুষ জড়ো হয়েছেন ভিক্টোরিয়া পার্কে৷ তাদের অভিযোগ অঞ্চলটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করেছে চীন৷ তার প্রতিবাদ জানাতেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আন্দোলন শুরু করেছেন তারা৷

গত শনিবার চীন এক ঘোষণায় বলেছে, হংকংয়ের সরকার ব্যবস্থা নিয়ে কোন ধরনের বাধা সহ্য করা হবে না৷ অঞ্চলটিতে দেশাত্মবোধমূলক শিক্ষা আরো বাড়ানোর কথাও বলেছে দেশটি৷

ছবি: Reuters/S. Stapelton

সংবাদ সংস্থা এএফপিকে ১৭ বছর বয়সি এক বিক্ষোভকারী বলেন, ‘‘পুরো সরকারব্যবস্থা কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে৷ আমাদের প্রাপ্য স্বাধীনতা রক্ষা করতে আমরা বাইরে বেরিয়ে এসেছি৷''

প্রতিবাদকারীদের একটি অংশ শহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তা দখল করে রাখে৷ সরকার নিষিদ্ধ ঘোষণা করলেও পুলিশের নজরদারি এড়াতে অনেকই মুখোশ পরিহিত অবস্থায় ছিল৷ অনেকের মুখে ছিল গ্যাস মাস্কও৷ 

এদিকে সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাসের পাশাপাশি জল কামান ব্যবহার করে৷ কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভ সমাবেশ করার জন্য প্রতিবাদকারীদের কোনো অনুমতি ছিল না৷ 

হংকংয়ের কোনো বাসিন্দা চীনে অপরাধ করলে বিচারের জন্য তাকে চীনে পাঠানো যাবে, এমন এক বিলের বিরুদ্ধে গত জুনে সেখানে বিক্ষোভ শুরু হয়৷ সেপ্টেম্বরে এই বিল প্রত্যাহারে ঘোষণা দেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম৷ কিন্তু বিক্ষোভকারীদের দাবি হংকংয়ের স্বায়ত্তশাসন ও জনগণের সভা সমাবেশ করার স্বাধীনতা কেড়ে নিচ্ছে পুলিশ৷ প্রকৃত স্বায়ত্তশাসনের দাবিতে জনগণকে রাস্তায় নামার আহবান জানিয়েছেন বিক্ষোভকারীরা৷ 

এফএস/এআই (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ