1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাংকফুর্ট বুন্ডেসলিগার শীর্ষে

২ সেপ্টেম্বর ২০১২

সেকেন্ড ডিভিশন থেকে বুন্ডেসলিগায় প্রত্যাবর্তনের পর নতুন ফর্ম দেখাচ্ছে ফ্রাংকফুর্ট৷ শনিবার হফেনহাইম’কে তাদের নিজেদের মাঠে ৪-০ গোলে হারায় ফ্রাংকফুর্ট, এবং দুটি খেলায় ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানটি দখল করে৷

Fußball Bundesliga 2. Spieltag: TSG 1899 Hoffenheim - Eintracht Frankfurt am Samstag (01.09.2012) in Sinsheim in der Rhein-Neckar-Arena. Frankfurts Pirmin Schweglerer (r) jubelt mit Takashi Inui (hinten) und Bastian Oczipka über sein Tor zum 0:2. Foto: Uwe Anspach dpa/lsw (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

এক সপ্তাহ আগে বুন্ডেসলিগার সূচনায় নিজেদের মাঠে খোদ বায়ার লেভারকুজেন'কে ২-১ গোলে ঠান্ডা করেছিল ফ্রাংকফুর্ট৷ শনিবার রাইন-নেকার অ্যারেনায় তাদের ফর্ম আরো ভয়ংকর দেখা গেল৷ মিডফিল্ডার আলেক্সান্ডার মায়ার প্রথম গোলটি করার পর বিরতির আগেই দ্বিতীয় গোলটি করেন পির্মিন শোয়েগ্লার৷ খেলার ৭০ এবং ৭৩ মিনিটের মাথায় হফেনহাইমের এক মিডফিল্ডার এবং এক ডিফেন্ডারের হলুদ-লাল কার্ড দেখাটাও ফ্রাংকফুর্টের পক্ষে মন্দ হয়নি৷ খেলা শেষ হবার মুখে মায়ার আরো একটি গোল করে পেনাল্টি শটে, সেই সঙ্গে প্রায় রেফারির হুইসেলের সঙ্গে সঙ্গে মার্টিন লানিশ'এর হেড করে গোল, খেলার চতুর্থ৷

যতো দোষ, নন্দ ঘোষ

খেলার পর ফ্রাংকফুর্টের কোচ আর্মিন ফে ঠাট্টা করে বলেছেন: ‘‘আমরা এবার জার্মান চ্যাম্পিয়ন না হলে আমি খুব হতাশ হব৷'' ওদিকে গত মরসুমের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড শনিবার নুরেমবার্গে ১-১ ড্র করেছে৷ ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন: ‘‘প্রথমার্ধে মনে হচ্ছিল, খেলাটা আমাদের হাতেই আছে, কিন্তু শেষমেষ গোলটা করা হয়ে ওঠেনি৷ খেলার শেষ তৃতীয়াংশে আমরা যথেষ্ট ভালো খেলিনি, আবার খেললেও, বড় তাড়াহুড়ো করেছি৷ রেফারির ব্যাপারেও আমি খুব খুশি নই৷ অনবরত হুইসেল বাজিয়ে গেছেন, হলুদ কার্ড বিলিয়ে খেলার বারোটা বাজিয়েছেন৷ ফুটবল একটা শক্ত খেলা, কেউই ফাউল করতে চায় না, কিন্তু রেফারি সব কিছুতেই বাঁশি বাজিয়েছেন৷''

একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়

উত্তরের ডার্বিতে হামবুর্গ ব্রেমেনের কাছে হারে ২-০ গোলে, যদিও সপ্তাহান্তে ট্রান্সফার বাজারের গরমগরম খবর ছিল ডাচ ইন্টারন্যাশনাল রাফায়েল ফ্যান ডের ফার্ট'এর টটেনহাম হটস্পার থেকে হামবুর্গে ফেরা৷ ফ্যান ডের ফার্টকে অবশ্য শনিবার স্ট্যান্ডে বসেই খেলা দেখতে হয়েছে৷ হামবুর্গের কোচ থর্সটেন ফিংক স্পষ্টই বলেছেন, শুধু ফ্যান ডের ফার্টের ফেরাতেই হামবুর্গের ভাগ্য ফিরে যাবে, এমন নয়৷ তার পক্ষে একা এই বোঝা টানা সম্ভব হবে না৷ হামবুর্গ এ'মরসুমের প্রথম দুটো খেলাই হেরেছে নিজেদের তরফ থেকে কোনো রকম গোল না করে৷ ‘‘ফ্যান ডের ফার্ট'কে ঘিরে অনেক হাইপ চলেছে, আমি জানি, কিন্তু আমাদের সকলকেই দায়িত্বের ভাগ নিতে হবে,'' বলেছেন ফিংক৷ ফিংক আবার গত দু'বছরে হামবুর্গের পঞ্চম কোচ৷ কাজেই তাঁর নিজের বাঁচামরার প্রশ্নও এর সঙ্গে জড়িত৷

এর নাম ফ্যান?

কোলোন এখন দ্বিতীয় ডিভিশনে৷ কোলোনের ফ্যানরাও যেন ঠিক সেই পরিমাণে হতাশ, ক্ষুব্ধ, দুর্দান্ত এবং মারমুখী হয়ে উঠছে৷ ডিফেন্ডার কেভিন পেৎসোনি'কে তো এবার ক্লাবই ছাড়তে হল স্রেফ ফ্যানদের ভয়ে৷ গত সপ্তাহে তার বাড়ির সামনে একদল ক্ষিপ্ত ফ্যান তাকে আক্রমণ করে এবং ভয় দেখায়৷ ২৩ বছর বয়সি পেৎসোনি কোলোনের কোচ স্টানিস্লাভস্কি'কে বলেছেন, তিনি আর নিজেকে নিরাপদ বোধ করছেন না৷ কোচের মন্তব্য: পায়ে বল এলে ভুল পাস করা নিয়ে যদি খেলোয়াড়কে দুশ্চিন্তায় ভুগতে হয়, তবে সে'ভাবে খেলা চলে না৷

এসি / এএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ